সেরা ০৫ ওয়ালটন মোবাইলের দাম ২০২২ - Itblogbd

সেরা ০৫ ওয়ালটন মোবাইলের দাম ২০২২

অন্যান্য কোম্পানি গুলোর সাথে পাল্লা দিতে ওয়ালটন মোবাইল কোম্পানিও নতুন নতুন ফিচারযুক্ত মোবাইল নিয়ে আসছে। অনেকগুলো ওয়ালটন মোবাইলের মধ্যে আজকে আমি ওয়ালটন মোবাইলের দাম ২০২২ নিয়ে আলোচনা করব।

বাংলাদেশে অনেকগুলো মোবাইল কোম্পানি রয়েছে। বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি মোবাইল কোম্পানি হচ্ছে ওয়ালটনমোবাইল বাজারে প্রতিনিয়ত ওয়ালটন কম বাজেটের নতুন নতুন মোবাইল নিয়ে আসছে। ওয়ালটন  কোম্পানিকে অনেকে দেশীয় কোম্পানি হিসেবে অভিহিত করে থাকে ।

ওয়ালটন মোবাইলের দাম ২০২২

ওয়ালটন মোবাইলের দাম 2022

আপনি যদি ওয়ালটন মোবাইলের দাম ও ছবি সম্পর্কে জানতে চান তাহলে সেটি জানতে পারবেন। ২০২২ সালে রিলিজ হওয়া একদম লেটেস্ট ওয়ালটন মোবাইল কম দামে ভালো মোবাইল গুলো নিয়ে আপনাদের জানাব।
ওয়ালটন মোবাইলের দাম ২০২২

Walton Primo GH11 | ওয়ালটন মোবাইল কম দামে

Walton Primo GH11  ওয়ালটন মোবাইলের দাম 7 হাজার 999 টাকা। মোবাইলটিতে 6.52 ইঞ্চি এইচডি ডিসপ্লে সহ 1600*720 পিক্সেল রেজুলেশন রয়েছে। ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 13+0.3+3 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটির ক্যামেরা সেটআপ অন্যান্য ফোন গুলোর তুলনায় অনেক সুন্দর।


এই ওয়ালটন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত। 2 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো-এসডি স্লটের মাধ্যমে স্টোরেজ পর্যন্ত করা যাবে।

অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাথে 2.0 গিগাহার্জ অক্টাকোর  প্রসেসর রয়েছে। আরো রয়েছে মিডিয়াটেক হেলিও A20 চিপসেট। ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 4200 এমএইচ লিপলিমার ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য কোন সুবিধা দেয়া হয়নি।।

সিকিউরিটি দেওয়ার জন্য এই মোবাইলে  ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক এর মত সুবিধা।

Walton Primo GH11 এর স্পেসিফিকেশনঃ

  • 6.5 ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে।
  • পিছনে রয়েছে 13+0.3+3 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • 2.0 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং হেলিও A20 চিপসেট।
  • 2 জিবি রেম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম।
  • 4200 এমএইচ লিপলিমার ব্যাটারি।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক রয়েছে।
ওয়ালটন মোবাইলের দাম ও ছবি

Walton Primo S8 | ওয়ালটন মোবাইলের দাম ও ছবি

Walton Primo S8 মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 4/64 জিবি ভার্সনের দাম 13 হাজার 999 টাকা। 6/64 জিবি ভার্সনের দাম 15 হাজার 999 টাকা। মোবাইলটিতে 6.53 ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে সহ 2310*1080 পিক্সেল রেজুলেশন রয়েছে।

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 16+8+2+2 মেগাপিক্সেল চারটি ক্যামেরা এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ওয়ালটন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।


একটি ভার্সনে 4 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও অন্য ভার্সনে 6 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে স্নাপড্রাগন 665 চিপসেট।

ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 5000 এমএইচ লিপলিমার ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 18 ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা। সিকিউরিটি দেওয়ার জন্য এই মোবাইলে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক এর মত সুবিধা।

Walton Primo S8 এর স্পেসিফিকেশনঃ

  • 6.3 ইঞ্চি আইপিএস ডিসপ্লে।
  • পিছনে রয়েছে 16+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং স্নাপড্রাগন 665 চিপসেট। 
  • 4 জিবি রেম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।
  • 5000 এমএইচ লিপলিমার ব্যাটারি।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক রয়েছে।
ওয়ালটন মোবাইলের দাম

Walton Primo NX6 | ওয়ালটন মোবাইলের দাম ২০২২

Primo NX6 ওয়ালটন মোবাইলের দাম 16 হাজার টাকা 999 টাকা। মোবাইলটিতে 6.78 ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে সহ 2460*1080 পিক্সেল রেজুলেশন রয়েছে। সিকিউরিটি দেওয়ার জন্য এই ওয়ালটন মোবাইলে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক এর মত সুবিধা।


ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 48+5+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটির ক্যামেরা সেটআপ অন্যান্য ফোন গুলোর তুলনায় অনেক সুন্দর।

এই ওয়ালটন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত। দুটি ভেরিয়েন্টের 4 রেম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো-এসডি স্লটের মাধ্যমে আরো 64 জিবি পর্যন্ত করা বাড়ানো যাবে ।


অ্যান্ড্রয়েড 1 অপারেটিং সিস্টেমের সাথে 2.0 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট। ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 6000 এমএইচ লিপলিমার ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

Walton Primo NX6 এর স্পেসিফিকেশনঃ

  • 6.78 ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে।
  • পিছনে রয়েছে 48+5+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • 2.0 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং রয়েছে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট।
  • অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম।
  • 6000 এমএইচ লিপলিমার ব্যাটারি।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক রয়েছে।
ওয়ালটন নতুন মোবাইল

Walton Primo H10 | ওয়ালটন নতুন মোবাইল

Walton Primo H10 মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 4/64 জিবি ভার্সনের দাম 12 হাজার 999 টাকা। 6/64 জিবি ভার্সনের দাম 14 হাজার 599 টাকা। মোবাইলটিতে 6.52 ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে সহ 1600*720 পিক্সেল রেজুলেশন রয়েছে।

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 13+2+2 মেগাপিক্সেল চারটি ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ওয়ালটন মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।


একটি ভার্সনে 4 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও অন্য ভার্সনে 6 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট।

ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 5000 এমএইচ লিপলিমার ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 10 ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা। সিকিউরিটি দেওয়ার জন্য এই মোবাইলে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক এর মত সুবিধা।

Walton Primo H10 এর স্পেসিফিকেশনঃ

  • 6.52 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।
  • পিছনে রয়েছে 13+2+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং হেলিও G35 চিপসেট। 
  • 4 জিবি রেম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম।
  • 5000 এমএইচ লিপলিমার ব্যাটারি।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
Walton Primo GM4

Walton Primo GM4 | ওয়ালটন মোবাইলের দাম ও ছবি

Walton Primo GM4 ওয়ালটন মোবাইলের দাম 7 হাজার 499 টাকা । মোবাইলটিতে 6.1 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে সহ 720*1560 পিক্সেল রেজুলেশন রয়েছে।

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 8+0.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 5  মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

2 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো-এসডি স্লটের মাধ্যমে 128 জিবি পর্যন্ত করা যাবে। সিকিউরিটি দেওয়ার জন্য এই মোবাইলে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর মত সুবিধা।

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে 1.86 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 45000 এমএইচ লিপলিমার ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

Walton Primo GM4 এর স্পেসিফিকেশনঃ

  • 6.1 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।
  • পিছনে রয়েছে 8+0.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • 1.6 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর.
  • 2 জিবি রেম এবং 16 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।
  • 5000 এমএইচ লিপলিমার ব্যাটারি।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।

শেষ কথা

আশা করি উপরোক্ত সেরা ৫ ওয়ালটন মোবাইলের দাম ২০২২  আলোচনার মাধ্যমে ওয়ালটনের সেরা পাঁচটি ফোন সম্পর্কে ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছি সব মোবাইল গুলোর সবগুলো স্পেসিফিকেশন অ্যাড করিতে। 

বিঃদ্রঃ উপরে আলোচনাকৃত মোবাইল গুলোর মূল্য কোম্পানি বা অন্য কোনো ভাবে যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

Please Share this On:

Next Post Previous Post
5 Comments
  • Arefin Emon
    Arefin Emon 14 Dec 2020, 08:58:00

    nice buddy

    • Sharif ahmed
      Sharif ahmed 14 Dec 2020, 09:35:00

      Thanks

  • Lisa Przekop
    Lisa Przekop 6 Jan 2022, 10:41:00

    This comment has been removed by the author.

  • Lisa Przekop
    Lisa Przekop 6 Jan 2022, 10:43:00

    Please visit My site
    https://www.techbd720.xyz/

  • Md Abdullah
    Md Abdullah 5 Jul 2022, 09:28:00

    এই মোবাইল গুলোর মধ্যে কোনটা ভালো হবে.

Add Comment
comment url