টেকনো মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩ | টেকনো মোবাইলের দাম ও ছবি

বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে টেকনো। এই আর্টিকেলটিতে ‌‌‌‌‌‌‌‌‌‌টেকনো মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩ সম্পর্কে সম্পূর্ণরূপে আপনাদের সাথে আলোচনা করব।

টেকনো মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল রিলিজ করে থাকে। ডিজাইনের দিক থেকে‌‌ ‌টেকনো মোবাইল ফোন কোম্পানি অন্যান্য মোবাইল কোম্পানিগুলো থেকে ভালো করে থাকে।

গেমিং এর ক্ষেত্রেও টেকনো মোবাইল ভালো পারফর্মেন্স দেয়। মিড রেন্জের ভিতরে টেকনো মোবাইলে স্লিম ডিজাইন, ব্যাটারি,  প্রসেসর ও ক্যামেরার অসাধারণ পারফরম্যান্স দেয়ার কারনে অনেকেই পছন্দ করেন টেকনো মোবাইল গুলো।

টেকনো মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩

Tecno smart 8cTecno pop 5
Tecno smart 8c
৳11990 3/64 GB
৳13990 4/128

Tecno pop 5
৳8990 2/32 GB
৳10990 3/32 GB

Tecno spark GoTecno park 8 pro
Tecno spark Go
৳9490 2/32 GB
Tecno spark 8 pro 
৳14,990 4/64 GB
৳15,990 6/64 GB

Tecno spark 7Tecno Camon 17p
Tecno spark 7
৳11,490 3/64 GB
৳12,990 4/64 GB
Tecno Camon 17p
৳18,990 6/128 GB
Tecno Camon 17Tecno Spark 7 Pro
Tecno Camon 17
৳16,990 6/128 GB
Tecno Spark 7 Pro
৳13,490 4/64 GB
৳14,990 6/64 GB

ক্যামেরা, ব্যাটারি, ফাস্ট চার্জিং ও গেমিং পারফরমেন্সের দিক দিয়ে খেয়াল রেখে অন্যান্য কোম্পানি গুলোর মতই এই মোবাইল কোম্পানিটি এগিয়ে যাচ্ছে। আপনি যদি ‌‌টেকনো মোবাইলের ডিজাইন পছন্দ করে টেকনো মোবাইলের দাম ও ছবি 2023 সম্পর্কে জেনে নিতে চাচ্ছেন তাহলে আর্টিকেলটি আপনার উপকারে আসবে।

Tecno spark 8c | টেকনো মোবাইলের দাম ও ছবি

টেকনো মোবাইল দাম ও ছবি
Tecno spark 8c মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 3/64 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ  11 হাজার 999 টাকা। 4/128 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ 13 হাজার 999 টাকা।  মোবাইলটিতে 6.6 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে সহ 720*1612 পিক্সেল রেজুলেশন রয়েছে।


মোবাইলের পিছনে ছবি তোলার জন্য দুইটি ক্যমেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আরেকটি ক্যামেরা হিসেবে থাকছে QVGA ক্যামেরা।

বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।

একটি ভার্সনে 3 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও অন্য ভার্সনে 4 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে Unisoc T606 চিপসেট।

Tecno Spark 8c মোবাইলে রয়েছে 5000mAh নন রিমোভএবল লিথিয়াম আয়ন ব্যটারি। ফার্স্ট চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। 10 ওয়াট চার্জার দিয়া মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টার একটু কম সময়।


সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 8-10 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-6 ঘন্টার মতো পাবেন।
দাম৳11,990 3/64 GB ৳13,990 4/128 GB
ডিসপ্লে6.6" | Full HD+ | 720*1612 Resolution
প্রসেসরUnisoc T606(12nm)
জিপিউMali G-57
পিছনে ক্যামেরা13MP+QVGA
সামনে ক্যামেরা8MP
র‌্যাম3/4 GB | TYPE: LPDDRx4
স্টোরেজ64/128 GB | Type UFS2.2
ব্যাটারি5000 mAh 
ফার্স্ট চার্জিং10w 
ওজন 

Tecno Pop 5 | টেকনো মোবাইল কম দামে

Tecno Pop 5 | টেকনো মোবাইলের দাম ও ছবি
টেকনো কম দামে ভালো মোবাইল হচ্ছে Tecno Pop 5. মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 2/32 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ 8 হাজার 990 টাকা। মোবাইলটিতে 6.52 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে সহ 720*1600 পিক্সেল রেজুলেশন রয়েছে।

Tecno Pop 5 মোবাইলে রয়েছে 5000mAh নন রিমোভএবল লিথিয়াম আয়ন ব্যটারি। ফার্স্ট চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। 10 ওয়াট চার্জার দিয়া মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টার একটু কম সময়।


মোবাইলের পিছনে ছবি তোলার জন্য দুইটি ক্যমেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আরেকটি ক্যামেরা হিসেবে থাকছে Al ক্যামেরা।

বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।


একটি ভার্সনে 2 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ও অন্য ভার্সনে 3 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 1.6 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে Unisoc SC9863A চিপসেট।

সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 8-10 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-6 ঘন্টার মতো পাবেন।
দাম৳8,990 2/32 GB ৳10,990 3/32 GB
ডিসপ্লে6.52" | HD+ | 720*1600 Resolution
প্রসেসরUnisoc SC9863A
জিপিউIMG 8322
পিছনে ক্যামেরা8MP+Al
সামনে ক্যামেরা5MP
র‌্যাম2/3GB | TYPE:
স্টোরেজ32GB | Type UFS2.2
ব্যাটারি5000 mAh 
ফার্স্ট চার্জিং10w 
ওজন178g 

Tecno spark Go 2023 | টেকনো মোবাইলের দাম কত

Tecno spark Go 2023
Tecno spark Go 2023 মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 2/32 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ 9 হাজার 499 টাকা। মোবাইলটিতে 6.52 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে সহ 720*1600 পিক্সেল রেজুলেশন রয়েছে।

একটি ভার্সনে 2 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে Mediatek Helio A20 চিপসেট।

মোবাইলের পিছনে ছবি তোলার জন্য দুইটি ক্যমেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আরেকটি ক্যামেরা হিসেবে থাকছে Al ক্যামেরা।

বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।


Tecno spark Go 2023 মোবাইলে রয়েছে 5000mAh নন রিমোভএবল লিথিয়াম পলিমার ব্যটারি। মোবাইল রিচার্জ দেওয়ার জন্য কোন ধরনের ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহার করা হয়নি।

সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 8-10 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-6 ঘন্টার মতো পাবেন।
দাম৳9490 2/32 GB
ডিসপ্লে6.52" | HD+ | 720*1600 Resolution
প্রসেসরMediatek Helio A20
জিপিউPowerVr
পিছনে ক্যামেরা13MP+Al
সামনে ক্যামেরা8MP
র‌্যাম2GB | TYPE: LPDDRx4
স্টোরেজ32GB | Type UFS2.2
ব্যাটারি5000 mAh 
ফার্স্ট চার্জিং❌ 
ওজন

Tecno spark 8 Pro | টেকনো মোবাইল দাম কত bangladesh

টেকনো মোবাইলের দাম 2023
Tecno spark 8 Pro  মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 4/64 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ 14 হাজার 999 টাকা। 6/64 জিবি ভার্সনের দাম 15 হাজার 999 টাকা।  মোবাইলটিতে 6.8 ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে সহ 1080*2470 পিক্সেল রেজুলেশন রয়েছে।

মোবাইলের পিছনে ছবি তোলার জন্য তিনটি ক্যামেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা।

বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।


একটি ভার্সনে 4 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ও অন্য ভার্সনে 6 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে Mediatek Helio G85 চিপসেট।

Tecno spark 8 Pro  মোবাইলে রয়েছে 5000mAh নন রিমোভএবল লিথিয়াম আয়ন ব্যটারি। ফার্স্ট চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে 33 ওয়াটের চার্জার। 33 ওয়াট চার্জার দিয়া মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি সময়।

সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 8-10 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-6 ঘন্টার মতো পাবেন।
দাম৳14,990 4/64 GB
৳15,990 6/64 GB

ডিসপ্লে6.8" | Full HD+ | 1080*2468 Resolution
প্রসেসরMediatek Helio G85
জিপিউMaLi G-52 MC2
পিছনে ক্যামেরাTriple 48MP+Al+Al
সামনে ক্যামেরা8MP
র‌্যাম4/6GB | TYPE: LPDDRx4
স্টোরেজ64GB | Type UFS2.2
ব্যাটারি5000 mAh 
ফার্স্ট চার্জিং23w 
ওজন198g 

Tecno spark 7 | টেকনো কম দামে ভালো ফোন

Tecno spark 7 | টেকনো কম দামে ভালো ফোন
Tecno spark 7  মোবাইলটির দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। 4/64 জিবি ভার্সনের টেকনো মোবাইলের দাম বাংলাদেশ 14 হাজার 999 টাকা। মোবাইলটিতে 6.5 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে সহ 720*1600 পিক্সেল রেজুলেশন রয়েছে।

মোবাইলের পিছনে ছবি তোলার জন্য দুইটি ক্যামেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।

একটি ভার্সনে 3 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ 4 জিবি রেম সহ মোবাইলটিতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। আরো রয়েছে Mediatek Helio G70 চিপসেট।

Tecno spark 7  মোবাইলে রয়েছে 6000mAh নন রিমোভএবল লিথিয়াম আয়ন ব্যটারি। ফার্স্ট চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। 10 ওয়াট চার্জার দিয়া মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টার একটু বেশি সময়।

সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 9-11 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-7 ঘন্টার মতো পাবেন।
দাম৳11,490 3/64 GB
৳12,990 4/64 GB

ডিসপ্লে6.5" | HD+ | 720*1600 Resolution
প্রসেসরMediatek Helio G70
জিপিউMaLi G-52 MC2
পিছনে ক্যামেরাDual 16MP+Al
সামনে ক্যামেরা8MP
র‌্যাম3/4GB | TYPE: LPDDRx4
স্টোরেজ64GB | Type UFS2.2
ব্যাটারি6000 mAh 
ফার্স্ট চার্জিং10w 
ওজন168g 

শেষ কথা 

টেকনো খুবই জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। আপনাদের সাথে টেকনো মোবাইল দাম বাংলাদেশ ২০২৩ নিয়ে আলোচনা করেছি এখানে টেকনো নতুন মোবাইলগুলো নিয়ে আপনাদের অভিহিত করেছি। আশাকরছি টেকনো মোবাইলের দাম ও ছবি সম্পর্কে সম্পূর্ণ জানত পেরেছেন। 

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • Raza Hosyain
    Raza Hosyain 19 Nov 2022, 03:36:00

    Upcoming mobiles are those cell phones which are yet not released, also called future mobiles or handsets. Here is the list of all mobile brands upcoming mobiles including Nokia, Samsung, Sony Ericsson, LG, Blackberry, China Mobiles, Motorola, HTC, Trend, Qmobile etc.

Add Comment
comment url