কিভাবে gmail account delete করব?
জিমেইল একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইন্টারনেটে সকল গুরুত্বপূর্ণ কাজেই জিমেইল একাউন্ট দরকার পরে। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট সহ বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট করতে আমাদের জিমেইল একাউন্ট দরকার পরে। বিভিন্ন কারনে আমরা জিমেইল একাউন্ট তৈরি করি কিন্তু অনেক সময় অতিরিক্ত জিমেইল হয়ে যাওয়ায় আমরা কিভাবে gmail account delete করব সেটা নিয়ে জানতে চাই।
কিভাবে gmail account delete করব?
খুব সহজে কিভাবে gmail account delete করব সেটা নিয়ে আজকে আপনাদের জানাতে চেষ্টা করব। জিমেইল একাউন্ট ডিলিট করতে চাইলে আপনি যেই জিমেইল একাউন্ট ডিলেট করবেন অবশ্যই তার পাসওয়ার্ড মনে থাকতে হবে।
জিমেইল একাউন্ট ডিলিট করার পুর্বে অবশ্যই আপনি আপনার জিমেইলে থাকা তথ্য গুলো ডাউনলোড করে নিন। কারন যেকোন সময় এটা কাজে লাগতে পারে। কিভাবে জিমেইলে থাকা তথ্য ডাউনলোড করতে হবে সেটাও বলে দিব।
gmail account delete করার ধাপগুলো হলোঃ
- আপনার জিমেইল অ্যাপ থেকে প্রোফাইল অপশনে যান
- manage your google account ক্লিক করুন
- Data and privacy অপশনে ক্লিক করুন
- Delete a google service অপশনে ক্লিক করুন।
- Delete gmail এ ক্লিক করুন।
- নতুন জিমেইল একাউন্ট দিন।
- নতুন জিমেইল একাউন্টে প্রেরিত কোড দিয়ে জিমেইল একাউন্ট ডিলেট করুন।
ধাপ-১ঃ আপনার যেই gmail account delete করতে চান প্রথমে সেই জিমেইল একাউন্ট Gmail অ্যাপে লগ ইন করুন। এরপর নিচের স্ক্রিনশটে দেখানো অপশনটিতে ক্লিক করুন।
ধাপ-৪ঃ data and privacy অপশনটিতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যান এরপর জিমেইল একাউন্ট ডিলিট করার পূর্বে আপনার জিমেইলে থাকা তথ্য ডাউনলোড করতে Download your data অপশনটি অপশনটিতে ক্লিক করুণ।