Realme 9 বাংলাদেশ প্রাইস ও স্পেসিফিকেশন - Itblogbd

Realme 9 বাংলাদেশ প্রাইস ও স্পেসিফিকেশন

Realme 9 বাংলাদেশ প্রাইস 

দামBDT 26990TK
ডিসপ্লে6.4" | Full HD+ | 1080*2400 Resolution
প্রসেসরMeidatek Helio p35
জিপিউPowerVR GE8320
পিছনে ক্যামেরা108MP+8MP+2MP
সামনে ক্যামেরা16MP
র‌্যাম8GB | TYPE: LPDDRx4
স্টোরেজ128GB | Type UFS2.2
ব্যাটারি5000 mAh 
ফার্স্ট চার্জিং33w 
ওজন178g 

রিয়েলমি মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল রিলিজ করে থাকে। ডিজাইনের দিক থেকে‌‌ ‌রিয়েলমি মোবাইল ফোন কোম্পানি অন্যান্য মোবাইল কোম্পানিগুলো থেকে ভালো করে থাকে। গেমিং এর ক্ষেত্রেও রিয়েলমি মোবাইল ভালো পারফর্মেন্স দেয়।

মিড রেন্জের ভিতরে রিয়েলমি মোবাইলে স্লিম ডিজাইন, ব্যাটারি, প্রসেসর ও ক্যামেরার অসাধারণ পারফরম্যান্স দেয়ার কারনে অনেকেই পছন্দ করেন রিয়েলমি মোবাইল গুলো। ক্যামেরা, ব্যাটারি, ফাস্ট চার্জিং ও গেমিং পারফরমেন্সের দিক দিয়ে খেয়াল রেখে অন্যান্য কোম্পানি গুলোর মতই এই মোবাইল কোম্পানিটি এগিয়ে যাচ্ছে। আপনি যদি ‌ রিয়েলমি মোবাইলের ডিজাইন পছন্দ করে রিয়েলমি মোবাইলের দাম ও ছবি 2022 সম্পর্কে জেনে নিতে চাচ্ছেন তাহলে আর্টিকেলটি আপনার উপকারে আসবে।

Realme 9 বাংলাদেশে দাম ও বিস্তারিত

Realme 9 বাংলাদেশে দাম ও বিস্তারিত

কিছুদিন আগে Realme 9 মোবাইল বাংলাদেশ মোবাইল বাজারে রিলিজ করেছে। আপনি যদি Realme 9 বাংলাদেশে দাম কত ও রিভিউ জানার ইচ্ছা পোষন করেন তাহলে আর্টিকেলটি পড়তে থাকেন। Realme 9 মোবাইলটি বাংলাদেশে রিলিজ হয়েছে 24 মার্চ 2022. Realme 9 মোবাইলটির 2 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন বাংলাদেশে দাম 26 হাজার 990 টাকা

ডিজাইন

বর্তমানে প্রায় সকল কোম্পানি গুলো একধরনের ডিজাইন দিয়ে থাকে মোবাইল গুলোতে। তবে এই মোবাইলটিতে কিছুটা পরবির্তন লক্ষ্য করা গেছে। ডিজাইনটা একটু ইউনিক লাগছে। ওজন কম বলে মোবাইলটি হাতে নিয়ে ভালো অনুভতি হয়। মোবাইলটির পিছনে অংশ প্লাস্টিক দ্বারা করা হয়েছে। তবে প্লাস্টিক হওয়া সত্ত্বেও খুবই ভালো লাগে হাতে নিয়ে। 


মোবাইলটির ক্যামেরা সেটাপ আরেকটু ভালো হতে পারত। ডিসপ্লে সুরক্ষা দেয়ার জন্য কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করলে ডিসপ্লে সুরক্ষা নিয়ে তেমন চিন্তা করা লাগত না।

ডিসপ্লে কোয়ালিটি

স্মার্টফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। 1080*2400 পিক্সেল এইচডিপ্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে।

ডিসপ্লেতে 411 পিপিআই পিক্সেল ডেনসিটি ব্যবহার করা হয়েছে‌। ডিসপ্লে সুরক্ষা দেয়ার জন্য কোন কিছু ব্যবহার করা হয়নি। আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ‌ডিসপ্লে নিচের চিন এরিয়া একটু বড় লাগে তবে তেমন একটা নজরে পরে না।

ক্যামেরা

মোবাইলের পিছনে ছবি তোলার জন্য তিনটি ক্যমেরা দেয়া হয়েছে। পিছনে মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। আরেকটি ক্যামেরা দেয়া হয়েছে 8 মেগাপিক্সেল এবং শেষ ক্যামেরাটি দেয়া হয়েছে 2 মেগাপিক্সেল।


বার্স্ট, ফিল্টার, টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা, ম্যাক্রো, নাইট প্রো, পোর্ট্রেট, HDR ইত্যাদি ফিচার থাকছে মোবাইলের পিছনের ক্যামেরাতে। এবার আসি সামনের ক্যামেরা নিয়া। ছবি তোলার জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। যার মাধ্যমে দিনের আলোতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।

অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাথে রয়েছে Snapdragon 680 4G (6 nm) এর একটি চিপসেট। ইউ আই হিসেবে থাকছে রিয়েলমি 3.0 রিয়েলমি ইউ আইটি স্মুথ বলে মোবাইলটি চালিয়ে ভালোই ফিল পাবেন। সাথে আরও থাকছে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর।

র‍্যাম ও স্টোরেজ

Realme 9- মোবাইলটিতে বাংলাদেশ মোবাইল বাজারে একটি ভার্সন পাওয়া যাবে। 8 জিবি র‍্যামের সাথে থাকছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ আরও বাড়াতে পারবেন।

পারফরমেন্স

ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 680 4G এর একটি অক্টাকোর প্রসেসর যার ট্রান্সিটর সাইজ হলো 6 ন্যানোমিটার । ফোনটিতে খুব স্মুথ মাল্টি টাস্কিং হবে না কারন কোন টাচ স্যাম্পেলং রেট দেয়া হয়নি যার কারনে মোবাইলটি ব্যবহারে খুব বেশি স্মুথ ফিল পাওয়া যাবে না। 

ব্যাটারি পারফরমেন্স

Realme 9 মোবাইলে রয়েছে 5000mAh নন রিমোভএবল লিথিয়াম আয়ন ব্যটারি। ফার্স্ট চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে 33 ওয়াটের চার্জার। 33 ওয়াট চার্জার দিয়া মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি সময়। 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 31 মিনিট। 

সাধারন ব্যবহারে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে 8-10 ঘন্টা। গেমিং এবং মাল্টিটাস্কিং করলে ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে 5-6 ঘন্টার মতো পাবেন।

সিকিউরিটি ফিচারস ও সেন্সর

মোবাইলটিতে সিকিউরিটি ফিচারস হিসেবে দেয়া হয়েছে ফেস আনলক। সাথে আরও দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4G মোবাইলে  ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, ই-কম্পাস ইত্যাদি সেন্সর ব্যবহার করা হয়েছে।

Realme 9 ফিচারস:

  • ডুয়াল সিম, 3G, 4G, VoLTE, Wi-Fi
  • স্ন্যাপড্রাগন 680 4G, অক্টা কোর 2.4 GHz প্রসেসর
  • RAM 8GB, 128GB স্টোরেজ
  • 33W দ্রুত চার্জিং সহ 5000 mAh ব্যাটারি
  • 6.4 ইঞ্চি, 1080 x 2400 px, পাঞ্চ হোল সহ 90 Hz ডিসপ্লে
  • 108+8 +2 MP ট্রিপল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা হল 16 MP
  • 256 GB পর্যন্ত মেমরি কার্ড সাপোর্টেড
  • অ্যান্ড্রয়েড 12

শেষ কথা 

আশকরছি আপনি Realme 9 মোবাইলটি নিয়া বিস্তারিত জানতে পেরেছেন। এখানে আমার রিয়েলমি মোবাইলটি সব ধরনের ডিটেইলস এবং দাম আপনাদের সাথে আলোচনা করেছি। 

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url