10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 - Itblogbd

10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023

10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ খোঁজতে গেলে যেসল কোম্পানির মোবাইল পাওয়া সেগুলো হচ্ছে ইনফিনিক্স, টেকনো, সিম্ফোনি ও ওয়ালটন ইত্যাদি। এই মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশ মোবাইল বাজারে নিত্যনতুন মোবাইল প্রতিনিয়ত রিলিজ করে যাচ্ছে।

বাংলাদেশে মুলত কোম্পানি গুলো লো-বাজেটে মোবাইল কেনা গ্রাহকদের প্রতি বিশেষ খেয়াল দেয় সেদিক বিবেচনা করে 10000 টাকার মোবাইল bangladesh অনেক গুলো পাওয়া যায়। 

তবে 9000 টাকার মধ্যে ভালো মোবাইল গুলো দিয়ে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো স্মুথলি চালানো যায়। তবে এই বাজেটের মোবাইল গুলো দিয়ে হাই-গ্রাফিক্স গেম স্মুথলি খেলা যায় না।

10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023

10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023

কম বাজেটের মোবাইলগুলোতে ভালো স্নাপড্রাগণ প্রসেসর ব্যবহার করা হয় না। তবে মোটামুটি ভালো ধরনের মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়।

আজকের এই আর্টিকেলটিতে 9-10 হাজার টাকা বাজেটের মধ্যে ভাল স্মার্টফোন গুলো নিয়ে আলোচনা করা হবে। যার কারনে যারা ১০ হাজার টাকার মধ্যে মোবাইল কিনার আগ্রহ দেখাচ্ছেন তারা আর্টিকেলটি তাদের উপকারে আসবে।

এই আর্টিকেলটিতে ইনফিনিক্স, টেকনো, সিম্ফোনি ও ওয়ালটন মোবাইল কোম্পানির কম দামে ভালো মোবাইল 2023 বাংলাদেশ গুলো সম্পর্কে আলোচনা করব।
10000 টাকার মধ্যে ভালো মোবাইল

Symphony i80 | 10000 টাকার মধ্যে ভালো মোবাইল

যারা একদম নতুন মার্কেটে আসা 10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 নিয়ে জানার আগ্রহ দেখাচ্ছেন তারা এই মোবাইলটি কিনতে পারেন। ১০ হাজার টাকার মধ্যে সিম্ফোনি মোবাইলের মধ্যে Symphony i80  অন্যতম। মোবাইলটির দাম 7 হাজার 590 টাকা। Symphony কম দামে ভালো মোবাইল গুলোর মধ্যে Symphony i80 অন্যতম একটি।

3450 এমএইচ ব্যাটারি দেয়া হয়েছে চার্জিং ব্যাক আপ দেয়ার জন্য। মোবাইলটি চার্জ সুবিধা দেয়ার জন্য নেই কোন ফার্স্ট চার্জিং সুবিধা। 6.09 ইঞ্চি 1560*720 পিক্সেল 282 পিপি আই ডিসপ্লে রয়েছে মোবাইলটিতে।  পিছনে দুইটি 8+2 মেগাপিক্সেল এবং সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। 

Symphony i80 স্পেসিফিকেশনঃ

দাম  7590 টাকা।
কালার রয়্যাল ব্লু, মিন্ট গ্রিন
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.09 ইঞ্চি 1560*720 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেল ও পিছনে 8+2 মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 2 জিবি
রম 32 জিবি
চিপসেট ইউনিসক T310
ব্যাটারি 3450 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং
ওজন  গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ পিছনে
‌‌
Infinix Smart 6- 10000 হাজার টাকার মধ্যে মোবাইল

Infinix Smart 6 | 10000 টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ

10000 টাকার মধ্যে মোবাইল বাংলাদেশে মোবাইল রিলিজ করা কোম্পানি গুলোর মধ্যে বর্তমানে ইনফিনিক্স খুবই জনপ্রিয়। আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে ইনফিনিক্স কোম্পানির একদম নতুন রিলিজ হ ওয়া মোবাইলটি কিনতে চান তাহলে এই মোবাইলটি কিনতে পারেন। 


Infinix Smart 6- 10000 টাকার মধ্যে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5 হাজার এম এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহার করা হয়েছে ইউনিসক SC9863A চিপসেট। এছাড়া রয়েছে অক্টাকোর 1.6 গিগাহার্জ প্রসেসের। 1600*720 পিক্সেলের এইচডিপ্লাস 6.6 ইঞ্চি ডিসপ্লে দেয়া হয়েছে। যার কারনে 10 হাজার এই মোবাইলটি দিয়ে মুভি দেখে খুব মজা পাবেন।

Infinix Smart 6 স্পেসিফিকেশনঃ

দাম 9000 টাকা  2/32 ভার্সন।
কালার বেগুনি, নীল, হালকা সবুজ, পোলার কালো
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.6 ইঞ্চি 1600*720 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 5 মেগাপিক্সেল ও পিছনে 8+0.8 মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 2 জিবি
রম 32 জিবি
চিপসেট ইউনিসক SC9863A
ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং 10 ওয়াট ফাস্ট চার্জিং।
ওজন  গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ পিছনে
‌‌
Tecno Pop 5 LTE- 10000 টাকার মধ্যে ভালো মোবাইল

Tecno Pop 5 LTE | 10000 টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

টেকনো কম বাজেটে মোবাইল তৈরি করা অন্যতম একটি কোম্পানি আপনি যদি Techno বর্তমানে মার্কেটে এভেইলেভেল এমন একটি 10000 হাজার টাকার মোবাইল নিয়ে জানতে চান তাহলে Tecno Pop 5 LTE মোবাইলটি আপনার জন্য।


2 জিবি রেম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম। সামনে দুইটি এবং পিছনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 10000 টাকার মধ্যে মোবাইলটিতে। ইউনিসক SC9863A চিপসেট দেয়া হয়েছে। ব্যাক আপ সুবিধা দিতে রয়েছে 5000 এম এইচ ব্যাটারি। মোবাইলটি চার্জিং সুবিধা দেয়ার জন্য দেয়া হয়েছে দশ ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চি 1600*720 পিক্সেল। ডিসপ্লে সুরক্ষা দেয়ার জন্য কোন ধরনের সুবিধা দেয়া হয়নি। 

Tecno Pop 5 LTE স্পেসিফিকেশনঃ

দাম 8990 টাকা 2/32 ভার্সন।
কালার
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.5 ইঞ্চি 2400*1080 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 5 মেগাপিক্সেল ও পিছনে 8+al মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 2 জিবি
রম 32 জিবি
চিপসেট ইউনিসক SC9863A
ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং 10 ওয়াট ফাস্ট চার্জিং।
ওজন গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ পিছনে
‌‌
10000 টাকার মধ্যে স্যামসাং মোবাইল বাংলাদেশ

Samsung Galaxy A03 | 10000 টাকার মধ্যে স্যামসাং মোবাইল

মোবাইল কিনার ক্ষেত্রে অনেকে একটি স্যামসাং মোবাইল কিনার আগ্রহ দেখায়‌। কিন্তু 10000 টাখার মধ্যে স্যামসাং মোবাইল পাওয়া কস্টকর। স্যামসাং তাদের লো বাজেট মোবাইল রিলিজ করতে গিয়ে 10000 টাকার মধ্যে Samsung Galaxy A03 মোবাইলটি রিলিজ করেছে। আপনি অল্প বাজটে স্যামসাং মোবাইল ব্যবহার করার শখ পুরন করতে চাইলে Samsung Galaxy A03 মোবাইলটি কিনতে পারেন।


Samsung Galaxy A03 দশ হাজার টাকার মোবাইলটিতে 5000 এম এইচ ব্যাটারি দেয়া হয়েছে যার মাধ্যমে একাধারে ব্যবহারে 8-10 ঘন্টা ব্যাক আপ পাওয়া সম্ভব। কিন্তু চার্জিং সুবিধা দিতে কোন ফার্স্ট চার্জিং সুবিধা দেয়া হয়নি। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে এবং সাথে থাকছে ইউনিসক SC9806A চিপসেট। অক্টা কোর 1.6 গিগিহার্জ প্রসেসরের সাথে রয়েছে 2 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।

Samsung Galaxy A03 স্পেসিফিকেশনঃ

দাম 8690 টাকা 2/32 ভার্সন।
কালার কালো, নীল
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.5 ইঞ্চি 720*1600 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেল ও পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 2 জিবি
রম 32 জিবি
চিপসেট ইউনিসক SC9863A 
ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং
ওজন 211 গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট নেই

10000 টাকার মধ্যে ভালো মোবাইল

Itel vision 3 | 10000 টাকার মোবাইল bangladesh

সবচেয়ে বেশি 10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 রিলিজ করা কোম্পানি হচ্ছে আইটেল। আপনি যদি 9000 টাকার মধ্যে ভালো মোবাইল কিনার কথা ভাবছেন তাহলে আইটেল ভিশন 3 মোবাইলটি কিনতে পারেন‌। আইটেল কম দামে ভিশন সিরিজে অনেক গুলো 10000 টাকার মোবাইল bangladesh রিলিজ করছে এর মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে itel vision 3.


itel vision 3 10000 টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5000 এম এইচ ব্যাটারি যার মাধ্যমে একাধারে ব্যবহার করলে 8-10 ঘন্টা ব্যাক আপ পাবেন। চার্জিং সুবিধা দিতে রয়েছে 18 ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা। মোবাইলটির তিনটি ভার্সন বাংলাদেশ বাজারে পাওয়া যাবে। তবে এর মধ্যে দুইটি ভার্সন পাওয়া যাবে ১০ হাজার টাকার মধ্যে। 6.6 ইঞ্চি এইচডি প্লাস 720*1600 রেজুলেশন ডিসপ্লে দেয়া হয়েছে মোবাইলটিতে। ইউনিসক SC9863A চিপসেটের সাথে আছে 1.6 গিগা হার্জ প্রসেসর। 

Itel vision 3 স্পেসিফিকেশনঃ

দাম 8290 টাকা 2/32 ভার্সন।
9190 টাকা 3/64 ভার্সন।
10490 টাকা 4/64 ভার্সন।
কালার জুয়েল ব্লু, ডিপ ওশান ব্ল্যাক
ডিসপ্লে এইচ ডি প্লাস 6.6 ইঞ্চি 1600*720 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 5 মেগাপিক্সেল ও পিছনে 8+0.03 মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 2 জিবি ও 3 জিবি
রম 32 জিবি ও 64 জিবি
প্রসেসর ইউনিসক SC9863A
ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জিং 18 ওয়াট ফাস্ট চার্জিং।
ওজন  গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ পিছনে

শেষ কথা

আশাকরি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে 10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 নিয়ে জানতে পেরেছেন। আমি চেস্টা করেছি মোবাইল গুলোর সব ধরনের ডিটেলেস আপনাদের সাথে আলোচনা করার। এখানে দেয়া মোবাইলের দাম যেকোন সময় কোম্পানি কতৃক পরিবর্তন হতে পারে।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url