সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস 2022 - Itblogbd

সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস 2022

সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস [2021]

মোবাইল দিয়ে নাটক, মুভি বা অন্য যেকোনো ধরনের ভিডিও আমরা কমবেশি সবাই দেখে থাকি। আর এইসব ভিডিও দেখার জন্য আমাদেরকে প্রয়োজন হয় একটি ভিডিও প্লেয়ার অ্যাপস এর। 

সকল মোবাইলে ডিফল্ট ভাবে একটি ভিডিও প্লেয়ার অ্যাপস থাকে। কিন্তু ওই অ্যাপসটিতে সকল ধরনের সুবিধা আমরা পাইনা। ভিডিও দেখার ক্ষেত্রে সকল ধরনের সুবিধা পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় একটি ভিডিও প্লেয়ার অ্যাপস এর।

তাই আমাদেরকে প্লে-স্টোর(Play store) অথবা অন্য কোন অ্যাপ স্টোর থেকে অন্য অ্যাপস ডাউনলোড করতে হয়। এই অ্যাপস গুলোতে ভিডিও দেখার সময় আমরা পাই বিভিন্ন ধরনের সুবিধা।

সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস 2022

(Best video player apps)
নাইট মোড, পপ-আপ প্লে, টাইমার, প্লে-ব্যাক স্প্রিড, ব্যাকগ্রাউন্ড প্লে, রিপিট মুড, স্ক্রিনশট নেওয়ার সুবিধা সহ আরো অনেক ধরনের সুবিধা পাই আমরা এই অ্যাপস গুলোতে।

1.Xplayer 

ভিডিও প্লেয়ার অ্যাপস

মোবাইলের জন্য থাকা ভিডিও প্লেয়ার অ্যাপস গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় অ্যাপস এটা।

Xplayer apps feature:

  1. Night mode
  2. Pop-up play
  3. AB-Repeat
  4. Timer
  5. Screenshot
  6. Music player
  7. Playback Speed 

1.Night mode: ভিডিও দেখার সময় আপনার চোখে প্রবলেম হলে নাইট মোড অন করে ব্যবহার করতে পারেন।

2.Pop up play: এই সিস্টেমের মাধ্যমে প্লেয়ার অ্যাপস থেকে বের হয়ে আপনি আপনার মোবাইলে অন্য কোন কাজ করতে করতে মোবাইল স্ক্রিনের একপাশে ভিডিওটি রেখে ওই ভিডিওটা দেখতে পারবেন।

3.AB-Repeat: কোন ভিডিওর কোন অংশ বারবার দেখতে চাইলে এই সিস্টেমের মাধ্যমে আপনি সেই অংশটি বারবার দেখতে পারবেন।

4.Timer: একটা ভিডিও শেষ হওয়ার পর অন্য একটা ভিডিও কোন সময় থেকে শুরু হবে সেটা আপনি টাইমার সিস্টেমের মাধ্যমে সেটআপ করে দিতে পারবেন।

5.Screenshot taker: কোন ভিডিওর কোন অংশ ছবি আকারে‌ রেখে দিতে চাইলে এই Screenshot taker  সিস্টেমের মাধ্যমে ওই ভিডিওর কোন অংশকে ছবি আকারে রাখতে পারবেন।

6.Music player: অডিও কোন কিছু শোনার জন্য আপনাকে আলাদা করে অডিও প্লেয়ার অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি এই অ্যাপসটিকে অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।

7.Playback Speed: কোন ভিডিও আপনি কত দ্রুত বা কম গতিতে দেখতে চান আপনি এই speed setup সিস্টেমের মাধ্যমে সেটা সেটাপ করে দিতে পারবেন।

8.Background play: কোন ভিডিও না দেখে আপনি যদি শুধু ওই ভিডিওর অডিও শুনতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ড প্লে সিস্টেম এর মাধ্যমে আপনি ওই ভিডিওর শুধু অডিও শুনতে পারবেন।

অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে Xplayer লিখে সার্চ করে  ডাউনলোড করে ফেলুন।।

2.VLC For Android:

ভিডিও প্লেয়ার অ্যাপস

যারা Desktop বা laptop ব্যবহার করেন। তারা হয়তো এই অ্যাপস এর নাম শুনে থাকবেন। কারণ ‌‌Desktop বা laptop এর জন্য এটি একটি জনপ্রিয় অ্যাপস

Vlc player apps feature:

  1. History ‌
  2. Jump to time
  3. Audio deley
  4. Pop up play
  5. Repeat mode
1.History: এই অ্যাপস ব্যাবহার করে আপনি যে ভিডিও গুলো দেখবেন সেগুলো হিস্টোরিতে গেলে পাবেন।

2.Jump to time: কোন ভিডিওর একটি নির্দিষ্ট টাইম থেকে আপনি যদি দেখতে চান তাহলে Jump to time  সিস্টেমের মাধ্যমে ওই ভিডিওর ওই সময় থেকে দেখতে পারবেন।

3.Audio deley: অনেক সময় কিছু ভিডিও পাওয়া যায় যে ভিডিওগুলোতে সাউন্ড ওই ভিডিওগুলোর কার্যকলাপের আগে বা পরে হয়। যার ফলে ওই ভিডিওগুলো দেখে মজা পাওয়া যায় না। আপনি এই সিস্টেমের মাধ্যমে ওই সাউন্ড গুলোকে ভিডিও কার্যকলাপের সাথে মিল রেখে সেটাপ করতে পারেন।

4.Pop up play: এই সিস্টেমের মাধ্যমে অ্যাপস থেকে বের হয়ে আপনি আপনার মোবাইলে অন্য কোন কাজ করতে করতে মোবাইল স্ক্রিনের একপাশে ভিডিওটি রেখে ওই ভিডিওটা দেখতে পারবেন।

5.Repeat mode: যদি আপনি একই ভিডিও বারবার দেখতে চান তাহলে এই সিস্টেমের মাধ্যমে ওই ভিডিওটি বারবার দেখতে পারবেন।

অ্যাপসটির আরো কিছু ফিচার রয়েছে তবে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম।

অ্যাপটি ডাউনলোড করতে প্লে-
স্টোরে VLC for Android লিখে সার্চ করুন। 

3.Playit

ভিডিও প্লেয়ার


সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস গুলোর মধ্যে playit player একটি অন্যতম অ্যাপস।

Playit player apps  feature:

  1. Convert to mp3
  2. Social Video downloader
  3. Multiple theme
  4. All formate support
  5. Pop-up play
  6. ‌Music player
1.Convert to mp3: আপনি এই অ্যাপসটি ব্যবহার করে যেকোন ভিডিওকে mp3 তে রূপান্তরিত করতে পারবেন।

2.Social Video downloader: আপনি এই অ্যাপস টির মাধ্যমে যে কোন Social media ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

3.Multiple theme: এই অ্যাপসটিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর মাল্টিপল থিম। যার জন্য অ্যাপস টি কে অনেক সুন্দর দেখা যায়।

4.All formate support: Ogg, avi, mkv, aup, mp4, mov এরকম যেকোন ধরনের ফরম্যাট এর ভিডিও অ্যাপসটিতে সাপোর্ট করে।

5.Pop up play: এই সিস্টেমের মাধ্যমে ভিডিও প্লেয়ার অ্যাপস থেকে বের হয়ে আপনি আপনার মোবাইলে অন্য কোন কাজ করতে করতে মোবাইল স্ক্রিনের একপাশে ভিডিওটি রেখে ওই ভিডিওটা দেখতে পারবেন।

6.Music player: অডিও কোন কিছু শোনার জন্য আপনাকে আলাদা করে অডিও প্লেয়ার অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি এই অ্যাপসটিকে অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে playit লিখে সার্চ করুন।

4.Uplayer

Uplayer apps

Uplayer অ্যাপসটি অনেকটা Xplayer অ্যাপস এর মত। তবে এর Xplayer অ্যাপস থেকে অনেক বেশি ফিচার রয়েছে।

Uplayer apps feature:

  1. Video cutter
  2. Folder lock
  3. Duplicate finder
  4. Quick mute
  5. Background play
  6. Night mode
  7. Music player
  8. 4k video supported
1.Video cutter: এই অ্যাপস দিয়ে আপনি খুব সহজেই যেকোন ভিডিও কাট(cut) করতে পারবেন।

2.Folder lock: অ্যাপসটিকে আপনি ফোল্ডার লকার হিসেবে ব্যবহার করতে পারেন কারন এটি দিয়ে খুব সহজে আপনি যেকোন ফোল্ডার লক(lock) করতে পারবেন।

3.Duplicate finder: আপনার ফোনে যদি একই ভিডিও একাধিকবার থেকে থাকে। তাহলে এই অ্যাপসটির মাধ্যমে যেই ভিডিওগুলো দুইবার হয়ে আছে সেই ভিডিও গুলো দেখতে পারবেন।

4.Quick mute: অনেক সময় খুব দ্রুত সাউন্ড বন্ধ করার দরকার হতে পারে। অ্যাপসের মাধ্যমে যখন আপনি ভিডিও দেখতে চান তখন সাউন্ড বন্ধ করার দরকার হলে খুব সহজেই সাউন্ড বন্ধ করতে পারবেন।

5.Background play: কোন ভিডিও না দেখে আপনি যদি শুধু ওই ভিডিওর অডিও শুনতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ড প্লে সিস্টেম এর মাধ্যমে আপনি ওই ভিডিওর শুধু অডিও শুনতে পারবেন।


6.Night mode: ভিডিও দেখার সময় আপনার চোখে প্রবলেম হলে নাইট মোড অন করে ব্যবহার করতে পারেন।

7.Music player: অডিও কোন কিছু শোনার জন্য আপনাকে আলাদা করে অডিও প্লেয়ার অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি এই অ্যাপসটিকে অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।

8.4k video support: অ্যাপসটিতে ফুল এইচডি ফোরকে ভিডিও সাপোর্ট করে। এছাড়াও অন্যান্য যে কোন ফরম্যাটের ভিডিও এই অ্যাপস টিতে আপনি খুব সহজে দেখতে পারবেন।

এই অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে Uplayer লিখে সার্চ করুন। তারপর প্রথমে যে অ্যাপসটি আসবে সেটি ডাউনলোড করুন।

5.Mx player

ভিডিও প্লেয়ার অ্যাপস

এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে Mx player অন্যতম।

Mx player feature:

  1. All popular formate supported
  2. Kids lock
  3. Subtitle gesture 
  4. Styles dynamic subtitles
  5. Styles theme
1.All popular formate supported: Ogg, avi, mkv, aup, mp4, mov এরকম যেকোন ধরনের ফরম্যাট এর ভিডিও অ্যাপসটিতে সাপোর্ট করে।

2.Kids lock: এই সিস্টেমের মাধ্যমে আপনি ভিডিও দেখা অবস্থায় লক করার পর ভিডিও স্কিনে ক্লিক করলে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখা যাবে।

3.Subtitle gesture: অনেক ভিডিও আছে যে বিষয়গুলোতে সাবটাইটেল দেখা যায় আপনি এই অ্যাপসের মাধ্যমে ওই চাপটার গুলো ছোট করে করতে পারবেন।

4.Styles Dynamic subtitles: আপনি এই অ্যাপসের মাধ্যমে ওই সাবটাইটেল গুলোর স্টাইল গুলো পরিবর্তন করতে পারবেন।

5.Styles theme: এই ভিডিও কলের অ্যাপস টি তে রয়েছে অনেক সুন্দর সুন্দর থিম। যার ফলে ওই দিন গুলো ব্যবহার করলে অ্যাপসটি খুব সুন্দর দেখা যায়।

অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোরে Mx player লিখে সার্চ করুন।

আমাদের শেষ কথা

আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে সবচেয়ে ভালো ভিডিও প্লেয়ার অ্যাপস গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে আর্টিকেলটি খুব ভালো লেগেছে। ভাল থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই।

Please Share this On:

Next Post Previous Post
4 Comments
  • Arefin Emon
    Arefin Emon 21 Dec 2020, 09:19:00

    Thanks

    • Sharif ahmed
      Sharif ahmed 22 Dec 2020, 02:09:00

      Welcome

  • Unknown
    Unknown 1 Jun 2021, 22:19:00

    I hate playit. Because video which downloaded from vidmate can't play without it.

    • Sharif ahmed
      Sharif ahmed 10 Jun 2021, 09:27:00

      But if you want, you can watch the video downloaded from Vitmate with Xplayer. This app is very smooth because it is suggested.

Add Comment
comment url