গেমিং মাস্টার রিয়েলমি নারজো 20 বাংলা রিভিউ! - Itblogbd

গেমিং মাস্টার রিয়েলমি নারজো 20 বাংলা রিভিউ!

রিয়েলমি মোবাইল কোম্পানি বাংলাদেশের মোবাইল বাজারে নিত্যনতুন মোবাইল নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল কোম্পানির অনেকগুলো মোবাইল বর্তমানে অফিশিয়ালি বাংলাদেশে রয়েছে। এবার রিয়েলমি কোম্পানি চলতি মাসের 28 তারিখে লঞ্চ করছে রিয়েলমি নারজো 20 মোবাইল। মোবাইলটিকে গেমিং মাস্টার বলার কারণ হচ্ছে মোবাইলটির প্রসেসর গেমিং এর জন্য অনেক ভালো।

গেমিং মাস্টার রিয়েলমি নারজো 20 বাংলা রিভিউ।



রিয়েলমি ফেসবুক অফিসিয়াল পেজে 28 তারিখে এই ফোন লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এই ফোনটির মূল্য বাংলাদেশে ১৩৯৯০ টাকা।

Processor


এই মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর। যার আনতুতু বেঞ্চমার্ক 2 লাখ। এছাড়াও মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 2.0 গিগাহার্জ অক্টাকোর চিপসেট। আনতুতু বেঞ্চমার্ক বেশি হওয়ার কারণে বলা যায় মোবাইলটির পারফরম্যান্স ভালো হবে।

Opearating sytem

এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে রয়েছে 2.0 গিগাহার্জ অক্টাকোর চিপসেট।

Display


মোবাইলটিতে 6.5 ইঞ্চি এচডি প্লাস মিনি ড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে সহ 720*1600 পিক্সেল রেজুলেশন রয়েছে। যার স্ক্রীন টু বডি রেডিও 88.7%.

Camera

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনে রয়েছে 48 মেগা পিক্সেল এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা উয়াইট অ্যাঙ্গেল লেন্স সাথে আরও রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটির ক্যামেরা সেটআপ অন্যান্য মোবাইল এর তুলনায় সুন্দর।

Back Camera feature:
  • বিউটি, ফিল্টার, এইচডিআর, প্যানারোমা, প্রোট্রাইড, রিকোকনিশন, এক্সপার্ট, নাইটস্কেপ, সুপার কালার, স্লোমো, টাইম ল্যাপসি ইত্যাদি অনেক ফিচার রয়েছে।
ছবি তোলার জন্য মোবাইলটি সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। যা দিনের আলোতে অনেক ভালো ছবি তুলতে সক্ষম।

Selfie camera feature:

  • বিউটি,এইচডিআর, প্রোট্রাইড, প্যানারোমা, নাইটস্কেপ ইত্যাদি ফিচার রয়েছে।

Battery and charger

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 6000 mah শক্তিশালী লি-পো ব্যাটারি। 

এই 6000 mah শক্তিশালী ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রাখা হয়েছে 18w ফাস্ট চার্জিং সুবিধা। এই ব্যাটারিটি স্ট্যান্ড-বাই 45 দিন পর্যন্ত চলবে। 

এছাড়াও ফুল চার্জে গেম প্লেতে 8-10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। সাধারণ ব্যবহারে ব্যাকআপ পাওয়া যাবে দুই থেকে তিন দিন পর্যন্ত। 

এছাড়াও মোবাইলটিতে রয়েছে রিভার্স চার্জের সুবিধা।যার মাধ্যমে আপনি অন্য কোন মোবাইল এই মোবাইল থেকে চার্জ দিতে পারবেন।

Storage and ram


 এই ফোনটির একটি ভেরিয়েন্ট বাংলাদেশ বাজারে পাওয়া যাবে। এই ফোনটির ভেরিয়েন্ট হলো 4 জিবি রেম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। ইচ্ছে করলে মাইক্রো এসডি-স্লটের মাধ্যমে আরোও বাড়ানো যাবে।

3 card slot


রিয়েলমি নারজো 20 মোবাইলটিতে পাওয়া যাবে একটি থ্রি কার্ড স্লট যার মাধ্যমে দুটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। এই থ্রি কার্ড স্লট মোবাইলে প্রবেশ এবং বাহির করার জন্য থাকবে সুন্দর একটি ছোট পিন।

Weight

6000 mah ব্যাটারি সহ মোবাইলটির ওজন হতে পারে 208 গ্রাম

Realme narzo 20 এর স্পেসিফিকেশনঃ

  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে।
  • 48+8+2 মেগাপিক্সেল ও সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।
  • হেলিও G85 গেমিং প্রসেসর।
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।
  • সিকিউরিটি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক রয়েছে।
  • 18 w ফাস্ট চার্জিং সুবিধা এবং রিভার্স চার্জ সুবিধা।

আমাদের শেষ কথা

আজকে রিয়েলমি নারজো 20 বাংলা রিভিউ আলোচনার মাধ্যমে এই মোবাইলটির সকল স্পেসিফিকেশন জেনে নিলাম। ভালো প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং সুবিধা এবং অন্যান্য স্পিসিফিকেশন দ্বারা বুঝা যায় গেমার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এই মোবাইলটি ভালো। 

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url