স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ! - Itblogbd

স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ!

আজকের এই আর্টিকেলটিতে স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ! নিয়ে আলোচনা করব। স্যামসাং মোবাইল কোম্পানি বাংলাদেশের নিত্য নতুন ফোন রিলিজ করছে।

বাংলাদেশে মোবাইল কোম্পানি রয়েছে অনেকগুলো। স্যামসাং মোবাইল বাংলাদেশের অন্যতম একটি মোবাইল কোম্পানি।

ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক সহ নতুন ফিচার নিয়ে অন্যান্য কোম্পানি সাথে পাল্লা দিয়ে স্যামসাং নতুন ফোন নিয়ে আসছে বাংলাদেশ বাজারে।

আরও পড়ুনঃ স্যামসাং বাটন মোবাইলের দাম 2023 বাংলাদেশ

এই মাসেও অর্থাৎ 2023 সালের 3 মার্চ স্যামসাং মোবাইলই নতুন একটি মডেল এনেছে। স্যামসাং মোবাইল কোম্পানি ডিসপ্লের দিক দিয়ে অন্যান্য কোম্পানি গুলোর চেয়ে এগিয়ে। কম বাজেটের স্মার্টফোনগুলোতে স্যামসাং নতুুুন নতুন ফিচার নিয়ে বাংলাদেশে রিলিজ হচ্ছে।

স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ!

স্যামসাং মোবাইলের দাম 2023 বাংলাদেশ!

আপনি যদি কম দামে ভালো ফোন বা নতুন স্যামসাং মোবাইল সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।

কারণ এই আর্টিকেলটিতে স্যামসাং মোবাইল ফোনের দাম এবং এদের স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।

কম দামে স্যামসাং মোবাইল ফোন| স্যামসাং নতুন মোবাইল ফোন ২০২৩

স্যামসাং মোবাইল ফোনের ক্যামেরা, ডিসপ্লে ও প্রসেসর অন্যান্য ফোন গুলোর তুলনায় ভালো হয়ে থাকে।

যদি আপনি একটি ভালো ক্যামেরা, ডিসপ্লে ও প্রসেসর সহ মোবাইল কিনতে চান তাহলে স্যামসাং মোবাইল কিনতে পারেন। 

আজকের এই আলোচনায় অনেক স্যামসাং মোবাইলের মধ্যে সেরা ও ‌‌নতুন স্যামসাং মোবাইল দাম নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করা মোবাইল ফোনের গুলো আপনারা খুব সহজে অফিশিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন।

1.Samsung galaxy m01 core

স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ!
মোবাইলটির রয়েছে দুটি ভেরিয়েন্ট । একটি হচ্ছে 1 জিবি রেম এর সাথে 16 জিবি ইন্টার্নাল স্টোরেজ। এবং অন্যটি 2 জিবি রেম এর সাথে 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ।

720*1480 রেজুলেশনের এইচডি প্লাস টিএফটি টেকনোলজির 5.3 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হয়েছে।

পিছনের ক্যামেরা হিসেবে রয়েছে মোবাইলটিতে একটি ক্যামেরা। যার মেগাপিক্সেল এইট(8)। সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

ব্যাটারি হিসেবে রয়েছে লিথিয়াম 3000 এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য নেই কোনো ফাস্ট চার্জিং সুবিধা।

অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক MT6739 চিপসেট। এই চিপসেট সাথে রয়েছে অক্টা কোর প্রসেসর।

1/16 ভেরিয়েন্টের মোবাইলটির মূল্য 7999 এবং 2/32 ভেরিয়েন্টের মোবাইলটির মূল্য 8999।

Samsung Galaxy m01s ফিচারস:
  • 3000 mah ব্যাটারি।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।
  • 1 জিবি রেম ও 16 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ) ও 2 জিবি রেম 32 জিবি রম(ইন্টার্নাল স্টোরেজ)
  • মিডিয়াটেক MT6739.
  • আন্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম।

2.Samsung Galaxy m01s

মোবাইলটিতে 720*1520 রেজুলেশনের এইচডি প্লাস আইপিএস 6.2 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

রেম হিসেবে মোবাইলটিতে থাকতে 3 জিবি রেম এবং ইন্টার্নাল স্টোরেজ হিসেবে মোবাইল 32 জিবি।
অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমের সাথে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও p22 (12nm). মোবাইলটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড টেন ভার্সন আপডেট করা যাবে।

পিছনের ক্যামেরা হিসেবে মোবাইলটিতে রয়েছে দুইটি ক্যামেরা। যার মধ্যে একটিতে 13 মেগাপিক্সেল এবং অন্যটিতে 2 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 


মোবাইলটি সামনে রয়েছে একটি ক্যামেরা এবং এই একটি ক্যামেরাতে ব্যবহৃত হয়েছে 8 মেগাপিক্সেল।

ব্যাটারি হিসেবে মোবাইল দিয়ে 4000 এমএইচ ব্যাটারি থাকছে। 4000 এমএইচ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য নেই কোনো ফাস্ট চার্জিং সুবিধা। মোবাইলটির মূল্য বাংলাদেশে 11999 টাকা।

Samsung Galaxy m01s ফিচারস:
  • 4000 mah ব্যাটারি।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।
  • 3 জিবি রেম ও 32 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ)
  • মিডিয়াটেক হেলিও p22 প্রসেসর।
  • আন্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম। 

 3.Samsung galaxy m02s

2023 সালের 3 মার্চ স্যামসাং মোবাইল কোম্পানি ফোনটি বাংলাদেশের লঞ্চ করে। এইচডি প্লাস 720*1600 রেজুলেশনের সাথে মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে।

স্যামসাং মোবাইলের এই মডেলটিতে ব্যবহৃত হয়েছে 4 জিবি রেম ও 64gb ইন্টার্নাল স্টোরেজ। এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে যা বাড়ানো যাবে 1 টিবি(1TB) পর্যন্ত।

মোবাইলটিতে অ্যান্ড্রয়েড টেন (১০) অপারেটিং সিস্টেমের এবং কোয়ালকম স্নাপড্রাগণ 460 (14nm) চিপসেট এর সাথে অক্টা কোর প্রসেসর 2.0 গিগাহার্জ ব্যবহৃত হয়েছে।

মোবাইলের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। একটি 13 মেগাপিক্সেল ও বাকি দুটিতে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহৃত হয়েছে মোবাইলটিতে। পিছনের ক্যামেরায় পাওয়া যাবে অটোফোকাস, 8x জুম এবং ওয়াই এস ফিচারস।

মোবাইল ফোন বা সামনে ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। যার মধ্যে অটোফোকাস এবং ওয়াই এস ফিচারস পাওয়া যাবে।

মোবাইলটিতে রয়েছে 5000 mah ব্যাটারি। যেটা দ্রুত চার্জ দিতে ব্যবহৃত হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

ভিডিও করার ক্ষেত্রে এই মোবাইলটিতে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল। মোবাইলটি পাওয়া যাবে তিনটি কালারে কালো লাল এবং নীল। এই স্যামসাং মোবাইলটির বাংলাদেশে দাম 12999 টাকা।

Samsung Galaxy m02s ফিচারস:

  • 5000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।4
  •  জিবি রেম ও 64 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ)
  • কোয়লকম স্নাপড্রাগণ 460 চিপসেট।
  • আন্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

4.Samsung Galaxy M11

এই মোবাইলটিতে রয়েছে শক্তিশালী 5000 ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য থাকছে পনেরো (15w) ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

বাংলাদেশ বাজারে মোবাইলটির পাওয়া যাবে একটি ভেরিয়েন্ট। এটি হচ্ছে 3 জিবি রেম 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ। এক্সট্রা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে থাকছে‌‌ কোয়ালকম স্নাপড্রাগণ 450 চিপসেট এর সাথে কোয়াড কোর 2.2 গিগাহার্জ প্রসেসর।

মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে তিনটি। 13 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, ও 2 মেগাপিক্সেল ক্যামেরা।

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএভিপি, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

4 জিবি রেম ও 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট এর মূল্য 14999

Samsung Galaxy m11 ফিচারস:
  • 5000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  • 3 জিবি রেম ও 32 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ)
  • কোয়লকম স্নাপড্রাগণ 450 চিপসেট।
  • আন্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

5.Samsung Galaxy A21S

মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে চারটি। 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। 

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএভিপি, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

মোবাইলটিতে রয়েছে 5000 mah ব্যাটারি। যেটা দ্রুত চার্জ দিতে ব্যবহৃত হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এইচডি প্লাস 720*1600 রেজুলেশনের সাথে মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে।

স্যামসাং মোবাইলের এই মডেলটিতে ব্যবহৃত হয়েছে 4 জিবি রেম ও 64gb ইন্টার্নাল স্টোরেজ। এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে যা বাড়ানো যাবে 512 জিবি পর্যন্ত।

মোবাইলটিতে অ্যান্ড্রয়েড টেন (১০) অপারেটিং সিস্টেমের এবং এক্সজিনোছ 850 (8nm) চিপসেট
এর সাথে অক্টা কোর প্রসেসর 2.0 গিগাহার্জ ব্যবহৃত হয়েছে।

ভিডিও করার ক্ষেত্রে এই মোবাইলটিতে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল। এই স্যামসাং মোবাইলটির মূল্য 16999 টাকা

Samsung Galaxy A21S ফিচারস:
  • 5000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  • 4 জিবি রেম 64 জিবি রম।
  • এক্সজিনোছ 850 চিপসেট ও কোয়াড কোর 2.0 গিগাহার্জ প্রসেসর। 
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

মোবাইল ফোনের দাম 2023

6.Samsung Galaxy M21

বাংলাদেশ বাজারে মোবাইলটির পাওয়া যাবে দুটি ভেরিয়েন্ট একটি হচ্ছে 4gb রেম 64gb ইন্টার্নাল স্টোরেজ। এবং অন্যটি 6 জিবি রেম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লেতে 1080*2340 রেজুলেশন ব্যবহৃত হয়েছে। এছাড়া ডিসপ্লে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 3। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে রয়েছে সুপার এমোলেড।

মোবাইলের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছে মোবাইলের পিছনে। 

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএভিপি, এলইডি ফ্ল্যাশ,আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটি সামনে ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

এক্সজিনোছ 9611 চিপসেট এর সাথে প্রসেসর রয়েছে অক্টা কোর 2.3 গিগাহার্জ। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

স্যামসাং মোবাইলের এই মডেলটিতে ব্যবহৃত হয়েছে 6000 এমএএইচ (mah) শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সহ একটি চার্জার।

6/64 ভেরিয়েন্টের মোবাইলটির মূল্য 16999 এবং 8/64 ভেরিয়েন্টের মোবাইলটির মূল্য 18999

Samsung Galaxy m21 ফিচারস:
  • 6000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  • 8 জিবি রেম ও 128 জিবি রম। 6 জিবি রেম 64 জিবি রম।
  • এক্সজিনোছ 9611 চিপসেট।
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

7.Samsung galaxy m31 

এই মোবাইলটিতে রয়েছে শক্তিশালী 6000 ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য থাকছে পনেরো (15w) ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

বাংলাদেশ বাজারে মোবাইলটির পাওয়া যাবে দুটি ভেরিয়েন্ট একটি হচ্ছে 6gb রেম 64gb ইন্টার্নাল স্টোরেজ। এবং অন্যটি 8 জিবি রেম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এক্সট্রা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে থাকছে‌‌ এক্সজিনোছ 9611 চিপসেট এর সাথে কোয়াড কোর 2.2 গিগাহার্জ প্রসেসর। 

মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে চারটি। 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক্যামেরা। 

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএভিপি, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

6 জিবি রেম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট এর মূল্য 21999 এবং 8 জিবি রেম ও 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট এর মূল্য 23999

Samsung Galaxy m31 ফিচারস:
  • 6000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  • 8 জিবি রেম ও 128 জিবি রম। 6 জিবি রেম 64 জিবি রম।
  • এক্সজিনোছ 9611 চিপসেট ও কোয়াড কোর 2.2 গিগাহার্জ প্রসেসর। 
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

8.Samsung Galaxy A31

এই মোবাইলটিতে রয়েছে লিথিয়াম শক্তিশালী 5000 ব্যাটারি। চার্জিং সুবিধা দেওয়ার জন্য থাকছে পনেরো (15w) ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

বাংলাদেশ বাজারে মোবাইলটির পাওয়া যাবে একটি ভেরিয়েন্ট। এটি হচ্ছে 6 জিবি রেম 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ। এক্সট্রা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে থাকছে‌‌ মিডিয়াটেক হেলিও p65 চিপসেট এর সাথে কোয়াড কোর 2.2 গিগাহার্জ প্রসেসর। 

মোবাইলের পিছনের ক্যামেরা রয়েছে চারটি। 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক্যামেরা। 

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএডিপি, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটিতে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 20 মেগাপিক্সেল ক্যামেরা।

6 জিবি রেম ও 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট এর মূল্য 25999।

Samsung Galaxy A31 ফিচারস:
  • 5000 mah ব্যাটারি।
  • 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  • 6 জিবি রেম ও 128 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ)
  • মিডিয়াটেক হেলিও p65 চিপসেট।
  • আন্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

9.Samsung Galaxy M51

এই Samsung Galaxy M51 মোবাইলটির মূল্য 33499 টাকা (35000 টাকা প্রায়) মোবাইলটিতে রেম হিসেবে ব্যবহৃত হয়েছে 8 জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ হিসেবে ব্যবহৃত রয়েছে 128 জিবি। অধিক রেম অর্থাৎ 8 জিবি র্যাম এবং অধিক ইন্টার্নাল স্টোরেজ থাকার কারণে মোবাইলটি ব্যবহার করা স্মুথলি ভাবে।

6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লেতে 1080*2340 রেজুলেশন ব্যবহৃত হয়েছে। এছাড়া ডিসপ্লে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 3। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে রয়েছে সুপার এমোলেড।

মোবাইলের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। 64 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছে মোবাইলের পিছনে। 

পিছনের ক্যামেরা ফিচারস হিসেবে থাকছে এফএভিপি, এলইডি ফ্ল্যাশ, 130 ডিগ্রি আল্ট্রা ওয়াইড, ডিপ সেন্সর ও এইচডিআর ইত্যাদি। মোবাইলটি সামনে ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

কোয়ালকম স্নাপড্রাগণ 730G চিপসেট এর সাথে প্রসেসর রয়েছে অক্টা কোর 2.2 গিগাহার্জ। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম এবং অন ইউ আই (One ui 2) 2 ভার্সন। 

স্যামসাং মোবাইলের এই মডেলটিতে ব্যবহৃত হয়েছে 7000 এমএএইচ (mah) শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য থাকছে 25 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সহ একটি চার্জার। যার মাধ্যমে মোবাইল 100% হতে সময় নেবে 115 মিনিট প্রায়।

Samsung Galaxy m51 ফিচারস:

  • 7000 mah ব্যাটারি।
  • 25 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
  •  8 জিবি রেম ও 128 জিবি রম(ইন্টারনাল স্টোরেজ)
  • কোয়ালকম স্নাপড্রাগন 730 চিপসেট।
  • অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম।

10.Samsung Galaxy S21 Ultra

বর্তমানে স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট এবং আপডেট ফোন হচ্ছে স্যামসাং s21 আলট্রা।  এই মোবাইলটি তে ব্যবহৃত হয়েছে কোয়াডো এইচডি প্লাস 3200*1440 রেজুলেশনের 6.8 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লেলে সুরক্ষা দেওয়ার জন্য রয়েেছে কর্নিং গরিলা গ্লাস 6. 

ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে ডায়নামিক এমোলেট এবং 120 হার্জ রিফ্রেশ রেট। 15000 নিটস এইচডিআর প্লাস ইত্যাদি।

মোবাইলের পিছনে রয়েছে চারটি সুপার ক্যামেরা। যার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া বাকি তিনটি ক্যামেরাতে 10 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেল ব্যবহৃত হয়েছে। সামনের ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 40 মেগাপিক্সেল এর ক্যামেরা।

পিছনের ক্যামেরা ফিচার হিসেবে থাকছে লেজার এএফ, আল্ট্রা ওয়াইড, পেরিস্কোপ টেলি ফটো ও 100x অপটিক্যাল জুম। 

মোবাইলটিতে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে পাওয়া যাবে ফোরকে অর্থাৎ 4320 রেজুলেশনের ভিডিও। ভিডিও করার ক্ষেত্রে পাওয়া যাবে এইচডিআর 10+, সুপার স্ট্যান্ট-বাই, ডুয়েল ভিডিও রেকর্ডিং, স্টেরিও সাউন্ড ইত্যাদি নানান ফিচারস।

এছাড়া আরও রয়েছে 12 জিবি রেম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। 

চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এক্সিনোস 2100। এর সাথে রয়েছে অক্টা কোর 2.9 গিগাহার্জ প্রসেসর।

মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000mah ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 25 পাওয়ার চার্জার। এই চার্জার এর মাধ্যমে ফোনটি চার্জ হতে সময় নেবে 74 মিনিট। এছাড়া রয়েছে 15 ওয়াট এর ওয়ারলেস চার্জিং সুবিধা।

এই মোবাইলটির বাংলাদেশি মূল্য 139900 টাকা মাত্র।

FAQ

১. কিভাবে স্যামসাং মোবাইলের আইএমইআই (imei) নাম্বার বের করব?

উওরঃ প্রথমে আপনার স্যামসাং মোবাইল থেকে আপনার ডায়াল পেডে প্রবেশ করুন। তারপর *#০৬# ডায়াল করলেই আপনার আইএমইআই নাম্বার পেয়ে যাবেন।

২. সিকিউর ফোল্ডার কি? কিভাবে সিকিউর ফোল্ডার ব্যাবহার করা যায়?

উওরঃ আপনার ব্যক্তিগত তথ্য, অ্যাপস, কন্টাক্ট নাম্বার ও মেসেজ ইত্যাদি নিরাপদে রাখার জায়গা হচ্ছে সিকিউর ফোল্ডার। Setting > biometric and security > Agree > your Samsung id > pin এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার ফোল্ডার ব্যাবহার করতে পারেন।(এটা ব্যবহার করতে আপনার ফোনটি আপডেট করে নিতে হবে)

3.কিভাবে ভিডিওতে ভয়েস রেকর্ড যুক্ত করা যায়?

প্রথমে আপনার গ্যালারিতে প্রবেশ করুন তারপর যেই ভিডিওতে যুক্ত করবেন সেই ভিডিওটি সিলেক্ট করুন। তারপর Start > click music icon > select a music file > done এ প্রক্রিয়ায় আপনার ভিডিওতে ভয়েস রেকর্ড যুক্ত করতে পারবেন। 

শেষ কথা

আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাছে ভাল লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে স্যামসাং মোবাইল ফোনের দাম 2023 বাংলাদেশ! বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার। 

একটি মোবাইল ফোন কেনার পূর্বে অবশ্যই ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, ইন্টার্নাল স্টোরেজ ও প্রসেসর ইত্যাদি বিবেচনায় নিয়ে কিনবেন। আর্টিকেলটি পড়ে আপনি স্যামসাং মোবাইল নতুন মডেল ও স্যামসাং মোবাইল ফোনের দাম সম্পর্কে অবহিত করেছেন আশা করি।কম দামে ভালো ফোন

Please Share this On:

Next Post Previous Post
2 Comments
  • KM.Ariful
    KM.Ariful 31 Jan 2023, 02:26:00

    Nic post

  • Maiara
    Maiara 21 Feb 2023, 08:13:00

    "Your compassion and empathy for others is truly remarkable. You have a heart of gold and always go out of your way to help those in need." mensagem de bom dia

Add Comment
comment url