বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ | বাংলালিংক এমবি কেনার নিয়ম - Itblogbd

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ | বাংলালিংক এমবি কেনার নিয়ম

বাংলালিংক সিমে আপনি বাংলালিংক অ্যাপ ব্যবহার করে বা এমবি প্যাকের কোড ডায়াল করে খুব সহজেই এমবি কিনতে পারবেন। তবে এই আর্টিকেলে শুধু বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ নিয়েই আলোচনা করব।

বাংলাদেশে সিম কোম্পানি গুলোর মধ্যে বাংলালিংক অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি। মুলত নেট স্প্রিড উন্নতির কারনে দিনে দিনে বাংলালিংক সিম ব্যবহারকারি বেড়ে গেছে।

তবে এটা ঠিক যে অন্য সিম কোম্পানি গুলোর ডাটা প্যাকের দাম থেকে বাংলালিংকের ডাটা প্যাকের দাম একটু বেশি। বিশেষ করে রবি এবং এয়ারটেল সিমে কম দামে ভালো ডাটা প্যাক অফার দিয়ে থাকে। তবে নেট স্প্রিডের দিকে বিবেচনা রেখে অনেকেই বাংলালিংক সিমে এমবি কিনে থাকে।
বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩
বাংলালিংক সিমে তিনদিন, সাতদিন ও একমাস ব্যাপি অনেক জনপ্রিয় অফার রয়েছে। এই অফার গুলো আপনি খুব সহজেই কোড ডায়াল করে বা নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জের মাধ্যমে কিনতে পারবেন।

বাংলালিংক সিমের অনেকগুলো এমবি অফার রয়েছে। এই আর্টিকেলে বাংলালিংক ইন্টারনেট অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

কিভাবে কত কোড ডায়াল করে বা কত টাকা রিচার্জ করে বাংলালিংক সিমে এমবি কিনতে পারবেন সেটা সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ বাংলালিংক এমবি কেনার নিয়ম নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

তিন দিন মেয়াদের বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩

1 জিবি ইন্টারনেট 31 টাকা

বাংলালিংক সিমে তিনদিন মেয়াদের খুব জনপ্রিয় একটি ইন্টারনেট অফার হচ্ছে এই অফারটি। এই অফারটিতে পাচ্ছেন 1 জিবি ইন্টারনেট মাত্র 31 টাকায়।

31 টাকায় 1 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি কেনার জন্য ডায়াল করতে হবে *121*36#. এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে এই 1 জিবির সাথে 0.5 জিবি ফোরজি এমবি প্যাক বোনাস পাবেন।


অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে মোট 1.5 জিবি এমবি পাবেন। তাই যাদের স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে কিনবেন। এই 1 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি থ্রিজি ও ফোরজি যেকোন হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

বাংলালিংক এমবি চেক করতে ডায়াল করতে হবে *5000*500#

2 জিবি ইন্টারনেট অফার 49 টাকায়

যারা তিনদিন মেয়াদে 2 জিবি ইন্টারনেট প্যাক দরকার পরে তারা এই অফারটি কিনতে পারেন।

*121*49# ডায়াল করার মাধ্যমে 49 টাকায় 2 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারেন। অথবা 49 টাকা বাংলালিংক সিমে রিচার্জ করার মাধ্যমেও এই অফারটি কিনতে পারেন। এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে এই 2 জিবির সাথে 1 জিবি ফোরজি এমবি প্যাক বোনাস পাবেন।


অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে মোট 3 জিবি এমবি পাবেন। তাই যাদের স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে কিনবেন। এই 2 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি থ্রিজি ও ফোরজি যেকোন হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

বাংলালিংক এমবি চেক করতে ডায়াল করতে হবে *5000*500#

3 জিবি এমবি অফার 58 টাকায়

যাদের প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পরে তারা এই ইন্টারনেট প্যাকটি কিনতে পারেন। কারন এই অফারে তিনদিন মেয়াদে পাচ্ছেন 3 জিবি ইন্টারনেট।

যারা 3 জিবি বাংলালিংক এমবি অফার 58 টাকায় কিনতে চান তারা আপনার ডায়াল অ্যাপ থেকে ডায়াল করুন *121*58# । এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে এই 3 জিবির সাথে 1 জিবি ফোরজি এমবি প্যাক বোনাস পাবেন।

অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপ থেকে ক্রয় করলে মোট 4 জিবি এমবি পাবেন। তাই যাদের স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে কিনবেন। এই 3 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি থ্রিজি ও ফোরজি যেকোন হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

বাংলালিংক এমবি চেক কোড *5000*500#

4 জিবি এমবি অফার 64 টাকায়

4 জিবি এমবি অফারটি 64 টকায় কেনার জন্য বাংলালিংক সিমে 64 টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করতে হবে *121*64# । এই অফারের এমবি প্যাক গুলো যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে। মাই বাংলালিংক অ্যাপ থেকে এই অফারটি ক্রয় করলে এই 4 জিবি এমবির সাথে 1 জিবি ফোরজি এমবি বোনান্স পাবেন।

এই 4 জিবি 64 টাকার বাংলালিংক ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে মাত্র তিনদিন। এই অফারের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

8 জিবি ইন্টারনেট অফার 89 টাকায় 

যাদের তিনদিন মেয়াদে বেশি এমবির প্রয়োজন হয় তারা এই বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারেন। 

*121*84# ডায়াল করার মাধ্যমে এই অফারটি কিনতে পারেন। অথবা আপনার বাংলালিংক সিমে 89 টাকা রিচার্জ করার মাধ্যমে ও এই অফারটি কিনতে পারেন। এই বাংলালিংক ইন্টারনেট অফারটির মেয়াদ হচ্ছে তিনদিন মাত্র। যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে এই এমবি গুলো ব্যবহার করা যাবে।

এই অফারের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

সাত দিন মেয়াদের বাংলালিংক এমবি অফার

1 জিবি ইন্টারনেট 51 টাকায় 

বাংলালিংক সিমে সাতদিন মেয়াদের খুব জনপ্রিয় একটি ইন্টারনেট অফার হচ্ছে এই অফারটি। এই অফারটিতে পাচ্ছেন 1 জিবি ইন্টারনেট মাত্র 51 টাকায়।

সাতদিন মেয়াদের 1 জিবি ইন্টারনেট অফার কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*51#. আপনি যদি এই অফারটি কোড ডায়াল করে না কিনে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে কিনেন তাহলে 0.5 জিবি ফোরজি ইন্টারনেট ফোনাস পাবেন। 

অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপ থেকে এই অফারটি কিনলে মোট 1.5 জিবি ইন্টারনেট পাবেন। এই অফারের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *5000*500#

108 টাকায় 4 জিবি ইন্টারনেট

প্রতিদিন যাদের একজিবির কম ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয় তারা এই বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারেন। কারন অফারটাতে থাকছে 4 জিবি ইন্টারনেট মাত্র 108 টাকায়।

এই অফারটি কিনতে ডায়াল করতে হবে *121*108# । এই অফারের মেয়াদ থাকবে সাতদিন পর্যন্ত। অফারটি থ্রিজি ফোরজি যেকোন মোবাইলে ব্যবহার করা যাবে। 

বাংলালিংক এমবি ব্যালেন্স চেক রকতে ডায়াল করতে হবে *5000*500#

7 জিবি ইন্টারনেট 114 টাকায় 

বাংলালিংক সিমে সাতদিন মেয়াদের ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। যাদের ডেইলি একজিবি ব্যবহার করা প্রয়োজন তাদের জন্য এই অফারটি খুবই ভালো। 

এই অফারটিতে পাচ্ছেন 114 টাকায় 7 জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে সাতদিন পর্যন্ত। এই অফারের 5 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে তবে বাকি 2 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে। *121*114# ডায়াল করে এই অফারটি কিনতে পারবেন।


যদি আপনি এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে ক্রয় করেন তাহলে মোট 10 জিবি ইন্টারনেট পাবেন। এই 10 জিবির মধ্যে 5 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে তবে বাকি 5 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।

এই অফারের বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

10 জিবি ইন্টারনেট 129 টাকায়

বাংলালিংক সিমে সাতদিন মেয়াদি অফার গুলোর মধ্যে এই অফারটিও জনপ্রিয় একটি অফার।

এই অফারটিতে 129 টাকার বিনিময়ে পাচ্ছেন সাতদিন মেয়াদের 10 জিবি ইন্টারনেট। এই অফারের 9 জিবি ইন্টারনেট যেকোন কাজে ব্যবহার করতে পারবেন তবে বাকি 1 জিবি ইন্টারনেট শুধু Toffe অ্যাপ ব্যবহার করতে পারবেন। অফারটি কিনার জন্য ডায়াল করতে হবে *121*129# অথবা রিচার্জ করতে হবে 129 টাকা‌।

যদি আপনি এই অফারটি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে ক্রয় করেন তাহলে মোট 16 জিবি ইন্টারনেট পাবেন। এই 16 জিবির মধ্যে 15 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে তবে বাকি 1 জিবি ইন্টারনেট দিয়ে শুধু Toffe অ্যাপ ব্যবহার করা যাবে।

এই অফারের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

18 জিবি ইন্টারনেট 169 টাকায় 

যাদের সাতদিনে অনেক বেশি ইন্টারনেট প্রয়োজন হয় তারা এই বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারেন। বাংলালিংক কোম্পানি এই অফারটিকে বেষ্ট ভ্যালু অফার হিসেবে আখ্যায়িত করে থাকে। 


*121*169# ডায়াল করে 169 টাকায় 18 জিবি বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারবেন। এই অফারের মেয়াদ থাকবে সাতদিন পর্যন্ত।

মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে এই অফারটি কিনলে মোট পাবেন 30 জিবি ইন্টারনেট। এর মধ্যে 25 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে তবে বাকি 5 জিবি ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

ত্রিশ দিন মেয়াদের বাংলালিংক ইন্টারনেট অফার

299 টাকায় 6 জিবি ইন্টারনেট

যারা একমাস মেয়াদি এমবি অফার ব্যবহার করেন তারা এই অফারটি কিনতে পারেন। তবে এই অফারটিতে জিবি খুব কম‌। যাদের খুব কম এমবির প্রয়োজন হয় তারা এই বাংলালিংক ইন্টারনেট অফারটি কিনতে পারেন।

*121*299# ডায়াল করার মাধ্যমে অথবা 299 টাকা রিচার্জ করার মাধ্যমে আপনি এই 6 জিবি ইন্টারনেট 299 টাকার অফারটি কিনতে পারেন এই অফারের মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত।

যদি আপনি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে এই অফারটি কিনেন তাহলে এই 6 জিবি ইন্টারনেটের সাথে 3 জিবি ইন্টারনেট বোনাস পাবেন অর্থাৎ মোট 9 জিবি ইন্টারনেট পাবেন।

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

40 জিবি ইন্টারনেট 499 টাকা

বাংলালিংক সিমে একমাস মেয়াদের ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। যাদের ডেইলি একজিবি ব্যবহার করা প্রয়োজন তাদের জন্য এই অফারটি খুবই ভালো। 

এই অফারটিতে পাচ্ছেন 499 টাকায় 40 জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারের 30 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে তবে বাকি 10 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে। *121*499# ডায়াল করে এই অফারটি কিনতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

বাংলালিংক টফি ইন্টারনেট অফার ২০২৩

যারা Toffee অ্যাপ ব্যবহার করেন তারা বাংলালিংক টপি অ্যাপের ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জেনে নিতে পারেন।
এমবি মূল্য মেয়াদ কোড
500 এমবি 9 টাকা 3 দিন
*121*309#
1 জিবি 13 টাকা 3 দিন
*121*313#
3 জিবি 19 টাকা 3 দিন
*121*319#
1 জিবি 16 টাকা 7 দিন
*121*16#
5 জিবি 46 টাকা 30 দিন
*121*46#
15 জিবি 96 টাকা 30 দিন
*121*936#

শেষ কথা

আশাকরি যারা বাংলালিংক এমবি কেনার নিয়ম সম্পর্কে জানতে চান তারা এই আর্টিকেল পড়ে বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আর্টিকেলটি ভাল লাগলে শেয়ার করুন আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন আইটি ব্লগ বিডি 

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • Shahzalal Hossain
    Shahzalal Hossain 10 Dec 2021, 19:55:00

    ধন্যবাদ

Add Comment
comment url