বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক কোড
প্রতিটি সিম কোম্পানিগুলোর দুই ধরনের সিম রয়েছে একটা হচ্ছে পোস্ট পেইড অন্যটা প্রিপেইড। যে সকল সিমে আগে রিচার্জ করে তারপর কলিং, মেসেজিং এবং ডাটা ব্যবহার করার সুবিধা উপভোগ করা যায় সেগুলো হচ্ছে প্রিপেইড সিম এবং যে সিমে আগে একটা লিমিট পর্যন্ত খরচ করে তারপর মাস শেষে পরিশোধ করতে হয় সেটা হচ্ছে পোস্টপেইড সিম।
অনেকেই বাংলালিংক পোস্ট পেইড সিম ব্যবহার করেন কারন বাংলালিংক পোস্ট পেইড সিমে প্রতিমাসে ৩০০ টি বোনাস এসএমএস (যেকোনো নম্বরে) ফ্রিতে দেয়। তাছাড়া ৭ টি এফএনএফ নাম্বারে ৫৪ পয়সা মিনিট কল রেট ও ২৫ পয়সা চার্জ করে প্রতিটি মেসেজ করার জন্য। এই সব সুবিধা উপভোগ করার জন্য অনেকেই বাংলালিংক পোস্ট পেইড সিম ব্যবহার করেন।
আপনি যদি একটি বাংলালিংক পোস্টপেইড সিম ব্যবহার করেন তাহলে বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক করতে হয় কত দিয়ে সেটা জানতে হবে। দুইটি পদ্ধতিতে বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক করতে পারবেন। একটা হচ্ছে বাংলালিংক অ্যাপ দিয়ে অন্যটি হচ্ছে কোড দিয়ে। আপনাদের সাথে দুইটি পদ্ধতি নিয়েই আলোচনা করব।
বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক কোড
আপনি যদি বাংলালিংক পোস্ট পেইড সিম ব্যবহার করে থাকেন তাহলে কোড ডায়াল করে বাংলালিংক পোস্ট পেইড ব্যালেন্স চেক করতে পারবেন।
বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক কোড হচ্ছে *5000*500# বাংলালিংক পোস্ট পেইড সিমের ক্রেডিট লিমিট চেক করার জন্য কোন নেই। আপনি 121 নাম্বারে কল্যকরে কাস্টোমার কেয়ারে কথা বলে জানতে হবে। *5000*500# ডায়াল করে আপনি বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক করতে পারবেন সহজেই।
আরও পড়ুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৩
বাংলালিংক পোস্টপেইড ইন্টারনেট ব্যালেন্স চেক
বাংলালিংক পোস্টপেইড ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড প্রিপেইড সিমের মতোই। বাংলালিংক পোস্টপেইড ইন্টারনেট ব্যালেন্স চেক কোড হচ্ছে *3#। বাংলালিংক পোস্টপেইড ইন্টারনেট অফার জানার কোড হচ্ছে *4#
বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক বাংলালিংক অ্যাপ দিয়ে,
বাংলালিংক অ্যাপ দিয়ে পোস্টপেইড ব্যালেন্স চেক করা অনেক সহজ। অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করার জন্য বারবার কোড ডায়াল করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। বাংলালিংক পোস্টপেইড ব্যালেন্স চেক বাংলালিংক অ্যাপ দিয়ে করার জন্য প্রথমে MY Banglalink অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিন এরপর লগ ইন করে নিন।
লগ ইন করার পর সহজেই আপনি আপনার বাংলালিংক পোস্ট পেইড ব্যালেন্স চেক করতে পারবেন।