ইন্টারনেটের চমৎকার ও অদ্ভুত ৮ ওয়েবসাইট! - Itblogbd

ইন্টারনেটের চমৎকার ও অদ্ভুত ৮ ওয়েবসাইট!

ইন্টারনেটে রয়েছে হাজার হাজার ওয়েবসাইট। প্রত্যেকটি ওয়েবসাইটের কাজ ভিন্ন ভিন্ন। কিছু ওয়েবসাইট শিক্ষা বিষয়ক এবং কিছু  ভ্রমণবিষয়ক। 

এরকম হাজারো বিষয় নিয়ে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে। ইন্টারনেটে রয়েছে অনেক চমৎকার ও অদ্ভুত ওয়েবসাইট। 

আজকে আমি আপনাদের সাথে ‌ইন্টারনেটের চমৎকার‍ ও অদ্ভুত ৮ ওয়েবসাইট! নিয়ে আলোচনা করব। ‌আশা করি আপনারা এই ওয়েবসাইটের কাজগুলো দেখে খুবই অবাক হবেন।

ইন্টারনেটের চমৎকার‍ ও অদ্ভুত ৮ ওয়েবসাইট!

(Funny and essential website of internet)

আজকে আমি ইন্টারনেটের চমৎকার ও অদ্ভুত যেই ওয়েবসাইট গুলো নিয়ে আলোচনা করব। সেই ওয়েবসাইটের  কাজ গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন।

1.Bird call

Bird Call website

আপনি কি পাখির ডাক শুনতে ভালোবাসেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়। তাহলে আমি বলব এই ওয়েবসাইটটি আপনার জন্য। 

আপনার যে পাখির ডাক শুনতে ভালো লাগে। আপনি ওই পাখির ছবিতে ক্লিক করার পর ওই পাখির ডাক শুনতে পাবেন। আপনি পাখির ডাক শুনতে ভালবাসলে আশা করি এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনার খুব ভালো লাগবে।

এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজেই যে পাখির ডাক শুনতে চান সেই পাখির উপর ক্লিক করলেই সেই পাখির ডাক শুনতে পারবেন।

ওয়েবসাইটটির লিংকঃ coneixelriu

2.Internet map

All website

এই পৃথিবীতে কয়েক লক্ষ ওয়েবসাইট রয়েছে। আপনি এই পৃথিবীর সবগুলো ওয়েবসাইটকে একটি ওয়েবসাইটে দেখতে চাইলে এই ওয়েবসাইটটি আপনার জন্য।

এই ওয়েবসাইটটিতে আপনি পৃথিবীর সকল ওয়েবসাইট খুঁজে পাবেন। এবং সে ওয়েবসাইটটি ইন্টারনেটে কত নম্বর রেংকিং এ আছে তাও দেখতে পারবেন।

আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আপনি এই ওয়েব সাইটের সার্চ অপশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে খুঁজে দেখতে পারেন।

এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় ইন্টারনেটের সবচেয়ে টপ রাংকিং ওয়েবসাইট গুলোর মধ্যে গুগল,ফেসবুক ইত্যাদি রয়েছে।
ওয়েবসাইটটির লিংকঃ  The internet map

3.pointerpointer


এক পেজের ওয়েবসাইট গুলোর মধ্যে এটি অন্যতম। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি একটি কালো স্কিন দেখতে পাবেন। 

ওই কালো স্কিনের যেখানে আপনি ক্লিক করবেন ঠিক ওই জায়গায় কোন এক লোকের আঙ্গুলের ইশারা দেখানো হবে।

 আপনি চাইলে স্কিনের যেকোন জায়গা অর্থাৎ নিচে বা উপরে বা মধ্যখানে যেখানে ক্লিক করুননা কেন একজন মানুষের আঙ্গুল আপনার ঐ ক্লিক করা জায়গায় দেখাবে। 

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সঠিকভাবে ঠিক ওই যায়গাতেই একটা মানুষের আঙ্গুলে দেখাবে। ওয়েবসাইটটি দেখিয়ে চমকে দিতে পারেন আপনার বন্ধু বা কাছের কাউকে।
ওয়েবসাইটটির লিংকঃ pointerpointer

4.paper toilet

Papertoilet

বাস্তব ক্ষেত্রে টয়লেট পেপার টয়লেটে ব্যবহার করা হলেও ওয়েবসাইটের মাধ্যমে এখন ইন্টারনেটে টয়লেট পেপার ব্যবহার করতে পারবেন। তবে সেটা শুধুই কাল্পনিক। 

এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরেই আপনি একটা টয়লেট পেপার দেখতে পাবেন।আপনি অনলাইনে বাস্তবের মতো সেই টয়লেট পেপার গুলো টেনে নিচের দিকে নামাতে পারবেন। তবে পারবেন না শুধু বাস্তবে ব্যবহার করতে।

 টানতে টানতে এক পর্যায়ে টয়লেট পেপার গুলো শেষ হয়ে যাবে। আশাকরি অনলাইনে টয়লেট পেপার ব্যবহার করে আপনি খুব মজা পাবেন।
ওয়েবসাইটটির লিংকঃ Papertoilet

5.Fligh trader 24

বিমান চলাচল করার পথ

বর্তমানে পৃথিবীতে কোথায় কোথায় বিমান চলাচল করছে। সেটা আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে  এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি সেটা খুব সহজেই জানতে পারবেন।

আপনি যদি কোন বিমানের নাম্বার বা ফ্লাইট নাম্বার জানতে পারেন। তাহলে ওই বিমানটি বর্তমানে কত উচ্চতায় উড়ছে, কত গতিতে চলছে এবং ওই বিমানটির আশেপাশের আবহাওয়া কেমন সব কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

আমি আমার পূর্ববর্তী একটি আর্টিকেলে এরকম একটি মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা করেছিলাম।
আপনি বর্তমানে কোথায় কোথায় বিমান চলাচল করতেছে সেটা খুব সহজে জানতে পারবেন এই ওয়েবসাইটটি ব্যবহার করে।
ওয়েবসাইটটির লিংকঃ Flight trader 24

6.Quick draw

Quick drawer website

আপনি যদি আঁকাআঁকি করতে ভালোবাসেন তাহলে এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজেই আপনি আঁকাআঁকি
 করতে পারবেন।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি যখন কিছু আঁকবেন তখন ওই ওয়েব সাইটটির নিচে কি এঁকেছেন সেটা লেখা উঠবে এবং কি এঁকেছেন বলে দিবে।

ওয়েবসাইটটিতে আপনাকে আঁকার জন্য সময় দেওয়া হবে 20 সেকেন্ড। আপনি চাইলে 20 সেকেন্ড পর আবারও আঁকতে পারবেন। আঁকাআঁকি করতে ভালবাসলে আশাকরি ওয়েবসাইটটি আপনার ভালো লাগবে।
ওয়েবসাইটটির লিংকঃ Quick draw

7. Internet user

Internet user checker website

বর্তমানে পৃথিবীতে কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সেটা যদি আপনার জানার ইচ্ছে জাগে তাহলে ‌ এই ওয়েবসাইটের মাধ্যমে সেটি আপনি খুব সহজেই জানতে পারবেন।

এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে কতজন মানুষ গুগল প্লাস ব্যবহার করছে সেটাও আপনি খুব সহজেই দেখতে পারবেন।
গুগোল প্লাস অ্যাক্টিভ ইউজার।

এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে কতজন মানুষ ফেসবুক ব্যবহার করছে সেটা খুব সহজেই জানতে পারবেন।
Total active Facebook user

ইন্টারনেটে বর্তমানে ওয়েবসাইট সংখ্যা কত সেটাও এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
Total number of website in this world
ওয়েবসাইটটির লিংকঃ ‌‌‌‌‌‌Internet user

8.staggeringbeauty

staggeringbeauty

ওয়েবসাইটটিতে প্রবেশের পর উপরের চিত্রের মত একটি দন্ড দেখতে পারবেন। এই দণ্ডটি আপনি যেদিকে নড়াচড়া  করবেন ঠিক সেদিকেই নড়াচড়া করবে। এই ওয়েবসাইটটি শুধু অবসর সময় অতিক্রম করার জন্য ব্যবহার করতে পারেন।

আপনার কাছে কোন ছোট বাচ্চা বা ছোট ভাই-বোন থাকলে তাদেরকে এই ওয়েবসাইটটির মাধ্যমে দন্ডটিকে এদিক-সেদিক নড়াচড়া করে মজা দিতে পারেন।
 
ওয়েবসাইট লিংকঃ staggeringbeauty

আমাদের শেষ কথা

আশাকরি উপরে আলোচনাকৃত  চমৎকার ও অদ্ভুত ৮ ওয়েবসাইট গুলো আপনাদের খুব ভাল লেগেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উপরে  আলোচনাকৃত ওয়েবসাইট গুলোর সবগুলো কাজের বর্ননা আপনাদের কাছে উপস্থাপিত করার। এই আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

Please Share this On:

Next Post Previous Post
3 Comments
  • Unknown
    Unknown 12 Jan 2021, 23:56:00

    খুব সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।

    • Sharif ahmed
      Sharif ahmed 15 Jan 2021, 06:10:00

      আপনাকেও ধন্যবাদ।

  • MIH
    MIH 27 Jun 2021, 19:15:00

    Prpnvid4.blogspot.com

Add Comment
comment url