রিয়েলমি নাজরো ৩০-এ বাংলা রিভিউ। - Itblogbd

রিয়েলমি নাজরো ৩০-এ বাংলা রিভিউ।

বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে রিয়েল। 

মোবাইল বাজারে প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল ইউজ করতেছে এই কোম্পানিটি। শক্তিশালী প্রসেসর এবং অন্যান্য ফিচার সহ এই কোম্পানি কম বাজেটের নতুন অনেক ফোন রিলিজ করতেছে বাংলাদেশ বাজারে।

গতমাসে অর্থাৎ 5 মার্চ 2021 তারিখে এই কোম্পানিটি রিয়েলমি নাজরো ৩০-এ নামে একটি ফোন লঞ্চ করেছে।

রিয়েলমি নাজরো ৩০-এ বাংলা রিভিউ।


এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে 4gb রেম ও 64gb ইন্টার্নাল স্টোরেজ এর সাথে। 4gb রেম ও 64gb ইন্টার্নাল স্টোরেজের সাথে এই মোবাইলটির বাংলাদেশি মূল্য 12999 টাকা।

Display

16.5 সেমি অর্থাৎ 6.5 ইঞ্চি এইচডি প্লাস 720*1600 পিক্সেল এর মিনি ড্রপ  ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই মোবাইলটিতে। যার বডি টু স্কিন রেশিও 88.7%

Rom and Ram

এই মোবাইলটির শুধু একটি ভার্সন পাওয়া যাবে বাংলাদেশে। 4 জিবি রেম এর সাথে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ‌। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে‌।

Battery

ব্যাটারি হিসেবে এই মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী 6000 এমএইচ ব্যাটারি‌। যার মাধ্যমে সাধারণ মোবাইলটিতে ব্যাকআপ পাওয়া যাবে 1-2 দিন। 

এই বিশাল ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 

Processor

মিডিয়াটেক হেলিও জি 85 12nm গেমিং প্রসেসর ব্যবহৃত হয়েছে এই মোবাইলটিতে। এছাড়া জিপিও হিসেবে ব্যবহৃত হয়েছে মালি জি52।

এই প্রসেসরটির আনতুতু বেঞ্চমার্ক 205946. এছাড়া আরও রয়েছে অক্টাকোর 2.0 গিগাহার্জ সিপিইউ।

Camera

এই মোবাইলটির পিছনে রয়েছে দুটি ক্যামেরা একটি ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং অন্যটি 2 মেগাপিক্সেলের।

Back Camera features:

  • সুপার নাইটস্কেপ মুড, নাইট ফিল্টার্স, ক্রমে বুষ্ট, বিউটি, এইচডিআর, প্যানারমিক ভিউ, টাইম ল্যাপসি, গুগোল লেন্স, স্লো মোশনপ্রোট্রাইড ইত্যাদি ফিচার রয়েছে পিছনের ক্যামেরাতে।
পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত। 

সামনের ক্যামেরা হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।

Front camera features:

  • প্রোট্রাইড, এএল বিউটি, ফিল্টার ইত্যাদি ফিচারস রয়েছে সামনের ক্যামেরাতে। 


Sensor

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেনসর, ম্যাগনেটিক ইনডাকশন সেন্সর, এক্সিলারেশন সেনসর ইত্যাদি সেনসর ব্যবহৃত হয়েছে এই মোবাইলটিতে।

3 Card slot


মোবাইল কিনতে পাওয়া যাবে একটু তিন কার্ড স্লোলট। যার মাধ্যমে মোবাইলটিতে দুটি সিম এবং একটি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে।

Realme narzo 30a features:
দাম 12999 টাকা 4/64 ভার্সন।
ডিসপ্লে এফ এইচ ডি প্লাস 6.67 ইঞ্চি 720*1600 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেল ও পিছনে 13+2+al মেগাপিক্সেল ক্যামেরা।
রেম 4 জিবি
রম 64 জিবি
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সাথে রিয়েলমি ইউ আই V1.0
প্রসেসর মিডিয়াটেক হেলিও জি 85
ব্যাটারি ও ফাস্ট চার্জিং 6000 এমএইচ ব্যাটারি। 18 ওয়াট ফাস্ট চার্জিং।
ওজন 193 গ্রাম
ফিঙ্গারপ্রিন্ট ✅ পিছনে।

শেষ কথা

এই আর্টিকেলটিতে রিয়েলমি নারজো 30a এর সকল ফিচারস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।

আশাকরি আর্টিকেলটির মাধ্যমে আপনারা এই মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। একটি মোবাইল কিনেন পূর্বে অবশ্যই মোবাইলের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এসব দিকে নজর দিবেন।

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • Sharif ahmed
    Sharif ahmed 18 May 2021, 23:17:00

    This comment has been removed by the author.

Add Comment
comment url