রবি ইন্টারনেট অফার ১ জিবি 2022
অনেক সময় আমাদের কম পরিমাণে এমবি কেনার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি যদি রবি সিম ব্যাবহারকারি হন তাহলে রবি ইন্টারনেট অফার ১ জিবি 2022 সম্পর্কে জানাটা জরুরী হয়ে দাঁড়ায়।
এই আর্টিকেলে আমরা রবি সিমে 1 জিবি ইন্টারনেট অফার গুলো সম্পর্কে আলোচনা করব। রবি সিম কোম্পানির অনেকগুলো ১ জিবি ইন্টারনেট অফার রয়েছে। তবে ১ জিবি ইন্টারনেট অফার গুলোর মেয়াদ খুবই কম হয়ে থাকে।
অন্যান্য সিম কোম্পানি গুলোর তুলনায় রবি সিম ১ জিবি ইন্টারনেট কম দামে প্রদান করে থাকে। সেক্ষেত্রে আপনিও যদি 1 জিবি রবি ইন্টারনেট অফার কিনতে চান তাহলে আর্টিকেলটি বিস্তারিত পড়তে থাকুন।
রবি ইন্টারনেট অফার ১ জিবি 2022
সকল রবি ইন্টারনেট অফার গুলোর মধ্যে অনেকেই ১ জিবি ইন্টারনেট অফার কিনতে গিয়ে সমস্যায় পড়ে থাকেন।
রবি সিমের আপডেটকৃত 2022 সালের ১ জিবি ইন্টারনেট অফার গুলো সম্পর্কে আর্টিকেলটিতে আলোচনা করা হবে। যার ফলে রবি সিম দিয়ে ১ জিবি ইন্টারনেট কিনতে আপনার কোন সমস্যায় পরতে হবে নাহ।
আরও পড়ুনঃ রবি এসএমএস কেনার কোড
কতকোড ডায়ালের মাধ্যমে বা কত টাকা রিচার্জের মাধ্যমে রবি ইন্টারনেট অফার ১ জিবি কিনতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
38 টাকায় 1 জিবি ইন্টারনেট অফার
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 38 টাকা | 3 দিন | Robi website |
এই অফারটি কোন কোড বা রিচার্জের মাধ্যমে পাবেন নাহ। এই অফারটি কেনার জন্য আপনাকে রবি ওয়েবসাইটে যেতে হবে। রবি ওয়েবসাইট থেকে খুব সহজেই এই অফারটি কিনতে পারবেন।
অফারটি কেনার উপায়ঃ
- Robi website এই লিংকে গিয়ে খুব সহজেই এই অফারটি কিনতে পারবেন।
- এই অফারের মেয়াদ হচ্ছে তিনদিন পর্যন্ত।
- 500 এমবি এমবি ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে। কিন্তু 500 এমবি ইন্টারনেট শুধুমাত্র ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।
- 38 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি অফারটি।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
41 টাকায় 1 জিবি ইন্টারনেট
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 41 টাকা | 3 দিন |
*123*41# |
রবি সিমে কোড ডায়ালের মাধ্যমে কেনার জন্য সবচেয়ে কম দামি 1 জিবি ইন্টারনেট অফার হচ্ছে এই অফারটি। আপনি চাইলে রবি সিমে 3 দিন মেয়াদে ইন্টারনেট অফারটা কিনতে পারেন।
অফারটি কেনার উপায়ঃ
- *123*41# ডায়ালের মাধ্যমে এই অফারটা কিনতে পারবেন।
- এই অফারের মেয়াদ হচ্ছে তিনদিন পর্যন্ত।
- ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে এই অফারের এমবি ব্যবহার করা যাবে।
- 41 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি অফারটি।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
আরও পড়ুনঃ এয়ারটেল মিনিট অফার ২০২১
48 টাকায় 1 জিবি অফার
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 48 টাকা | 3 দিন |
*123*48# |
উপরের অফারটি নাহ কেনে আরেকটু বেশি টাকা খরচ করার মাধ্যমে একদিন বেশি মেয়াদের এই 1 জিবি ইন্টারনেট অফার পেতে পারেন। 48 টাকা রিচার্জ অথবা কোড ডায়ালের মাধ্যমে এই অফারটি কিনতে পারবেন।
অফারটি কেনার উপায়ঃ
- এই অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *123*48#
- এই অফারের মেয়াদ হচ্ছে চারদিন পর্যন্ত।
- ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে এই অফারের এমবি ব্যবহার করা যাবে।
- 48 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি অফারটি।
- এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
80 টাকার 1 জিবি এমবি অফার
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 80 টাকা | 30 দিন |
*123*3*3*3# |
রবি সিমের মাসিক ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই ইন্টারনেট অফারটি ভালো একটা অফার। যাদের মাসিক কম এমবির প্রয়োজন হয় তারা এই অফারটি কিনে নিতে পারেন।
অফারটি কেনার উপায়ঃ
- *123*3*3*3# কোডটি ডায়াল করার মাধ্যমেই অফারটা কিনতে পারবেন।
- ত্রিশদিন মেয়াদ থাকবে এই অফারটির।
- ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে এই অফারের এমবি ব্যবহার করা যাবে।
- 80 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি অফারটি।
- এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
98 টাকায় 1 জিবি ইন্টারনেট অফার
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 98 টাকা | 7 দিন |
*123*98# |
যারা এক সপ্তাহের জন্য 1 জিবি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটি খুবই ভালো হবে। কারণ এই অফারটির সাথে 1 সপ্তাহের জন্য 98 টাকায় 1 জিবির সাথে পাচ্ছেন 70 মিনিট, 100 রবি এসএমএস ও 1.5 জিবি ইন্টারনেট ফ্রি।
অফারটি কেনার উপায়ঃ
- এই অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *123*98#
- এই অফারের মেয়াদ হচ্ছে সাতদিন পর্যন্ত।
- 1.5 জিবি এমবি ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে। কিন্তু 1 জিবি ইন্টারনেট শুধুমাত্র ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।
- 98 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি বান্ডেল অফারটি।
- এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
আরও পড়ুনঃ রবি কাস্টমার কেয়ার নাম্বার 2021
128 টাকায় 1 জিবি ইন্টারনেট
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 128 টাকা | 30 দিন |
*123*128# |
রবি ইন্টারনেট অফার ১ জিবি 2022 মধ্যে একমাস মেহেদী ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি অন্যতম। এক মাস মেয়াদের ইন্টারনেট অফার কিনতে চাইলে এই অফারটি কিনতে পারেন।
অফারটি কেনার উপায়ঃ
- *123*128# ডায়ালের মাধ্যমে এই অফারটা কিনতে পারবেন।
- এই অফারের মেয়াদ হচ্ছে একমাস পর্যন্ত।
- ফোরজি, থ্রিজি মোবাইল দিয়ে এই অফারের এমবি ব্যবহার করা যাবে।
- 128 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি অফারটি।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
1 জিবি সোশ্যাল প্যাক 50 টাকা
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 50 টাকা | 30 দিন |
Robi website |
যারা শুধুমাত্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য রবি ইন্টারনেট অফার ১ জিবি কিনতে চাচ্ছেন তারা এই সোশ্যাল অফারটা কিনতে পারেন। কারণ এই অফারের এমবি গুলো দিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোন কিছু ব্যবহার করা যাবে নাহ।
আরও পড়ুনঃ রবি মিনিট চেক কোড ২০২২
অফারটি কোন কোড বা রিচার্জের মাধ্যমে পাবেন নাহ। এই অফারটি কেনার জন্য আপনাকে রবি ওয়েবসাইটে যেতে হবে।
অফারটি কেনার উপায়ঃ
- Robi website এই লিংকে গিয়ে খুব সহজেই এই অফারটি কিনতে পারবেন।
- এই অফারের মেয়াদ হচ্ছে 30 দিন পর্যন্ত।
- এই এমবি গুলো দিয়ে শুধুমাত্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চালানো যাবে।
- 50 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি সোশ্যাল অফারটি।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
1 জিবি ইমু প্যাক 55 টাকা
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 55 টাকা | 30 দিন |
Robi website |
এক মাসের জন্য 1 জিবি ইমো প্যাক প্রদান করা সিম কোম্পানিগুলোর মধ্যে রবি সিমের এই অফারটি সবচেয়ে ভালো একটি অফার। যারা শুধুমাত্র ইমু ব্যবহার করার জন্য 1 জিবি ইন্টারনেট কিনতে চাচ্ছেন তাদের জন্যই এই অফারটি খুবই ভালো হবে।
আরও পড়ুনঃ এয়ারটেল ইন্টারনেট অফার 2021
অফারটি কোন কোড বা রিচার্জের মাধ্যমে পাবেন নাহ। এই অফারটি কেনার জন্য আপনাকে রবি ওয়েবসাইটে যেতে হবে।
অফারটি কেনার উপায়ঃ
- Robi website এই লিংকে গিয়ে খুব সহজেই এই অফারটি কিনতে পারবেন।
- এই অফারের মেয়াদ হচ্ছে 30 দিন পর্যন্ত।
- এই এমবি গুলো দিয়ে শুধুমাত্র ইমো চালানো যাবে।
- 55 টাকার মাধ্যমে পাবেন এই 1 জিবি সোশ্যাল অফারটি।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *3#
আমাদের শেষ কথা
যাদের রবি ইন্টারনেট অফার ১ জিবি কিন্তু সমস্যা হচ্ছিল আশাকরি তাদের রবি 1 জিবি ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন সমস্যায় পড়তে হবে না।
আর্টিকেলটিতে আমরা সবগুলো রবি 1 জিবি ইন্টারনেট অফার সম্পর্কে আলোচনা করেছি এবং তার সাথে রবি 1 জিবি সোশ্যাল প্যাক ইন্টারনেট অফার গুলো সম্পর্কেও আলোচনা করেছি। অফার গুলো কিনতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে জানিয়ে দিন।