এয়ারটেল এমবি কেনার কোড | এয়ারটেল এমবি অফার ২০২৩ - Itblogbd

এয়ারটেল এমবি কেনার কোড | এয়ারটেল এমবি অফার ২০২৩

স্বল্প মূল্যে ইন্টারনেট প্রদান করা সিম কোম্পানিগুলোর মধ্যে এয়ারটেল অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি। এই কোম্পানিটি কম দামে ভালো ভালো মাসিক এবং সাপ্তাহিক প্যাকেজের ইন্টারনেট অফার দিয়ে থাকে।

(Airtel internet offer 2021)

এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে এয়ারটেল এমবি কেনার কোড সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হবেন।

2023 সালে এসে এয়ারটেল এমবি অফার গুলোতে অনেক ধরনের পরিবর্তন আনে। আজকে আপডেটেড সেই এয়ারটেল এমবি অফার ২০২৩ সম্পর্কে সম্পূর্ণ রূপে আলোচনা করা হবে।

এয়ারটেল এমবি কেনার কোড | এয়ারটেল এমবি অফার ২০২৩ 

কত কোড ডায়াল করলে বা কত টাকা রিচার্জ করলে এয়ারটেল ইন্টারনেট অফার গুলো কিনতে পারবেন সেটি আমরা বিস্তারিত জানিয়ে দেবো।

29 টাকায় 1 জিবি এয়ারটেল ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
1 GB BDT 29 3 Days *123*025#
স্বল্পমূল্যের তিন দিন মেয়াদের একটি ইন্টারনেট অফার এর মধ্যে এই অফারটি ‌ খুবই জনপ্রিয়। আপনি যদি তিন দিন মেয়াদের একটি এমবি অফার কিনতে চান তাহলে এই অফার টা কিনতে পারেন।

29 টাকা রিচার্জে অথবা *123*025# ডায়াল করে 29 টাকায় 1 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে তিন দিন। এই এমবি অফার টি 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

22 টাকায় 1 জিবি 4 জি এমবি অফার

GB Price Valitidy USSD
1 GB BDT 22 3 Days *121*022#
যদি আপনার মোবাইলটি ফোরজি হ্যান্ডসেট হয়ে থাকে তাহলে এই অফারটি কিনতে পারেন। কারণ এই অফারটি শুধুমাত্র ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে। ফোরজি মোবাইলের জন্য তিন দিন মেয়াদের অসাধারন একটি অফার বলা যায় এই অফারটিকে।

এই অফারটি কেনার জন্য আপনাকে *121*022# ডায়াল করতেে হব। এই অফারের এমবি গুলোর মেয়াদ থাকবে তিন দিন পর্যন্ত। এই অফারটি শুধুমাত্র ‌ফোরজি মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।


এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

172 টাকায় 1 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
1 GB BDT 172 28 Days *123*172#
যাদের এমবি বেশি মেয়াদের প্রয়োজন কিন্তু কম জিবি হলেও চলে এই অফারটি তাদের জন্য। কারণ এই অফারটি মাত্র 1 জিবি ইন্টারনেট 28 দিন মেয়াদে দেওয়া হয় 172 টাকায়।


28 দিন মেয়াদ এই অফারটি কিনতে চাইলে আপনাকে 172 টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করতে হবে *123*172#. এই অফারটির মেয়াদ থাকবে 28 দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

148 টাকায় 1 জিবি বান্ডেল অফার

GB Price Valitidy USSD
1 GB BDT 148 30 Days *121*148#
মিনিট ও এমবি দুটোই আপনার সাথে প্রয়োজন হলে এই অফারটি দেখতে পারেন। কারণ এই অফারটি 30 দিন মেয়াদে মিনিট এবং এমবি দুটি প্রদান করে থাকে।

148 টাকা রিচার্জে অথবা *123*148# ডায়াল করলে পাবেন 1 জিবি ইন্টারনেট এবং 100 মিনিট। এ অফারের মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারের মিনিট গুলো এয়ারটেল টু যেকোন অপারেটরে ব্যবহার করা যাবে। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#. এয়ারটেল মিনিট অফার ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *778*2#.

1 জিবি ও 2 জিবি ক্লাশরুম 38 টাকার অফার

GB Price Valitidy USSD
1+2 GB BDT 38 4 Days *123*038#
যদি আপনার অনলাইনে ক্লাস করার প্রয়োজন হয়ে থাকে এবং তার সাথে সকল কিছু ব্যবহারের জন্য এমবি অফার খুঁজে থাকেন। তাহলে এই অফারটি কিনতে পারেন।

কারণ মাত্র 38 টাকা রিচার্জে অথবা ‌*123*038# ডায়াল করে পেতে পারেন 1 জিবি ইন্টারনেট এবং 2 জিবি ক্লাসরুম ইন্টারনেট। এই অফারটির 1 জিবি ইন্টারনেট যেকোন কাজে ব্যবহার করা যাবে কিন্তু 2 জিবি ইন্টারনেট শুধুমাত্র অনলাইন ক্লাস করার জন্য ব্যবহার করা যাবে।  এই অফারের মেয়াদ থাকবে চারদিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

44 টাকায় 1.5 জিবি এয়ারটেল এমবি অফার

GB Price Valitidy USSD
1.5 GB BDT 44 3 Days *123*044#
তিন দিন মেয়াদের স্বল্পমূল্যের ছোট একটি এমবি অফার এর মধ্যে এটি অন্যতম। আপনি যদি 44 টাকার মধ্যে এমবি অফার খুঁজছেন তাহলে এই অফারটা কিনতে পারেন।

এই অফারটি কেনার জন্য আপনাকে 44 টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করতে হবে *123*044#. এই অফারের মেয়াদ থাকবে তিন দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.
‌‌‌‌ ‌‌
আরও পড়ুনঃ বাংলালিংক এমবি কেনার কোড ২০২৩

98 টাকায় 1.5 জিবি বান্ডেল অফার

GB Price Valitidy USSD
1.5 GB BDT 98 7 Days *121*098#
মিনিট ও এমবি দুটোই আপনার সাথে প্রয়োজন হলে এই অফারটি দেখতে পারেন। কারণ এই অফারটি সাত দিন মেয়াদে মিনিট এবং এমবি দুটি প্রদান করে থাকে।

98 টাকা রিচার্জে অথবা *123*098# ডায়াল করলে পাবেন 1.5 জিবি ইন্টারনেট এবং 50 মিনিট। এ অফারের মেয়াদ থাকবে সাতদিন পর্যন্ত। এই অফারের মিনিট গুলো এয়ারটেল টু যেকোন অপারেটরে ব্যবহার করা যাবে। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#. এয়ারটেল মিনিট অফার ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *778*2#

89 টাকায় 2 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
2 GB BDT 89 7 Days *123*089#
এক সপ্তাহ মেয়াদে ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। খুবই অল্প মূল্যে 2 জিবি ইন্টারনেট প্রধান করায় এই অফারটি অনেকেই কিনে থাকে। আপনিও যদি 7 দিন মেয়াদের একটি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফার টা কিনতে পারেন।

*123*089# ডায়াল করে অথবা 89 টাকা রিচার্জে 2 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই অফারটির মেয়াদ থাকবে সাত দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

229 টাকায় 2 জিবি 30 মেয়াদে অফার

GB Price Valitidy USSD
2 GB BDT 229 30 Days *123*229#
যাদের এমবি বেশি মেয়াদের প্রয়োজন কিন্তু কম জিবি হলেও চলে এই অফারটি তাদের জন্য। কারণ এই অফারটি মাত্র 2 জিবি ইন্টারনেট 30 দিন মেয়াদে দেওয়া হয় 229 টাকায়।

30 দিন মেয়াদ এই অফারটি কিনতে চাইলে আপনাকে 229 টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করতে হবে *123*229#. এই অফারটির মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

54 টাকায় 2.5 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
2.5 GB BDT 54 3 Days *123*054#
তিন দিন মেয়াদের খুবই সুন্দর একটি অফার হচ্ছে এই অফারটি। এয়ারটেলে তিন দিন মেয়াদে 54 টাকায় কিনতে পারেন আড়াই জিবি ইন্টারনেট।

54 টাকা রিচার্জে অথবা *123*054# ডায়াল করে 54 টাকায় 2.5 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে তিনদিন। এই অফারটির 1.5 জিবি ইন্টারনেট 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে। কিন্তু 1 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

59 টাকায় 3 জিবি এমবি অফার

GB Price Valitidy USSD
3 GB BDT 59 4 Days *123*059#
চারদিন মেয়াদের অল্প দামে ইন্টারনেট অফারটি খুবই ভালো একটি অফার। যদি আপনি চার দিন মেয়াদের ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফার টা কিনতে পারেন।

59 টাকা রিচার্জে অথবা *123*059# ডায়াল করে 59 টাকায় 3 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে চারদিন। এই অফারটির 2 জিবি ইন্টারনেট 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে। কিন্তু 1 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

101 টাকায় 3 জিবি এয়ারটেল ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
3 GB BDT 101 7 Days *123*101#
এক সপ্তাহ মেয়াদে ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। খুবই অল্প মূল্যে 3 জিবি ইন্টারনেট প্রধান করায় এই অফারটি অনেকেই কিনে থাকে। আপনিও যদি 7 দিন মেয়াদের একটি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফারটা কিনতে পারেন।

101 টাকা রিচার্জে অথবা *123*101# ডায়াল করে 101 টাকায় 3 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে সাতদিন। এই অফারটি 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

104 টাকায় 3.5 জিবি এমবি অফার

GB Price Valitidy USSD
3.5 GB BDT 104
7 Days *123*104#
এক সপ্তাহ মেয়াদে ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। খুবই অল্প মূল্যে 3 জিবি ইন্টারনেট প্রধান করায় এই অফারটি অনেকেই কিনে থাকে। আপনিও যদি 7 দিন মেয়াদের একটি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফারটা কিনতে পারেন।

104 টাকা রিচার্জে অথবা *123*104# ডায়াল করে 104 টাকায় 3.5 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে সাতদিন। এই অফারটি 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

39 টাকায় 3 জিবি ফেসবুক ও মেসেঞ্জার অফার

GB Price Valitidy USSD
3 GB BDT 39 4 Days *121*998#
শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার ব্যবহার জন্য ইন্টারনেট অফার খুঁজে থাকলে এই অফারটা কিনতে পারেন। কারণ স্বল্প মূল্যের এই অফারটি দিয়ে শুধুমাত্র ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাবে।

*121*998# ডায়াল করে খুব সহজেই 39 টাকায় 3 জিবি ফেসবুক ও মেসেঞ্জার অফার কিনতে পারবেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে চারদিন। এই অফারটির ইন্টারনেট 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে। 

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

64 টাকায় 4 জিবি এমবি অফার

GB Price Valitidy USSD
4 GB BDT 64 4 Days *123*64#
স্বল্পমূল্যে বেশি এমবি প্রদান করা হয় গুলোর মধ্যে এই অফারটি অন্যতম। তবে অফারটির মেয়াদ খুবই কম। যাদের বেশি এমবির প্রয়োজন হয় তারা এই অফার টা কিনতে পারে।

এই অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *123*64# অথবা 64 টাকা রিচার্জ করতে হবে। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে চারদিন। এই অফারটির ইন্টারনেট 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

159 টাকায় 5 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
5 GB BDT 159 10 Days *123*159#
দশ দিন মেয়াদের খুবই সুন্দর একটি অফার হচ্ছে 159 টাকায় 5 জিবি। যারা হেভি ইউজার তাদের জন্য 10 দিন মেয়াদের এই ব্যাপারটি খুবই ভালো হবে।

এই অফারটি কেনার জন্য আপনাকে 159 টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করে কিনার জন্য *123*159# ডায়াল করতেে হবে। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে দশদিন। এই অফারটির ইন্টারনেট 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

129 টাকায় 5 জিবি এয়ারটেল এমবি অফার

GB Price Valitidy USSD
5 GB BDT 129 7 Days *123*129#
এই অফারটি অনেকটা উপরের অফারটির মতই। কিন্তু এই অফারটির মেয়াদ একটু কম। এক সপ্তাহ মেয়াদে ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। খুবই অল্প মূল্যে 5 জিবি ইন্টারনেট প্রধান করায় এই অফারটি অনেকেই কিনে থাকে। আপনিও যদি 7 দিন মেয়াদের একটি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফারটা কিনতে পারেন।

129 টাকা রিচার্জে অথবা *123*129# ডায়াল করে 129 টাকায় 5 জিবি ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে সাতদিন। এই অফারটি 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

179 টাকায় 7 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
7 GB BDT 179 10 Days *121*179#
দশদিন মেয়াদের খুবই জনপ্রিয় একটা অফারের মধ্যে এই অফারটি অন্যতম। আপনি যদি দশদিন মেয়াদের একটি অফার কিনতে চাচ্ছেন তাহলে এই অফারটি কিনতে পারেন।

*123*179# ডায়াল করে অথবা 179 টাকা রিচার্জ করে এই অফারটি কিনতে পারেন। এই অফারটির মেয়াদ থাকবে দশদিন পর্যন্ত। এই অফারটি 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#.

48 টাকায় 12 জিবি বান্ডেল অফার

GB Price Valitidy USSD
12 GB BDT 648 30 Days *121*648#
মিনিট ও এমবি দুটোই আপনার সাথে প্রয়োজন হলে এই অফারটি দেখতে পারেন। কারণ এই অফারটি সাত দিন মেয়াদে মিনিট এবং এমবি দুটি প্রদান করে থাকে।

648 টাকা রিচার্জে অথবা *123*648# ডায়াল করলে পাবেন 12 জিবি ইন্টারনেট এবং 600 মিনিট। এ অফারের মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারের মিনিট গুলো এয়ারটেল টু যেকোন অপারেটরে ব্যবহার করা যাবে। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল ইন্টারনেট অফারটির ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#. এয়ারটেল মিনিট অফার ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *778*2#.

998 টাকায় 60 জিবি ইন্টারনেট অফার

GB Price Valitidy USSD
60 GB BDT 998 30 Days *121*998#
এক মাস মেয়াদের খুবই বড় ধরনের একটি অফার কিনতে চাইলে এই অফারটি কিনতে পারেন। আপনার যদি মাসে অনেক বেশি এমবি খরচ করার প্রয়োজন পড়ে তাহলে এই এক মাস মেয়াদের অফারটা কিনতে পারেন।

998 টাকা রিচার্জে অথবা *123*998# ডায়াল করে এই অফারটি কিনতে পারেন। এই অফারের জিবি গুলোর মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

এয়ারটেল এমবি চেক করতে ডায়াল করতে হবে *3#.

শেষ কথা

আজকে আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সাথে এয়ারটেল এমবি কেনার কোড | এয়ারটেল এমবি অফার ২০২৩ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

কত টাকা রিচার্জ করলে বা কোন কোড ডায়াল করলে এয়ারটেল ইন্টারনেট অফার গুলো কিনতে পারবেন তা নিয়ে আমরা বিস্তারিত উপরে আলোচনা করেছি। উপরোক্ত এয়ারটেল ইন্টারনেট অফার গুলো কিনতে কোন ধরনের সমস্যা উপলব্ধ হলে নিচে কমেন্টে জানিয়ে দিন।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url