Oppo A16e বাংলাদেশে দাম কত 2022
অপ্পো বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। ভালো ক্যামেরার জন্য অপ্পো মোবাইল কেনার আগ্রহ দেখায় অনেকেই। কিছুদিন আগে Oppo A16e মোবাইল বাংলাদেশ মোবাইল বাজারে রিলিজ করেছে। আপনি যদি Oppo A16e বাংলাদেশে দাম কত সেটা জানার ইচ্ছা পোষন করেন তাহলে আর্টিকেলটি পড়তে থাকেন।
অপ্পো এ ১৬ই মোবাইলটির স্পেসিফিকেশন এবং ছবি নিয়ে বিস্তারিত আপনাদের জানাব। যদি আপনি ১৫ হাজার টাকার মধ্যে একটি অপ্পো মোবাইল খোঁজ করছেন তাহলে Oppo A16e আপনার জন্য উপযোগি হবে।
Oppo A16e বাংলাদেশে দাম কত 2022
অপ্পো মোবাইল ক্যামেরার দিক থেকে খুবই ভালো হলেও দামের দিকে বিবেচনা করলে অন্য মোবাইল কোম্পানি থেকে প্রসেসর দিক থেকে একটু পিছিয়ে। তবে সুন্দর ডিজাইন এবং ক্যামেরা পার্ফোমেন্স বিবেচনা করে অনেকেই অপ্পো মোবাইল পছন্দ করে। অপ্পো এ ১৬ই মোবাইলটি বাংলাদেশে রিলিজ হয়েছে 24 মার্চ 2022. Oppo A16e মোবাইলটির 4 জিবি রেম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন বাংলাদেশে দাম 12 হাজার 990 টাকা।
প্রসেসর
অপারেটিং সিস্টেম
ডিসপ্লে
ক্যামেরা
- ফটো, ভিডিও, নাইট, এক্সপার্ট, প্যানোরামিক, পোর্ট্রেট, টাইম-ল্যাপস, টেক্সট স্ক্যানার এবং স্টিকার ইত্যাদি ফিচারস।
- ফটো, ভিডিও, নাইট, এক্সপার্ট, প্যানোরামিক, পোর্ট্রেট, টাইম-ল্যাপস, টেক্সট স্ক্যানার ইত্যাদি ফিচারস।
ব্যাটারি এবং চার্জার
ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 4230 mah শক্তিশালী লি-পো ব্যাটারি।
এই 4230 mah শক্তিশালী ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রাখা হয়েছে 10w ফাস্ট চার্জিং সুবিধা। এই ব্যাটারিটি স্ট্যান্ড-বাই 30 দিন পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ আইটেল মোবাইল কম দামে ২০২২
এছাড়াও ফুল চার্জে গেম প্লেতে 6-8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। সাধারণ ব্যবহারে ব্যাকআপ পাওয়া যাবে দুই থেকে তিন দিন পর্যন্ত।
এছাড়াও মোবাইলটিতে রয়েছে রিভার্স চার্জের সুবিধা।যার মাধ্যমে আপনি অন্য কোন মোবাইল এই মোবাইল থেকে চার্জ দিতে পারবেন।
স্টোরেজ এবং রেম
3 কার্ড স্লট
Weight
Oppo A16e স্পেসিফিকেশনঃ
দাম | 12,990 টাকা 4/64 ভার্সন। |
কালার | কালো, নিল |
ডিসপ্লে | এইচ ডি প্লাস 6.52 ইঞ্চি 720*1080 রেজুলেশন ডিসপ্লে। |
ক্যামেরা | সামনে 5 মেগাপিক্সেল ও পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা। |
রেম | 4 জিবি |
রম | 64 জিবি |
প্রসেসর | মিডিয়াটেক হেলিও পি২২ |
ব্যাটারি | 4230 এমএইচ ব্যাটারি। |
ফাস্ট চার্জিং | 10 ওয়াট ফাস্ট চার্জিং। |
ওজন | 175 গ্রাম |
ফিঙ্গারপ্রিন্ট | ✅ |