রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২
অনেক সময় আমাদের সিমে বিভিন্ন সার্ভিস চালু হয়ে টাকা কাটা শুরু হয়। তখন আমাদেরকে সেই সার্ভিসটি বন্ধ করতে হয়। আপনি যদি রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রবি সীম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোডগুলো জেনে নেওয়া খুবই দরকার হয়ে পড়ে।
আমাদের মোবাইলে রবি সিম কোম্পানি থেকে বিভিন্ন মেসেজ বা কলিং এর মাধ্যমে প্রমোশনাল অনেক সার্ভিস চালু করতে বলা হয়। অনেক সময় ভুলবশত আমরা সে সার্ভিস গুলো চালু করে ফেলি। কিন্তু পরবর্তীতে বুঝতে পারিনা কিভাবে রবি সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করা যায়।
রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২
আজকে আর্টিকেলে রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড সম্পর্কে আলোচনা করা হবে। যার ফলে খুব সহজেই রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২১ সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারবেন।
আরও পড়ুনঃ রবি ইন্টারনেট অফার ১ জিবি ২০২২
একটিমাত্র কোড ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই রবি সকল সার্ভিস বন্ধ করতে পারবেন।
রবি সকল সার্ভিস বন্ধ করার কোড *9#
রবি সিমের আলাদা আলাদা সার্ভিস বন্ধ করার কোড
উপরোক্ত রবি সকল সার্ভিস বন্ধ করার কোডটি ডায়াল করার ফলে রবি সিমের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি প্রয়োজনীয় যেকোনো সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে উপরোক্ত কোড ডায়াল করার ফলে আপনার প্রয়োজনীয় সার্ভিস গুলোও বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুনঃ কিভাবে gmail account delete করব?
যার ফলে আপনি যদি আপনার প্রয়োজনীয় বা দরকারি সার্ভিসগুলো চালু রেখে নির্দিষ্ট একটি রবি টাকা কাটার সার্ভিস বন্ধ করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা সার্ভিসের কোড গুলো সম্পর্কে জেনে নিতে হবে।
আরও পড়ুনঃ রবি এসএমএস অফার ২০২২
আর্টিকেলে রবি সিমের আলাদা আলাদা সার্ভিস বন্ধ করার কোড গুলো নিয়ে আলোচনা করব। যার ফলে রবি সিমের নির্দিষ্ট একটি সার্ভিস বন্ধ করতে আপনার কোন সমস্যা হবে নাহ।
কোন একটি নির্দিষ্ট সার্ভিস বন্ধ করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে আপনার ফোনে কোন সার্ভিসটি চালু হয়েছে। তারপর সেই সার্ভিসটি বন্ধ করার কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই টাকা কাটার নির্দিষ্ট একটি সার্ভিস বন্ধ করতে পারবেন।
রবি সিমের নির্দিষ্ট সার্ভিস বন্ধ করার কোডগুলো হলোঃ
- *140*2*1*2# ডায়াল করার মাধ্যমে রবি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করতে পারবেন।
- STOP লিখে 21291 নাম্বারে মেসেজ পাঠান রবি ব্লাক সার্ভিস বন্ধ করতে।
- “Unsub” লিখে 808088 নাম্বারে মেসেজ পাঠান রবি ভয়েস টিউব সার্ভিস বন্ধ করতে।
- CSTOP লিখে 8880 নাম্বারে মেসেজ পাঠান রবি রবি সার্কেল সার্ভিস বন্ধ করতে।
- “OFF” লিখে 21279 নাম্বারে মেসেজ পাঠান মুসলিম জীবনী সার্ভিস বন্ধ করতে।
- “OFF” লিখে 80807 নাম্বারে মেসেজ পাঠান রবি এবাদত পোর্টাল সার্ভিস বন্ধ করতে।
- “OFF” লিখে 8466 নাম্বারে মেসেজ পাঠান রবি গুনগুন সার্ভিস বন্ধ করতে।
- *140*2*3*6# ডায়াল করার মাধ্যমে রবি কল ব্লক সার্ভিস বন্ধ করতে পারবেন।
- “Stop” লিখে 32665 নাম্বারে মেসেজ পাঠান রবি ফেসবুক সার্ভিস বন্ধ করতে।
- “off” লিখে 1818 নাম্বারে মেসেজ পাঠান রবি লোকাল সার্ভিস বন্ধ করতে
- *140*8*1*2*3# ডায়াল করার মাধ্যমে রবি ব্রেকিং নিউজ সার্ভিস বন্ধ করতে পারবেন।
- “joke off” লিখে 4636 নাম্বারে মেসেজ পাঠান রবি ফান পোর্টাল সার্ভিস বন্ধ করতে।
- *8999*00# ডায়াল করার মাধ্যমে রবি ন্টারনেট সার্ভিস বন্ধ করতে পারবেন।
- *140*2*2*6# ডায়াল করার মাধ্যমে রবি ব্যাকআপ সার্ভিস বন্ধ করতে পারবেন।
আমাদের শেষ কথা
কিভাবে রবি সকল সার্ভিস বন্ধ করা যায় আশাকরি আর্টিকেলটি পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন। তাছাড়া রবি আলাদা আলাদা সার্ভিস বন্ধ করার কোড গুলো সম্পর্কেও আর্টিকেলটিতে আলোচনা করেছি।
আশা করি খুব সহজেই আপনি আপনার রবি সকল সার্ভিস বন্ধ করে দিতে পারবেন। যদি রবি কোন সার্ভিস বন্ধ করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।