সবচেয়ে কম দামে বাটন মোবাইল ২০২৩ - Itblogbd

সবচেয়ে কম দামে বাটন মোবাইল ২০২৩

মোবাইল ফোন বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি অনেকে শখের বশে  বাটন ফিচার ফোন ব্যবহার করে থাকি।

সবচেয়ে কম দামে বাটন মোবাইল ২০২৩

বাটন ফিচার ফোন গুলোর মধ্যে কম দামে ভালো সার্ভিস এবং ফিচার নিয়ে অনেক কোম্পানি মোবাইল রিলিজ করে।

অনেক কোম্পানি যেমন সিম্পনি, নোকিয়া, আইটেল, স্যামসাং বাটন মোবাইল রিলিজ করলেও এই কোম্পানি গুলোর থেকে বাংলাদেশে সবচেয়ে কম দামে বাটন মোবাইল রিলিজ করে থাকে Icon ও Agetel কোম্পানি।

এ আর্টিকেলে পাঁচশ থেকে এক হাজার টাকার মধ্যে সবচেয়ে কম দামে বাটন মোবাইল গুলো দিয়ে আলোচনা করা হবে।

সবচেয়ে কম দামে বাটন মোবাইল ২০২৩

1.Icon i72

Icon i72

এ বাটন মোবাইলটি 2021 সালের আগেষ্ট মাসে রিলিজ করা হয়েছে। মোবাইলটির মুল্য 800 টাকা। 

কালো , আকাশি ও গাড় ব্লু কালারের প্লাষ্টিক দিয়ে তৈরি করা হয়েছে মোবাইলটি।‌ 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Mp3 ফরমেট অডিও এবং 3Gp ও Mp4 ফরমেট ভিডিও সার্পোর্ট করবে।

ছবি তোলার জন্য পিছনে ব্যবহার করা হয়েছে একটি ক্যামেরা তবে সামনে কোন ক্যামেরা ব্যবহার করা হয়নি। পিছনের ক্যামেরা দিয়ে 320 পিক্সেল রেজুলেশনে ভিডিও করা যাবে। জুম-4এক্স, হোয়াইট ব্যালেন্স, ব্রাইটনেস, কনট্রাস্ট, এক্সপোজার ইত্যাদি পিছনের ক্যামেরা ফিচারস।


1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে কলিং করার ক্ষেত্রে একটানা 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। 1 এমবি রেম ও 1 এমবি রম রয়েছে মোবাইলটিতে।
সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে।

3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ, এফএম রেডিও, ইন্টারনেট ব্রাউজিং, অটো কল রেকর্ডার, মেজিক ভয়েজ ইত্যাদি ফিচারস রয়েছে। মেজিক ভয়েজ ফিচারস দিয়ে কন্ঠ পরিবর্তন করে কথা বলা যাবে।

Icon i72 ফিচারসঃ

  • 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি
  • মোবাইলটির মুল্য 800 টাকা।
  • সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট

2.Agetel AG19

বাটন মোবাইল

মোবাইলটির মুল্য 900 টাকা। দুইটি সিম ব্যবহার করা যাবে।

128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Mp3 ফরমেট অডিও এবং 3Gp ও Mp4 ফরমেট ভিডিও সার্পোর্ট করবে।


800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে কলিং করার ক্ষেত্রে একটানা 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।

3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ, এফএম রেডিও, ইন্টারনেট ব্রাউজিং, অটো কল রেকর্ডার, প্রাইভেসি লক, ব্লাকলিষ্ট‌ ও ব্যাটারি পাওয়ার সেভিং মুড ইত্যাদি ফিচারস রয়েছে।

Agetel AG19 ফিচারসঃ

  • 800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি
  • মোবাইলটির মুল্য 900 টাকা।

3.Agetel AG28

Agetel button mobile

মোবাইলটির মুল্য 950 টাকা। দুইটি সিম ব্যবহার করা যাবে।

128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Mp3 ফরমেট অডিও এবং 3Gp ও Mp4 ফরমেট ভিডিও সার্পোর্ট করবে।

1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে কলিং করার ক্ষেত্রে একটানা 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।


3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ, এফএম রেডিও, ইন্টারনেট ব্রাউজিং, অটো কল রেকর্ডার, প্রাইভেসি লক, ব্লাকলিষ্ট‌ ও ব্যাটারি পাওয়ার সেভিং মুড ইত্যাদি ফিচারস রয়েছে।

Agetel AG28 ফিচারসঃ

  • 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি
  • মোবাইলটির মুল্য 950 টাকা।

4.Agetel AG15

সেরা বাটন মোবাইল

মোবাইলটির মুল্য 890 টাকা। দুইটি সিম ব্যবহার করা যাবে।

128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Mp3 ফরমেট অডিও এবং 3Gp ও Mp4 ফরমেট ভিডিও সার্পোর্ট করবে।


800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে কলিং করার ক্ষেত্রে একটানা 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।

3.5 মিমি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ, এফএম রেডিও, ইন্টারনেট ব্রাউজিং, অটো কল রেকর্ডার, প্রাইভেসি লক, ব্লাকলিষ্ট‌ ও ব্যাটারি পাওয়ার সেভিং মুড ইত্যাদি ফিচারস রয়েছে।

Agetel AG15 ফিচারসঃ

  • 800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
  • 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি
  • মোবাইলটির মুল্য 890 টাকা।

শেষ কথা

আশাকরি সবচেয়ে কম দামে বাটন মোবাইল গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন‌। এই আর্টিকেলে কম দামের বাটন মোবাইল গুলোর ছবি ও স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে। 

এই আর্টিকেলে ব্যবহার করা মোবাইল দাম গুলো যেকোন কোম্পানি কতৃক পরিবর্তন হতে পারে।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url