স্যামসাং বাটন মোবাইলের দাম 2024 বাংলাদেশ - Itblogbd

স্যামসাং বাটন মোবাইলের দাম 2024 বাংলাদেশ

বর্তমানে সকলের হাতেই রয়েছে একটি করে স্মার্টফোন। তাছাড়া স্মার্টফোনের পাশাপাশি অনেকেই সহজে বহন করা যায় বলে একটি বাটন বা ফিচারস ফোন ব্যবহার করে থাকে। প্রায় প্রতিটি মোবাইল কোম্পানিরই ফিচারস ফোন রয়েছে‌। 

ফিচারস ফোন বা বাটন ফোনের দিক দিয়ে নোকিয়া অনেক এগিয়ে। নোকিয়া কোম্পানির সাথে পাল্লা দিয়ে স্যামসাং মোবাইল কোম্পানিও নতুন ফিচারস সহ বাটন ফোন মোবাইল বাজারে নিয়ে আসছে।

অনেকেই স্যামসাং বাটন মোবাইলের দাম 2024 বাংলাদেশ সম্পর্কে অবগত নন। এ আর্টিকেলটি পড়লে আপনি বাটন মোবাইল গুলোর দাম এবং এদের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বাটন বা ফিচারস মোবাইল গুলাতেও বর্তমানে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে ‌। স্যামসাংয়ের বাটন মোবাইল গুলো বেশ হ্যান্ডিসেট হওয়ায় সকলেই খুঁজে থাকে একটি স্যামসাং বাটন মোবাইল। 

স্যামসাং বাটন মোবাইলের দাম 2024 বাংলাদেশ।

যদি আপনি স্মার্টফোনের পাশাপাশি একটি ফিচার মোবাইল বা বাটন মোবাইল মোবাইল কিনতে চাচ্ছেন। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার অনেক উপকার হবে। 

এই বাটন মোবাইল গুলোতে ভিডিও দেখা, অডিও শোনা‌ ও এফএম রেডিও সহ রয়েছে নানা ধরনের সুবিধা।

1.Samsung guru music 2

স্যামসাং বাটন মোবাইলের দাম 2023 বাংলাদেশ।

স্যামসাং এই বাটন মোবাইলের  নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি(2G). 

ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 800 এম এ এইচ ব্যাটারি। যার মাধ্যমে কলিং সুবিধা দেওয়ার জন্য সর্বোচ্চ 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।


মোবাইলটির সামনে বা পিছনে ছবি তোলার জন্য নেই কোনো ক্যামেরা। মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 75 গ্রাম। 

রেম হিসেবে মোবাইলটিতে মাত্র 4 এমবি রেম ব্যবহৃত হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সটার্নাল এসডি কার্ড সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত সাপোর্ট করানো যাবে।

128*160 রেজুলেশনের 2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে মোবাইলটিতে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে  TFT ডিসপ্লে।

Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে।

মোবাইলটির সিপিইউ হিসেবে রয়েছে হয়েছে single-core 208 mhz. 

এছাড়া মোবাইলটিতে এফএম, ফোনবুক ও কল রেকর্ডার ছাড়া আরোও নানা ধরনের ফিচারস রয়েছে।

এই মোবাইলটির মূল্য বাংলাদেশ বাজারে 2100 টাকা।

Samsung guru music 2 ফিচারসঃ

  • 128*160 রেজুলেশন ডিসপ্লে।
  • 4mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 75 গ্রাম ওজন।
  • 800 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি।

2.Samsung metro 350

স্যামসাং বাটন মোবাইল দাম ২০২৪
এই মোবাইলটির মূল্য মাত্র 3500 টাকা। 

1200 এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে এই মোবাইলটিতে। কলিং সুবিধা ক্ষেত্রে এই ব্যাটারির ব্যাকআপ পাওয়া যাবে 12 ঘণ্টা পর্যন্ত।

 2.4 ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে 240*320 রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে টিএফটি টেকনোলজি। 

মোবাইলটিতে র্যাম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 এমবি রেম। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি এসডি কার্ড সাপোর্ট করানো যাবে।j

মোবাইলটির পিছনে ব্যবহৃত হয়েছে 2 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। যার মাধ্যমে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 320*240 পিক্সেল। 

মোবাইলটি নেটওয়ার্কে ব্যবহৃত হয়েছে 2 জি নেটওয়ার্ক। মোবাইলটি পাওয়া যাবে তিনটি কালার কালো,‌ সাদা এবং নীল কালারের।

মোবাইলের বডি হিসেবে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। মোবাইলটিতে প্রবেশ করানো যাবে দুটি ডুয়েল সিম। 

Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে। Mp4 ও 3gp ফরম্যাট এর ভিডিও সাপোর্ট করবে এই স্যামসাং বাটন মোবাইলটিতে। 

মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 89 গ্রাম। 

Samsung metro 350 ফিচারসঃ

  • 240*320 রেজুলেশন ডিসপ্লে।
  • 32mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 89 গ্রাম ওজন।
  • 1200 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি।

3. Samsung metro 313

স্যামসাং বাটন মোবাইল ফোনের দাম

128*160 রেজুলেশনের 2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে মোবাইলটিতে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে TFT ডিসপ্লে।

Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে। Mp4 ও 3gp ফরম্যাট এর ভিডিও সাপোর্ট করবে এই স্যামসাং বাটন মোবাইলটিতে। 

মোবাইলটিতে র্যাম হিসেবে ব্যবহৃত হয়েছে 16 এমবি রেম। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি এসডি কার্ড সাপোর্ট করানো যাবে।

মোবাইলটির পিছনে ছবি তোলার জন্য রয়েছে VGA ও Cmos ক্যামেরা। মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 75.2 গ্রাম। 

মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 176*144।

এছাড়া আরও রয়েছে এক হাজার(1000) এমএএইচ ব্যাটারি যার মাধ্যমে কলিং সুবিধার ক্ষেত্রে ব্যাকআপ পাওয়া যাবে সর্বোচ্চ 13 ঘণ্টা পর্যন্ত।

স্যামসাং এই বাটন মোবাইলের নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি(2G). 

মোবাইলটি পাওয়া যাবে চারটি কালার সাদা, কালো, হলুদ এবং নীল কালারের।


মোবাইলের বডি হিসেবে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। মোবাইলটিতে প্রবেশ করানো যাবে দুটি ডুয়েল সিম। 

মোবাইলটির সিপিইউ হিসেবে রয়েছে হয়েছে single-core 208 mhz. এই মোবাইলটির মূল্য বাংলাদেশ বাজারে 2750 টাকা

Samsung metro 313 ফিচারসঃ

  • 128*160 রেজুলেশন ডিসপ্লে।
  • 16mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 75.2 গ্রাম ওজন।
  • 1000 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি

4.Samsung Metro XL

স্যামসাং বাটন মোবাইলের দাম 2023 বাংলাদেশ।

স্যামসাং এই বাটন মোবাইলের  নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি(2G). 

ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 1200 এম এ এইচ ব্যাটারি। যার মাধ্যমে কলিং সুবিধা দেওয়ার জন্য সর্বোচ্চ 12 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

মোবাইলটির পিছনে ছবি তোলার জন্য 2 মেগাপিক্সেল ক্যামেরা। মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 89 গ্রাম। 

রেম হিসেবে মোবাইলটিতে মাত্র 32 এমবি রেম ব্যবহৃত হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সটার্নাল এসডি কার্ড সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত সাপোর্ট করানো যাবে।

240*320 রেজুলেশনের 2.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে মোবাইলটিতে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে  TFT ডিসপ্লে।


Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে।

মোবাইলটির সিপিইউ হিসেবে রয়েছে হয়েছে single-core 312 mhz. 

এছাড়া মোবাইলটিতে এফএম, ফোনবুক ও কল রেকর্ডার ছাড়া আরোও নানা ধরনের ফিচারস রয়েছে।

এই মোবাইলটির মূল্য বাংলাদেশ বাজারে 3550 টাকা।

Samsung Metro XL ফিচারসঃ

  • 240*320 রেজুলেশন ডিসপ্লে।
  • 32mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 89 গ্রাম ওজন।
  • 1200 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি।

শেষ কথা

আশা করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা স্যামসাং বাটন মোবাইলের দাম 2024 বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। একটি বাটন বা ফিচারস ফোন কেনার পূর্বে ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে ধারণা নেওয়া উচিত। 

যদি আপনাকে স্যামসাং বাটন মোবাইল কিনতে চাচ্ছেন তাহলে উপরে উল্লেখিত যেকোনো একটি ফোন কিনতে পারেন। 

Please Share this On:

Next Post Previous Post
2 Comments
  • তানভীর চৌধুরী
    তানভীর চৌধুরী 9 Sept 2021, 07:42:00

    Nice www.dimlawikitech.xyz

    • Sharif ahmed
      Sharif ahmed 14 Sept 2021, 12:01:00

      ধন্যবাদ

Add Comment
comment url