৭০০ টাকার মোবাইল বাংলাদেশ | ওয়ালটন বাটন মোবাইলের দাম ২০২২ - Itblogbd

৭০০ টাকার মোবাইল বাংলাদেশ | ওয়ালটন বাটন মোবাইলের দাম ২০২২

বাটন বা ফিচার ফোন একসময় খুব জনপ্রিয় ছিল। তবে এখনো অনেকের কাছে বাটন বা ফিচারস ফোন অনেক পছন্দের। আমিও ব্যাক্তিগত ভাবে বাটন ফোন পছন্দ করে থাকি। এর কারন হলো বাটন ফোন দিয়া সহজেই কল এবং মেসেজ করা যায়।
৭০০ টাকার মোবাইল

অনেক বাটন ফোন রয়েছে যেগুলোতে ব্যাটারি ব্যাকআপ সুবিধা ভালো পাওয়া যায়। তাছাড়া বাটন ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ায় অনেকেই গান শুনার জন্য বাটন মোবাইল খুজে থাকে। 

আপনি যদি স্মার্টফোন ব্যবহার কারি হয়ে থাকেন এবং এর পাশাপাশি একটি ৭০০ টাকার মোবাইল ব্যবহার করার ইচ্ছা পোষন করছেন তাহলে আমি বলব এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে।

৭০০ টাকার মোবাইল | ওয়ালটন বাটন মোবাইলের দাম ২০২২

৭০০ টাকার মোবাইল গুলো ওয়ালটন কোম্পানির বেশি হয়ে থাকে। কারন সিম্ফনি আইটেল বাটন মোবাইল রিলিজ করলেও এই বাজেটে রিলিজ করে না। আপনি যদি কম বাজেটে একটি বাটন ফোন কেনার আগ্রহ দেখাচ্ছেন তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন আশাকরি এআপনার কাঙ্খিত মোবাইলটি খুঁজে পাবেন।

1. Walton olive ML20

ওয়ালটন বাটন মোবাইলের দাম

এই মোবাইলটির দাম বাংলাদেশে 900 টাকা। মোবাইলটিতে দেয়া হয়েছে 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি দ্বার 8-10 ঘন্টা ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।

মোবাইলটিতে 2 জি নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করা হয়েছে। যার GSM 900MHz/1800MHz। 2.4 ইঞ্চি QVGA এর 240*320 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে। 


পিছনে একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে। তবে সামনে নেই কোন ক্যামরা। যদিও সামনের ক্যামেরা বাটন ফোনে অতটা জরুরি না। তারপরেও দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়‌।

রেকর্ড করার সুবিধা পাবেন মোবাইলটা দিয়ে। অডিও রেকর্ড এবং ভিডিও রেকর্ড দুইটাই। করতে পারবেন। মোবাইলটিতে মাইক্রো USB সাপোর্টে করে তাই ফাইল আদান প্রদান করা যাবে সহজেই। 

সিম ব্যবহার করতে পারবেন দুইটি। কারন মোবাইলে সিম ব্যবহার করার দুইটি স্লট ঘার্ড আছে। Mp3 ফরমেট অডিও গান শুনতে এই মোবাইল দিয়ে। এছাড়া ভিডিও দেখতে পারবেন Mp4 ও 3Gp ফরমেটের।

মোবাইলটির উচ্চতা 140 মিলিমিটার ও প্রস্থ 40 মিলিমটার তাই মোবাইল ব্যবহারে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা দেয়া হয়েছে মোবাইলটিতে‌।

Walton olive ML20 ফিচারসঃ 

  • 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
  • 2.4 ইঞ্চি ডিসপ্লে
  • টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা
  • মাইক্রো USB সাপোর্টে
  • অডিও ভিডিও রেকর্ড

2.Walton Olive L53 ৭০০ টাকার মোবাইল

Walton Olive L53 ৭০০ টাকার মোবাইল

এই মোবাইলটির দাম বাংলাদেশে 800 টাকা। মোবাইলটির উচ্চতা 120 মিলিমিটার ও প্রস্থ 30 মিলিমটার তাই মোবাইল ব্যবহারে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা দেয়া হয়েছে মোবাইলটিতে‌।


পিছনে একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে। তবে সামনে নেই কোন ক্যামরা। যদিও সামনের ক্যামেরা বাটন ফোনে অতটা জরুরি না। তারপরেও দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়‌।

মোবাইলটিতে দেয়া হয়েছে 1800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি দ্বার 10-13 ঘন্টা ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।

সিম ব্যবহার করতে পারবেন দুইটি। কারন মোবাইলে সিম ব্যবহার করার দুইটি স্লট ঘার্ড আছে। Mp3 ফরমেট অডিও গান শুনতে এই মোবাইল দিয়ে। এছাড়া ভিডিও দেখতে পারবেন Mp4 ও 3Gp ফরমেটের।

রেকর্ড করার সুবিধা পাবেন মোবাইলটা দিয়ে। অডিও রেকর্ড এবং ভিডিও রেকর্ড দুইটাই। করতে পারবেন। মোবাইলটিতে মাইক্রো USB সাপোর্টে করে তাই ফাইল আদান প্রদান করা যাবে সহজেই।

মোবাইলটিতে 2 জি নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করা হয়েছে। যার GSM 900MHz/1800MHz। 1.77 ইঞ্চি QVGA এর 128*160 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে। 

Walton olive L53 ফিচারসঃ 

  • 1800 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
  • 1.77 ইঞ্চি ডিসপ্লে
  • টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা
  • মাইক্রো USB সাপোর্টে
  • অডিও, ভিডিও রেকর্ড

3.Walton olive 34

Walton olive 34

পিছনে একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে। তবে সামনে নেই কোন ক্যামরা। যদিও সামনের ক্যামেরা বাটন ফোনে অতটা জরুরি না। তারপরেও দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়‌।এই মোবাইলটির দাম বাংলাদেশে 850 টাকা।

মোবাইলটিতে 2 জি নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করা হয়েছে। যার GSM 900MHz/1800MHz। 2.4 ইঞ্চি QVGA এর 240*320 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে। 

মোবাইলটিতে দেয়া হয়েছে 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি দ্বার 8-10 ঘন্টা ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।

মোবাইলটির উচ্চতা 126 মিলিমিটার ও প্রস্থ 50 মিলিমটার তাই মোবাইল ব্যবহারে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা দেয়া হয়েছে মোবাইলটিতে‌।

রেকর্ড করার সুবিধা পাবেন মোবাইলটা দিয়ে। অডিও রেকর্ড এবং ভিডিও রেকর্ড দুইটাই। করতে পারবেন। মোবাইলটিতে মাইক্রো USB সাপোর্টে করে তাই ফাইল আদান প্রদান করা যাবে সহজেই।


সিম ব্যবহার করতে পারবেন দুইটি। কারন মোবাইলে সিম ব্যবহার করার দুইটি স্লট ঘার্ড আছে। Mp3 ফরমেট অডিও গান শুনতে এই মোবাইল দিয়ে। এছাড়া ভিডিও দেখতে পারবেন Mp4 ও 3Gp ফরমেটের।

Walton olive L29 ফিচারসঃ 

  • 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
  • 2.4 ইঞ্চি ডিসপ্লে
  • টর্চলাইট, ফেসবুক, ব্লাকলিস্ট ইত্যাদি সুবিধা
  • মাইক্রো USB সাপোর্টে
  • অডিও ভিডিও রেকর্ড

শেষ কথা

আশাকরি ৭০০ টাকার মোবাইল গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে ৭০০ টাকার ওয়ালটন বাটন মোবাইল গুলো নিয়ে আলোচনা করেছি। কারন ৭০০ টাকা দামের মধ্য বাটন রিলিজ করে থাকে ওয়ালটন মোবাইল কোম্পানি।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url