১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৩ - Itblogbd

১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৩

আসলে ১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল গুলো খোজ করতে গেলে বাংলাদেশ মোবাইল বাজারে এই দামে কোন স্মার্টফোন নেই। তবে যদি আপনি ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল খুজে থাকেন তাহলে ঠিক আছে কারন এই বাজেটে সুন্দর লুক সহ ভালো ভালো কোম্পানির বাটন মোবাইল পাওয়া যায়।

যেহেতু ১২০০ টাকার মধ্যে কোন স্মার্টফোন পাওয়া যায় না তাই আমি আজকে ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব। নোকিয়া ও স্যামসং বাটন মোবাইল তৈরি করার ক্ষেত্রে সেরা কোম্পানি। ১২০০ টাকার মধ্যে আপনি চাইলে বাটন ফোন তৈরি করার সেরা কোম্পানি সিম্ফনি ও ওয়ালটন এর ফোন কিনতে পারবেন।

১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৩

১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৩

এন্ড্রয়েড স্মার্টফোনের জগতে বর্তমানে বাটন কিনবে এমন লোক পাওয়া কস্টকর হয়ে যায় এরপরেও কলিং এবং মেসেজিং সুবিধা তাছাড়া সহজে বহন যোগ্য বলেই অনেকেই এখনো স্মার্টফোনের পাশাপাশি একটি বাটন মোবাইল ব্যবহার করতে চায়। আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে সমস্যা নেই এই আর্টিকেল পড়ে ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল গুলোর ছবি ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

1.Walton MH23 - ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল

Walton button mobile

এই ওয়ালটন বাটন মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 1500 এম এ এইচ ব্যাটারি। যার মাধ্যমে একাধারে কলিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাকআপ পাওয়া যাবে 10 ঘণ্টা পর্যন্ত। এই ওয়ালটন মোবাইলটির দাম 1 হাজার 90 টাকা

2.8 ইঞ্চি 240*320 রেজুলেশনের QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।

মোবাইলটি পিছনে ছবি তোলার জন্য রয়েছে একটি ডিজিটাল ক্যামেরা। কিন্তু মোবাইলটি সামনে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহৃত হয়নি।


এই মোবাইলটিত নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2 জি নেটওয়ার্ক। মোবাইলটি পাওয়া যাবে কালো এবং নিল কালারে।

এই মোবাইলটি অডিও এবং ভিডিও সাপোর্ট যোগ্য। মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে সাপোর্ট করবে mp3 . মোবাইলটিতে ভিডিও ফরমেট কিভাবে সাপোর্ট করবে mp4 ও 3gp.

এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

টর্চলাইট, ফেসবুক, ইন্টারনেট, ব্লাকলিস্ট ও ওয়াইটলিস্ট এবং কি প্যাড লাইট ইত্যাদি ফিচারস ব্যবহার হয়েছে মোবাইলটিতে।

Walton MH23 ফিচারসঃ

নেটওয়ার্ক ‌2 জি নেটওয়ার্ক।
দাম ‌1090 টাকা।
ডিসপ্লে 2.8 ইঞ্চি 240*320 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা ‌পিছনে ডিজিটাল মেগাপিক্সেলের ক্যামেরা।
রেম 0 এমবি
রম 0 এমবি
ব্যাটারি 1500 এমএইচ ব্যাটারি।
ওজন 193 গ্রাম
অন্যান্য ‌টর্চলাইট, ফেসবুক, ইন্টারনেট, ব্লাকলিস্ট ও ওয়াইটলিস্ট এবং কি প্যাড লাইট ইত্যাদি।
‌‌

2.Symphony D76

১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল

2.4 ইঞ্চি 240*320 রেজুলেশনের QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম। এই সিম্ফনি মোবাইলটির দাম 1 হাজার 290 টাকা।

এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

মোবাইলটি পিছনে ছবি তোলার জন্য রয়েছে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটি সামনে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহৃত হয়নি।


এই মোবাইলটিত নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2 জি নেটওয়ার্ক। মোবাইলটি পাওয়া যাবে কালো এবং কালো নিল কালারে।

এই মোবাইলটি অডিও এবং ভিডিও সাপোর্ট যোগ্য। মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে সাপোর্ট করবে mp3 . মোবাইলটিতে ভিডিও ফরমেট কিভাবে সাপোর্ট করবে mp4 ও 3gp.

এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 1000 এম এ এইচ ব্যাটারি। যার মাধ্যমে একাধারে কলিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাকআপ পাওয়া যাবে 9 ঘণ্টা পর্যন্ত।

মোবাইলটিতে ম্যাজিক ভয়েস, ওয়ারলেস, এফএম, সাউন্ড রেকর্ডার, ব্যাটারি সেভার ও বিগ টর্চ  ইত্যাদি অন্যান্য ফিচার রয়েছে।

Symphony d76 ফিচারসঃ

নেটওয়ার্ক‌2 জি নেটওয়ার্ক।
দাম‌1290 টাকা।
ডিসপ্লে2.4 ইঞ্চি 240*320 রেজুলেশন ডিসপ্লে।
ক্যামেরা‌পিছনে 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা।
রেম
রম
ব্যাটারি100 এমএইচ ব্যাটারি।
ওজন180 গ্রাম
অন্যান্য‌ম্যাজিক ভয়েস, ওয়ারলেস, এফএম, সাউন্ড রেকর্ডার, ব্যাটারি সেভার ইত্যাদি অন্যান্য ফিচার রয়েছে।

‌‌আমাদের শেষ কথা

আশাকরি আর্টিকেলটি পড়ে ১২০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৩ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

সিম্ফোনি মোবাইল কোম্পানি শক্তিশালী ব্যাটারি সহ ভালো ভালো ফিচারস ফোন লঞ্চ করে থাকে। এ আর্টিকেলটিতে সেইসব ফোন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url