রবি মিনিট কেনার কোড ২০২৩ | রবি মিনিট অফার দেখার কোড
রবি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় সিম কোম্পানি। রবিতে রয়েছে অনেক গুলো মিনিট অফার। মিনিট না কিনে টাকা দিয়ে কথা বললে অনেক বেশি খরচ করা হয়ে যায়। তাই সবাই রবি সিমে টাকা দিয়ে কথা না বলে মিনিট কিনে থাকে।
রবি মিনিট কিনে কিভাবে?
আপনি যদি রবি মিনিট কেনার আগ্রহ প্রকাশ করেছেন তাহলে রবি মিনিট অফার গুলো সম্পর্কে জেনে নিতে হবে। অর্থাৎ রবি মিনিট কেনার কোড ২০২৩ সেটা জানতে হবে আপনাকে।
যারা রবি মিনিট অফার দেখার কোড সম্পর্কে জেনে নিতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলে রবি মিনিট কেনার কোড নিয়ে আলোচনা করেছি।
রবি মিনিট কেনার কোড ২০২৩ | রবি মিনিট অফার দেখার কোড
যারা রবি প্রতিদিন, সাপ্তাহিক ও মাসিক মিনিট অফার কেনার কথা ভাবছেন তাদের জন্য এখানে প্রতিদিন, সাপ্তাহিক ও মাসিক রবি মিনিট অফার কোড গুলো নিয়ে জানাতে চেষ্টা করেছি। আপনি রবি মিনিট দেখার কোড সম্পর্কে জেনে নিতে পারবেন।
8 টাকায় 10 রবি মিনিট অফার
আপনি যদি মাত্র 6 ঘন্টার জন্য একটি রবি মিনিট অফার কিনতে চান তাহলে এই 8 টাকায় 10 মিনিট অফারটি কিনতে পারেন।
আরও পড়ুনঃ রবি এসএমএস কেনার কোড ২০২৩
10 মিনিট 8 রবি মিনিট কিনতে আপনাকে ডায়াল করতে হবে *0*1*1#. এই অফারের মিনিট রবি থেকে যেকোন সিমে ব্যবহার করতে পারবেন। অফারটির মেয়াদ থাকবে মাত্র ৬ ঘন্টা। রবি মিনিট দেখার কোড হচ্ছে *222*2#.
14 টাকায় 21 মিনিট অফার
রবি সিমে বা বলতে গেলে সকল সিমে এই মিনিট অফারটি খুবই জনপ্রিয়। 14 টাকায় 21 মিনিট কেনার জন্য *0*2*1# ডায়াল করুন। তাছাড়া আপনি 14 টাকা রিচার্জ করার মাধ্যমেও এই 21 মিনিট অফারটি কিনতে পারবেন। মিনিট কিনার পর থেকে 16 ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকবে।
আরও পড়ুনঃ রবি মিনিট চেক কোড ২০২৩
যেকোন অপারেটরে এই রবি মিনিট গুলো দিয়া কথা বলা যাবে। এই অফারের মিনিট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *222*2#
36 রবি মিনিট অফার 24 টাকায়
যাদের দুইদিন মেয়াদে অল্প মিনিটের প্রয়োজন তারা এই রবি মিনিট অফারটি কিনতে পারেন। 24 টাকা রিচার্জে অথবা *0*3*1# ডায়াল করার মাধ্যমে 36 মিনিট রবি অফার কিনতে পারেন। এই অফারের মিনিটগুলো রবি থেকে যেকোন সিম অপারেটরে ব্যবহার করা যাবে। এই অফার যেইদিন কিনবেন সেইদিন থেকে 2 দিন মেয়াদ থাকবে। রবি মিনিট ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *222*2#
67 রবি মিনিট কেনার কোড 43 টাকায়
দুইদিন মেয়াদে মুটামুটি বড় একটি মিনিট অফার হচ্ছে এটি। যাদের শুধু প্রয়োজনীয় কথা বলার জন্য অল্প মিনিট দরকার পরে তারা এটা কিনতে পারেন।
*0*4*1# ডায়াল করে 43 টাকার বিনিময়ে 67 রবি মিনিট অফারটি কিনা যাবে। অথবা আপনি এই অফারটি 43 টাকা রিচার্জ করেও কিনতে পারবেন। এই অফার যেইদিন কিনবেন সেইদিন থেকে 2 দিন মেয়াদ থাকবে। যেকোন সিমে কথা বলা যাবে এই অফারের মিনিট গুলো দিয়া। *222*2# ডায়াল করে রবি মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।
64 টাকার 100 মিনিট অফার
সাতদিনের জন্য রবি মিনিট অফার গুলোর মধ্যে এটা একটা ছোট সাতদিন অফার। যাদের ফোনে কথা বলে সাতদিন 60-70 টাকার মতো খরচ করা লাগে তারা এই 64 টাকার অফারটি কিনে নিতে পারেন। এই অফারটি কিনার জন্য *0*5*1# ডায়াল করুন।
আরও পড়ুনঃ রবি সকল সার্ভিস বন্ধ করার কোড
এছাড়া রবি সিমে 64 টাকা রিচার্জ করেও এই অফার কেনা যাবে। এই অফার কিনার দিন থেকে শুরু করে 7 দিন মেয়াদ থাকবে। *222*2# ডায়াল করে এই অফারের ব্যালেন্স চেক করতে পারবেন। রবি থেকে যেকোন সিমে এই মিনিট গুলো দিয়ে কল দেয়া যাবে।
99 টাকায় 160 মিনিটস অফার
7 দিনের মেয়াদে মুটামুটি বড় একটি অফার হচ্ছে এই অফারটি। এই অফারটি ক্রয় করার জন্য আপনার রবি সিম থেকে ডায়াল করতে হবে *0*6*1# তাছাড়া রিচার্জ করেও আপনি এই অফারটি কিনতে পারবেন। রিচার্জ করে কেনার জন্য 99 টাকা রিচার্জ করতে হবে। যেকোন সিমের সাথে কথা বলা যাবে এই রবি মিনিট দিয়ে। *222*2# ডায়াল করে মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। কেনার দিন থেকে শুরু করে সাতদিন পর্যন্ত মেয়াদ থাকবে।
আরও পড়ুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৩
315 মিনিট 194 টাকায়
যারা রবি সিমে একমাস মেয়াদি অল্প টাকায় রবি মিনিট অফার কেনার কোড জানতে চান তাদের জন্য এই অফারটি। 194 টাকা রিচার্জ করে আপনি এই অফারটি কিনে নিতে পারেন অথবা *0*7*1# ডায়াল করলেও এই অফারটি কেনা যাবে। 30 দিন পর্যন্ত মেয়াদ থাকবে এই মিনিট অফারটির এই রবি অফারের মিনিট ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *222*2#. আপনার রবি সিম থেকে যেকোন সিমে এই মিনিট গুলো ব্যবহার করে কল দিতে পারবেন।
497 টাকায় 800 মিনিট
রবি সিমে 30 দিন মেয়াদে মিনিট অফার গুলোর মধ্যে এটি খুবই জনপ্রিয় একটি অফার। অনেকেই 497 টাকায় 800 মিনিট এই রবি মিনিট অফারটি কিনে থাকে। আপনি যদি এই অফারটি কিনতে চান তবে আপনাকে ডায়াল করতে হবে *0*8*1#. যেদিন এই অফারটি কিনবেন সেদিন থেকে এই অফারের মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। রবি টু যেকোন অপারেটরে এই অফারের মিনিট গুলো ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ এয়ারটেল মিনিট অফার ২০২৩
950 মিনিট 574 টাকায়
যারা রবি সিমে বড় ধরনের একটি মাসিক মিনিট অফার কেনার আগ্রহ প্রকাশ করেছেন এই অফারটি তাদের জন্য। এই অফারটিতে রবি দিচ্ছে 574 টাকায় 950 মিনিট একমাস মেয়াদি। অফারটি কেনার জন্য ডায়াল করতে হবে *0*11*1#। এই অফারটিতে মিনিটের সাথে পাবেন 1 জিবি ইন্টারনেট ফ্রি। এই অফার কেনার দিন থেকে শুরু করে ৩০ দিন মেয়াদ থাকবে। রবি মিনিট ব্যালেন্স দেখার জন্য ডায়াল করতে হবে *222*2#
রবি মিনিট অফার ২০২৩ | রবি মিনিট কেনার কোড ২০২৩
মুল্য | মিনিট | মেয়াদ | কোড |
---|---|---|---|
8 টাকা | 10 মিনিট | 6 ঘন্টা | *0*1*1# |
14 টাকা | 21 মিনিট | 16 ঘন্টা | *0*2*1# |
24 টাকা | 36 মিনিট | 2 দিন | *0*3*1# |
43 টাকা | 67 মিনিট | 2 দিন | *0*4*1# |
64 টাকা | 100 মিনিট | 7 দিন | *0*5*1# |
99 টাকা | 160 মিনিট | 7 দিন | *0*6*1# |
194 টাকা | 315 মিনিট | 30 দিন | *0*7*1# |
288 টাকা | 470 মিনিট | 30 দিন | *0*9*1# |
348 টাকা | 560 মিনিট | 30 দিন | *0*10*1# |
497 টাকা | 800 মিনিট | দিন | *0*8*1# |
574 টাকা | 950 মিনিট | দিন | *0*11*1# |
শেষ কথা
আশাকরি রবি মিনিট কেনার কোড ২০২৩ সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই আর্টিকেলে আপনাদের সাথে রবি মিনিট কেনার কোড নিয়ে সম্পুর্ন জানাতে চেষ্টা করেছি। তাছাড়া রবি মিনিট দেখার কোড নিয়েও আলোচনা করেছি।