এয়ারটেল এসএমএস কেনার কোড | এয়ারটেল এসএমএস প্যাক ২০২৩ - Itblogbd

এয়ারটেল এসএমএস কেনার কোড | এয়ারটেল এসএমএস প্যাক ২০২৩

এয়ারটেল এসএমএস অফারগুলো সবচেয়ে ভালো তাদের জন্য যাদের প্রতিদিন খুব বেশি পরিমান এসএমএস ব্যবহার করার প্রয়োজন হয়।

কারন কম টাকায় এয়ারটেল এসএমএস বান্ডেল দিলেও মেয়াদ কম থাকে। তবে কিছু এয়ারটেল এসএমএস প্যাক ২০২৩ রয়েছে যেগুলো খুব ভালো। আপনি সহজেই এয়ারটেল এসএমএস কেনার কোড দিয়ে এয়ারটেল  এসএমএস কিনতে পারবেন।

এয়ারটেল এসএমএস কেনার কোড

এয়ারটেল এসএমএস কেনার কোড
(Airtel Sms pack 2023)

এয়ারটেল এসএমএস কিভাবে কিনব  সেটা এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। কারণ এই‌ আর্টিকেলটিতে কত কোড ডায়ালের মাধ্যমে বা কত টাকা রিচার্জ করার মাধ্যমে এয়ারটেল এসএমএস কিনতে পারেন সেটা বুঝিয়ে দেব।

এয়ারটেল 2 ‌‌টাকায় 40 এসএমএস অফার

SMSPriceValitidyUSSD
40 SMSBDT 212 Hour‌*321*200#
 অল্প সময়ের জন্য এয়ারটেল এস এম এস কেনার কোড নিয়ে যদি জানতে চান তাহলে বলব আপনি সঠিক জায়গায় আসছেন। এয়ারটেল এসএমএস প্যাক গুলোর মধ্যে একটা হচ্ছে ২ টাকায় ৪০ এসএমএস‌।


যদি আপনি এয়ারটেল সিমে ছোট এসএমএস‌ প্যাক কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই এই অফার কিনতে চাইবেন। এই অফার কেনার জন্য প্রয়োজনীয় কোড হচ্ছে *321*200#. এয়ারটেল ২ টাকায় ৪০ এসএমএস‌ প্যাক অফারের মেয়াদ হচ্ছে ১২ ঘন্টা পর্যন্ত।

এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *778*8#

এয়ারটেল 5 টাকায় 150 ‌‌এসএমএস অফার

SMSPriceValitidyUSSD
150 SMSBDT 51 Day*321*500#
যাদের অল্প এসএমএস‌ কেনার দরকার পরে মাঝে মাঝে। তাদের দিক বিবেচনায় এয়ারটেল সিম 150 এসএমএস‌ 5 টাকায় অফারটি এনেছে। যদি আপনার খুবই অল্প এসএমএস কেনার প্রয়োজন হয় তাহলে এই অফারটা কিনতে পারেন।

এই এসএমএস‌ অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে ‌*321*500#. এসএমএস অফারটির মেয়াদ থাকবে মাত্র একদিন পর্যন্ত। এয়ারটেল থেকে যেকোনো সিম অপারেটরে এই এসএমএস‌গুলো ব্যবহার করতে পারবেন।

এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778*8#. ‌

15 টাকায় 800 এয়ারটেল ‌‌এসএমএস কেনার কোড

SMSPriceValitidyUSSD
450 SMSBDT 103 Days*321*150#
এয়ারটেল সিমের জন্য তিন দিন মেয়াদে একটি জনপ্রিয় এসএমএস অফার হচ্ছে এই অফারটি। এয়ারটেল এই এসএমএস অফারটি রবির এসএমএস অফারের সাথে কিছুটা মিল রয়েছে। 

*321*150# ডায়াল করে আপনি কিনতে পারবেন 15 টাকায় 800 এয়ারটেল ‌‌এসএমএস‌। 3 দিন পর্যন্ত এই এয়ারটেল এসএমএস অফারটির মেয়াদ থাকবে। এয়ারটেল থেকে যেকোন অপারেটরে এই এসএমএস গুলো ব্যবহার করা। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778*8#

20 টাকায় 500 এয়ারটেল ‌‌এসএমএস অফার

SMSPriceValitidyUSSD
500 SMSBDT 2030 Days*321*20#
যদি আপনার প্রতিদিন অল্প কিছু এসএমএস ব্যবহার করার দরকার পরে তাহলে আপনি এই 30 দিন মেয়াদের অফারটি কিনতে পারেন। এই এয়ারটেল এসএমএস অফারটিতে 20 টাকায় পাবেন 500 এসএমএস 30 দিনের জন্য। এই অফার কেনার প্রয়োজনীয় কোড হচ্ছে *321*20#। এয়ারটেল সিম থেকে যেকোন সিম অপারেটরে এই এসএমএস‌গুলো ব্যবহার করতে পারবেন। এয়ারটেলে এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*8#

25 টাকায় 1500 এয়ারটেল এসএমএস প্যাক ২০২৩

SMSPriceValitidyUSSD
1500 SMSBDT 2530 Days*321*1500#
একমাস অর্থাৎ ৩০ দিন মেয়াদে এয়ারটেলে খুবই ভালো একটি এসএমএস অফার হচ্ছে এই অফারটি। যাদের প্রতিদিন মেসেজ করার দরকার পরে তারা এই এসএমএস অফারটি কেনতে পারেন।

1500 এস এম এস 25 টাকায় কিনার জন্য ডায়াল করুন *321*1500#। এই এয়ারটেল এসএমএস অফারটির মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। যেকোন সিম অপারেটরে সাথে এই এসএমএস ব্যবহার করে মেসেজিং করতে পারবেন। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*8#

3000 এসএমএস অফার 37 টাকায়

SMSPriceValitidyUSSD
3000 SMSBDT 37
6 Days*321*3700#
আপনার যদি প্রতিদিন খুব বেশি‌ পরিমাণ এস এম এস করার দরকার পরে তাহলে এই এসএমএস অফারটি কিনতে পারেন। 

6 দিন মেয়াদে এয়ারটেল দিচ্ছে 37 টাকায় 3000 হাজার এসএমএস অর্থাৎ আপনি প্রতিদিন গড়ে 500 এসএমএস ব্যবহার করতে পারবেন। যাদের খুব বেশি এসএমএস দরকার পরে তাদের জন্য এই অফারটি খুব ভালো হবে।


আপনার যদি প্রতিদিন বেশি পরিমান এসএমএস ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে *321*3700# ডায়াল করে এই এয়ারটেল এসএমএস অফারটি কিনতে পারেন। যেকোন লোকাল নাম্বারে আপনি এই এসএমএস ব্যবহার করে কথা বলতে পারবেন। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778*8#

47 টাকায় 4000 এয়ারটেল ‌‌এসএমএস অফার

SMSPriceValitidyUSSD
4000 SMSBDT 476 days‌*321*4700#
আপনার যদি প্রতিদিন অনেক বেশি‌ পরিমাণ এস এম এস করার দরকার পরে তাহলে এই এসএমএস অফারটি কিনতে পারেন। 

6 দিন মেয়াদে এয়ারটেল 47 টাকায় 4000 হাজার এসএমএস অফার দিচ্ছে। যাদের খুব বেশি এসএমএস দরকার পরে তাজের জন্য এই অফারটি খুব ভালো হবে। আপনার যদি প্রতিদিন বেশি পরিমান এসএমএস ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে *321*4700# ডায়াল করে এই এয়ারটেল এসএমএস অফারটি কিনতে পারেন। যেকোন লোকাল নাম্বারে আপনি এই এসএমএস ব্যবহার করে কথা বলতে পারবেন। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778*8#

এয়ারটেল 57 টাকায় 5000 এসএমএস

SMSPriceValitidyUSSD
5000 SMSBDT 57‌6 Days*321*4700#
আপনি যদি 50 টাকার মধ্যে একটি এয়ারটেল এসএমএস অফার খোঁজেন তাহলে এই অফারটি আপনার জন্য। যাদের ডেইলি বেশি পরিমান এসএমএস পাঠানোর প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি খুব ভালো।

কারন এই অফারে 57 টাকায় 5000 এসএমএস অফার দিচ্ছে এয়ারটেল। কিন্তু সমস্যা হলো এই অফারের মেয়াদ মাত্র 6 দিন। যার কারনে যাদের খুব বেশি এসএমএস প্রয়োজন তাদের জন্য ই এই অবারটি ভালো হবে। আপনার যদি প্রতিদিন বেশি পরিমান এসএমএস ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে *321*4700# ডায়াল করে এই এয়ারটেল এসএমএস অফারটি কিনতে পারেন। যেকোন লোকাল নাম্বারে আপনি এই এসএমএস ব্যবহার করে কথা বলতে পারবেন। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল 

আমাদের শেষ কথা

আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে এয়ারটেল এসএমএস কেনার কোড ২০২৩ বা ‌এয়ারটেল এস এম এস অফার ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আজকে আমরা আর্টিকেলটিতে কিভাবে এয়ারটেল এসএমএস কিনতে হয় এবং কিভাবে এয়ারটেলর এসএমএস ব্যালেন্স চেক করতে হয় এবং এসএমএস অফার গুলোর মেয়াদ কতদিন থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

Please Share this On:

Next Post Previous Post
2 Comments
  • amorous.live
    amorous.live 7 Apr 2022, 03:06:00

    helpful post ... Thanks


    https://www.allsiminfo.com/

    • Sharif ahmed
      Sharif ahmed 23 Apr 2022, 10:55:00

      ধন্যবাদ আপনাকে

Add Comment
comment url