Symphony কম দামে ভালো মোবাইল 2024 - Itblogbd

ads

Symphony কম দামে ভালো মোবাইল 2024

কম দামে ভালো মোবাইল লঞ্চ করা কোম্পানি গুলোর মধ্যে সিম্ফোনি অন্যতম একটি কোম্পানি। এই কোম্পানিটি 5 থেকে 10 হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ভালো মোবাইল রিলিজ করে থাকে।

ভালো প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যা‌মেরা ও ডিসপ্লে নিয়ে সিম্ফোনি মোবাইল কোম্পানি কম বাজেটের ভালো ফোন রিলিজ করতেছে।

যদি আপনি দশ বা পনেরো হাজার টাকার মধ্যে ভালো মোবাইল খোঁজ করছেন তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে দশ বা পনেরো হাজার টাকার মধ্যে সিম্ফোনি মোবাইল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।

Symphony কম দামে ভালো মোবাইল 2024

Symphony কম দামে ভালো মোবাইল 2023

কম বাজেটে ভালো ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারি যুক্ত একটি মোবাইল কিনতে চান তাহলে সিম্ফোনি মোবাইল কোম্পানিতে বেছে নিতে পারেন।


কারণ এই কোম্পানিটি কম বাজেটের মোবাইল ক্রেতাদের দিকে নজর রেখে নিত্যনতুন কম দামে ভালো মোবাইল রিলিজ করতেছে।

যদি আপনি একটি কম দামে ভালো সিম্ফোনি মোবাইল কেনার আগ্রহ প্রকাশ করছেন। তাহলে আর্টিকেলটির মাধ্যমে আপনি সেইসব সিম্ফোনি মোবাইল গুলোর  দাম এবং অন্যান্য স্পিসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণরূপে বিস্তারিত জানতে পারবেন

সিম্ফনি মোবাইল দাম ২০২৪ | ‌‌সিম্ফনি মোবাইল নতুন মডেল।

2024 সালে রিলিজ হওয়া ‌‌সিম্ফনি মোবাইল নতুন মডেল গুলো সম্পর্কে ধারণা নিতে চান বা নতুন মডেল গুলোর দাম সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার উপকারে আসবে।

সিম্ফোনি নতুন রিলিজ করা মোবাইল গুলো সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আশাকরি আর্টিকেলটি পড়ে Symphony কম দামে ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Symphony মোবাইল ফোনের মূল্য তালিকা

যদি আপনি Symphony মোবাইল বাজারের মূল্য তালিকা সম্পর্কে জেনে নিতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি বিস্তারিত পড়ুন। 

কারণ এই আর্টিকেলটিতে সিম্ফোনি মোবাইলের ছবি ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বাংলাদেশে কম দামে ভালো মোবাইল রিলিজ করে থাকে এই সিম্ফোনি মোবাইল। 


মিড রেঞ্জের অল্প বাজেটে ভালো প্রসেসর ব্যাটারী ক্যামেরা সমৃদ্ধ ফোন রিলিজ করা কোম্পানির মধ্যে সিম্ফোনি অন্যতম একটি কোম্পানি।

সিম্ফোনি কোম্পানি অন্যান্য কোম্পানি গুলোর সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত নিত্যনতুন স্পেসিফিকেশনের সাথে নতুন নতুন মোবাইল  করে থাকে। সেই হিসেবে 2024 সালেও সিম্ফোনি কম্পানি নতুন অনেকগুলো মোবাইল লঞ্চ করেছে। 

আজকে এই আর্টিকেলটিতে সেইসব নতুন মোবাইল গুলোর দাম এবং ছবি ও বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে।

1.Symphony i32

সিম্ফনি মোবাইল দাম ২০২৪
Symphony i32 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 5 হাজার 690 টাকা।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.51 ইঞ্চি এইচডি প্লাস 16000*720 রেজুলেশনের 270 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

এছাড়া অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে 1.6 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।


মোবাইলটিতে 1 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 16 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 4000 এমএইচ ব্যাটারি। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 10-12 ঘন্টার মতো। এই ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য নেই কোনো ফাস্ট চার্জিং সুবিধা।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে একটি ক্যামেরা। 8 ও 0.8 মেগাপিক্সেলের দউইটি ক্যামেরা রয়েছে মোবাইলটির পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।


এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 162 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

Symphony i32 features:

  • 4000 এম এ এইচ ব্যাটারি।
  • 1 জিবি রেম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে। 
  • পিছনে 8 ও 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।

2.Symphony i69

Symphony i69

Symphony i69 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 6 হাজার 990 টাকা।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 5.7 ইঞ্চি এইচডি প্লাস 1440*720 রেজুলেশনের 270 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 3000 এমএইচ ব্যাটারি। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 1 দিনের মতো। এই ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য নেই কোনো ফাস্ট চার্জিং সুবিধা।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 152 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।


মোবাইলটিতে 2 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

এছাড়া অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 1.6 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে একটি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে মোবাইলটি পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

Symphony i69 features:

  • 3000 এম এ এইচ ব্যাটারি।
  • 2 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 5.7 ইঞ্চি এইচডি প্লাস 1440*720 রেজুলেশনের ডিসপ্লে।
  • পিছনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।

3.Symphony Z22

Symphony কম দামে ভালো মোবাইল 2023

Symphony Z22 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 8 হাজার 190 টাকা।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.52 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 269 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

মোবাইলটিতে 2 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।


এছাড়া অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 1.6 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।

মোবাইলটিতে রয়েছে 5000 এমএইচ ব্যাটারি রয়েছে ‌‌ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 1 দিনের মতো। 

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে দুইটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে মোবাইলটির পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 200 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

Symphony z22 features:

  • 5000 এম এ এইচ ব্যাটারি।
  • 2 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে। 
  • পিছনে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।

4.Symphony Z33

Symphony মোবাইলের মুল্য তালিকা

Symphony Z33 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 8 হাজার 790 টাকা।

মোবাইলটিতে 3 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.52 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 263 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

এছাড়া অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে 1.8 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর ও ইউনিসক T610 চিপসেট ব্যবহৃত হয়েছে ‌।

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 5000 এমএইচ ব্যাটারি। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 1 দিনের মতো। এই ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে তিনটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল দুইটি ক্যামেরা রয়েছে মোবাইলটি পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 190 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

Symphony z33 features:

  • 5000 এম এ এইচ ব্যাটারি।
  • 3 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.52 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে।
  • পিছনে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

5.Symphony Z40

Symphony Z40

Symphony Z40 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 10 হাজার 490 টাকা।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 269 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

মোবাইলটিতে 3 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 193.5 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

এছাড়া অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে 2.3 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও G35 চিপসেট ব্যবহৃত হয়েছে ‌।

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 5000 এমএইচ ব্যাটারি। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 1 দিনের মতো। এই ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে তিনটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে মোবাইলটি পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

Symphony z40 features:

  • 5000 এম এ এইচ ব্যাটারি।
  • 3 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে।
  • পিছনে 13+2+5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

6.Symphony Z35

Symphony z35

Symphony Z35 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 10 হাজার 490 টাকা

6000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে ব্যাকআপ সুবিধা দেওয়ার জন্য। এ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

মোবাইলটিতে 3 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.8 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 263 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 208 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে তিনটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 0.08 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে মোবাইলটি পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 08 মেগাপিক্সেলের ক্যামেরা।

মিডিয়াটেক হেলিও g35 প্রসেসর এর সাথে ব্যবহৃত হয়েছে 2.0 গিগাহার্জ অক্টাকোর চিপসেট। এবং আরও সাথে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 10

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

Symphony z35 features:

  • 6000 এম এ এইচ ব্যাটারি।
  • 3 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.8 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে।
  • পিছনে 13+2+0.08 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 08 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

7.Symphony z32 

সিম্ফনি মোবাইল দাম ২০২৪

Symphony Z32 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 8 হাজার 590 টাকা।

মোবাইলটিতে 3 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 269 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

এছাড়া অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে 1.8 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে দুইটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে মোবাইলটির পিছনে।

ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য মোবাইলটিতে রয়েছে 5000 এমএইচ ব্যাটারি। এই ব্যাটারি চার্জিং সুবিধা দেওয়ার জন্য নেই কোনো ফাস্ট চার্জিং সুবিধা।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।

এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 114 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

Symphony z32 features:

  • 5000 এম এ এইচ ব্যাটারি।
  • 3 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে। 
  • পিছনে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।

8.Symphony Z18

Symphony z18

Symphony Z18 এই মোবাইলটির বাংলাদেশ বাজার মূল্য 7 হাজার 790 টাকা।

আইপিএস টাচস্ক্রিন টেকনোলজির 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের 269 পিপিআই ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এই সিম্ফোনি মোবাইলটিতে।

মোবাইলটিতে 2 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়া‌নো যাবে।

এছাড়া অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে 1.8 গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।

মোবাইলটিতে রয়েছে 5000 এমএইচ ব্যাটারি রয়েছে ‌‌ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য। যার মাধ্যমে নর্মাল ব্যবহারে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে 1 দিনের মতো। 

মোবাইলটি পিছনে ব্যবহৃত হয়েছে দুইটি ক্যামেরা। 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে মোবাইলটির পিছনে।

Back Camera features:
  • অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগোল লেন্স, পোট্রেট মুড, লাইট মোড ও এইচডি আর ফিচারস রয়েছে পিছনের ক্যামেরায়।
মোবাইলটির সামনের ক্যামেরা হিসেবে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

মোবাইলটিতে দিয়ে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 1080 পিক্সেল পর্যন্ত।


এছাড়া মোবাইলটিতে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফেসলক ও ফিংগারপ্রিন্ট সুবিধা। মোবাইলটির ওজন মাত্র 114 গ্রাম। প্লাস্টিক ব্যবহৃত হয়েছে মোবাইল বডি হিসেবে।

Symphony z18 features:

  • 5000 এম এ এইচ ব্যাটারি।
  • 2 জিবি রেম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • 6.5 ইঞ্চি এইচডি প্লাস 1600*720 রেজুলেশনের ডিসপ্লে। 
  • পিছনে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ‌।
  • ফাস্ট চার্জিং সুবিধা নেই।

আমাদের শেষ কথা

আশা করি এই আর্টিকেলটি পড়ে Symphony কম দামে ভালো মোবাইল 2024 সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

যদি আপনি 10 হাজার টাকার মধ্যে একটি সিম্ফোনি মোবাইল কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমরা সাজেস্ট করবো Symphony Z40 মোবাইলটি কিনার জন্য।

কম বাজেটের একটি স্মার্টফোন কেনার পূর্বে অবশ্যই মোবাইলের ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লে ইত্যাদি দেখে কিনবেন।

এই আর্টিকেলটিতে ব্যবহৃত মোবাইল গুলোর দাম কোম্পানি বা অন্য কোনো মাধ্যমে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ads