জিপি ইন্টারনেট অফার ২০২৩ | গ্রামীণফোন এমবি অফার ২০২৩
ইন্টারনেট গতির দিক দিয়ে গ্রামীণফোন অন্যান্য সকল সিম কোম্পানি থেকে এগিয়ে থাকে। গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ এর দাম অন্যান্য সিম কোম্পানিগুলো থেকে একটু বেশি হয়ে থাকে। তবে ইন্টারনেট গতির দিক বিবেচনা করে সব সময় গ্রামীনফোনে এগিয়ে থাকে।
আপনি যদি একজন গ্রামীণফোন সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে গ্রামীণফোন ইন্টারনেট অফার সম্পর্কে জানাটা আপনার জন্য জরুরী হয়ে দাঁড়ায়। আপনি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে গ্রামীণফোন এমবি অফার 2023 সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা পাবেন।
জিপি ইন্টারনেট অফার ২০২৩
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দামের দিক দিয়ে বেশি হলেও ইন্টারনেট গতির দিক দিয়ে বিবেচনা করে অনেকেই গ্রামীণফোন ব্যবহার করে থাকে।
আরও পড়ুনঃ এয়ারটেল মিনিট কেনার কোড
আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে গ্রামীণফোন মাসিক, সাপ্তাহিক ও ডেইলি ইন্টারনেট প্যাকেজ গুলো সম্পর্কে জানতে পারবেন।
গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ
কত টাকা রিচার্জে বা কত কোড ডায়ালের মাধ্যমে গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আর্টিকেলটিতে।
189 টাকায় 1 জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 189 টাকা | 28 দিন |
*121*3390# |
গ্রামীণফোন ইন্টারনেট অফার গুলোর মধ্যে মাসিক ছোট ইন্টারনেট অফার হচ্ছে এই অফারটি। যদি আপনার কম এমবি কিন্তু বেশি মেয়াদ প্রয়োজন হয় তাহলে এই অফারটি দেখতে পারেন।
যদি আপনি এই মাসিক ইন্টারনেট অফারটা কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *121*3390#. ইন্টারনেট অফারটির মেয়াদ হচ্ছে 28 দিন পর্যন্ত। ফোরজি, থ্রিজি যেকোনো হ্যান্ডসেটে এই অফারের এমবি গুলো ব্যবহার করা যাবে।
গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*4#.
2 জিবি ইন্টারনেট 257 টাকা
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
2 জিবি | 257 টাকা | 30 দিন |
*121*3027# |
এক মাস মেয়াদের ছোট অফারের মধ্যে আরেকটি অন্যতম অফার হচ্ছে এই অফারটি। তবে এই অফারটির এমবি সংখ্যা খুবই কম। কিন্তু মেয়াদ বেশি যার কারণে অনেকেই এই অফারটি কিনে থাকে।
*121*3027# ডায়াল করার মাধ্যমে এই গ্রামীণফোন ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই অফারটির মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারটির 1.5 জিবি ফোরজি, থ্রিজি যেকোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে। কিন্তু 500 এমবি শুধু ফোরজি ফোনে ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৩
গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *121*1*4#.
289 টাকার 3 জিবি ইন্টারনেট প্যাকেজ
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
3 জিবি | 289 টাকা | 30 দিন |
*121*3391# |
মাসিক ইন্টারনেট অফারের মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয়। যারা শুধু ইমু বা ফেসবুক এরকম ধরনের একটি অ্যাপস ব্যবহার করার জন্য ইন্টারনেট প্যাকেজ খুঁজে থাকেন তাদের জন্য খুব ভালো হবে।
আরও পড়ুনঃ এয়ারটেল এসএমএস কেনার কোড ২০২৩
এই অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3391#. এই অফারের মেয়াদ হলো 30 দিন। ফোরজি, থ্রিজি যেকোনো হ্যান্ডসেটে এই অফারের জিবি গুলো ব্যবহার করা যাবে।
এই অফারের এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#.
10 জিবি ইন্টারনেট 299 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
10 জিবি | 299 টাকা | 30 দিন |
*121*3458# |
এক মাস মেয়াদের বড় অফারের মধ্যে অন্যতম একটি অফার হচ্ছে এই অফারটি।
*121*3458# ডায়াল করার মাধ্যমে এই গ্রামীণফোন ইন্টারনেট অফারটা কিনতে পারেন। এই অফারটির মেয়াদ থাকবে 30 দিন পর্যন্ত। এই অফারটির 10 জিবি ইন্টারনেট ফোরজি, থ্রিজি যেকোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ এয়ারটেল ইন্টারনেট অফার ২০২১
গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *121*1*4#.
15 জিবি ইন্টারনেট 498 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
15 জিবি | 498 টাকা | 30 দিন |
*121*3459# |
যাদের মাসিক খুব বেশি এমবির প্রয়োজন তাদের জন্য এই অফারটি খুবই ভাল একটি অফার হিসাবে বিবেচনা করা হয়। এই অফারের 15 জিবি ইন্টারনেট ফোরজি, থ্রিজি যেকোনো মোবাইলেই ব্যবহার করা যায়।
এক মাস মেয়াদী 15 জিবি ইন্টারনেট অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3459#. এ অফারের মেয়াদ থাকবে 30 দিন।
গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#.
399 টাকায় 20 জিবি ইন্টারনেট অফার
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
20 জিবি | 399 টাকা | 30 দিন |
*121*3392# |
যারা মোটামুটি বড় আকারের একটি ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাদের জন্য এই অফারটি খুবই ভালো হবে। কারণে অফারটিতে গ্রামীণফোন 20 জিবি ইন্টারনেট এক মাস মেয়াদের প্রদান করেে থাকে।
এই অফারের 20 জিবি ইন্টারনেটের মধ্যে 16 জিবি ইন্টারনেট আপনি ফোরজি, থ্রিজি যেকোন মোবাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু বাকি 4 জিবি ইন্টারনেট আপনি শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করতে পারবেন।
যার কারণে এই অফারটি কেনার পূর্বে আপনার ফোনটি ফোরজি কিনা সে দিক বিবেচনায় রেখে অফারটা কিনতে হবে। যদি আপনি এই অফারটা কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *121*3392#. 30 দিন পর্যন্ত এই অফারের এমবি গুলোর মেয়াদ থাকবে।
এই অফারের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#.
আরও পড়ুনঃ রবি এসএমএস কেনার কোড 2021
649 টাকায় 25 জিবি ইন্টারনেট প্যাকেজ
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
25 জিবি | 649 টাকা | 30 দিন |
*121*3393# |
30 দিন মেয়াদের আরোও একটি বড় অফারের মধ্যে এই অফারটি অন্যতম। যাদের মাসিক খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি খুবই ভাল একটি অফার।
এই অফারটির 25 জিবি ইন্টারনেটের মধ্যে 20 জিবি ইন্টারনেট যেকোন ফোরজি, থ্রিজি মোবাইলে ব্যবহার করা যাবে। কিন্তুু বাকি 5 জিবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।
*121*3393# এই কোডটি ডায়ালের মাধ্যমে খুব সহজেই আপনি এই অফারটি কিনতে পারবেন। এই অফারটির মেয়াদ হচ্ছে এক মাস অর্থাৎ 30 দিন। যদি আপনার এক মাস মেয়াদী বেশি এমবির প্রয়োজন হয় তাহলে এই অফারটি কিনতে পারেন।
এই অফারের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#
গ্রামীণফোন সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোন সিমের অনেকগুলো সাপ্তাহিক ইন্টারনেট অফার রয়েছে তবে তার মধ্যে আমরা আজকে কিছু সংখ্যক জনপ্রিয় গ্রামীণফোনের সাপ্তাহিক ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব।
1 জিবি ইন্টারনেট 77 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 77 টাকা | 7 দিন |
*121*3056# |
এই অফারটিতে গ্রামীনসিম কোম্পানি 77 টাকার বিনিময়ে 1 জিবি ইন্টারনেট এক সপ্তাহ(৭ দিন) মেয়াদে প্রদান করে থাকে। এই অফারটি কিনতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে *121*3056#. এ অফারের মেয়াদ থাকবে এক সপ্তাহ অর্থাৎ 7 দিন পর্যন্ত।
গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#.
98 টাকায় 2 জিবি ইন্টারনেট প্যাকেজ
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
2 জিবি | 98 টাকা | 7 দিন |
*121*3322# |
98 টাকার 2 জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য ডায়াল করুন *121*3322#. এই অফারের এমবি গুলোর মেয়াদ থাকবে সাত দিন পর্যন্ত।
গ্রামীণফোন সিমের এমবি দেখার কোড হল *121*1*4#.
5 জিবি এমবি 114 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
5 জিবি | 114 টাকা | 7 দিন |
*121*3344# |
আরও পড়ুনঃ বাংলালিংক এমবি কেনার কোড ২০২৩
*121*3344# ডায়ালের মাধ্যমে 114 টাকায় 7 দিন মেয়াদের 5 জিবি ইন্টারনেট অফারটি কিনতে পারেন। যেদিন কিনবেন সেদিন থেকে মোট সাতদিন এই অফারের মেয়াদ থাকবে।
এই অফারটির ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*4#.
6 জিবি ইন্টারনেট 124 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
6 জিবি | 124 টাকা | 7 দিন |
*121*3434# |
এক সপ্তাহ মেয়াদী 6 জিবি ইন্টারনেট অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3434#. এ অফারের মেয়াদ থাকবে 7 দিন।
গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4#.
148 টাকায় 8 জিবি ইন্টারনেট
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
8 জিবি | 148 টাকা | 7 দিন |
*121*3262# |
7 দিন মেয়াদের মোটামুটি বড় একটি অফারের মধ্যে এই অফারটি অন্যতম। যদি আপনার সপ্তাহে 8 জিবি বা 8 জিবির কাছাকাছি ইন্টারনেটের প্রয়োজন হয় তাহলে গ্রামীণফোন সিমের অফারটি কিনতে পারেন।
এই অফারটি ফোরজি, থ্রিজি যেকোনো মোবাইলে ব্যবহার করা যায়। 148 টাকায় 8 জিবি ইন্টারনেট অফার কেনার জন্য ডায়াল করুন *121*3262#. এই অফারের মেয়াদ থাকবে সাত দিন পর্যন্ত।
গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*4#.
12 জিবি ইন্টারনেট 198 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
12 জিবি | 198 টাকা | 7 দিন |
*121*3133# |
গ্রামীণফোন সিমের এক সপ্তাহ মেয়াদের বড় ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি অন্যতম। যাদের সাপ্তাহিক অনেক বেশি এমবির প্রয়োজন তারা এই অফারটি কিনতে পারেন। তবে এই দামে অন্যান্য কোম্পানি বেশি মেয়াদি বেশি জিবির অফার দিয়ে থাকলেও ইন্টারনেট গতির দিক বিবেচনা করে অনেকেই গ্রামীণফোন সিমে এই অফার কিনে থাকে।
ফোরজি, থ্রিজি যেকোনো মোবাইলে এই ইন্টারনেট জিবি গুলো ব্যবহার করা যাবে। এই অফার কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3133#. এই অফারের মেয়াদ থাকবে সাতদিন পর্যন্ত।
গ্রামীণফোন ডেইলি ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোন সিমের অনেকগুলো ডেইলি ইন্টারনেট অফার রয়েছে তবে তার মধ্যে আমরা আজকে কিছু সংখ্যক জনপ্রিয় গ্রামীণফোনের সাপ্তাহিক ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব।
512 এমবি ইন্টারনেট 28 টাকা
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
512 এমবি | 28 টাকা | 3 দিন |
*121*3256# |
আরও পড়ুনঃ সেরা 05 গাড়ি গেম ডাউনলোড করুন।
*121*3256# ডায়ালের মাধ্যমে 28 টাকায় 3 দিন মেয়াদের 512 এমবি ইন্টারনেট অফারটি কিনতে পারেন। যেদিন কিনবেন সেদিন থেকে মোট তিনদিন এই অফারের মেয়াদ থাকবে।
এই অফারটির ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*4#.
গ্রামীণফোন ইন্টারনেট অফার গুলোর মধ্যে ডেইলি ছোট ইন্টারনেট অফার হচ্ছে এই অফারটি। যদি আপনার কম এমবি প্রয়োজন হয় তাহলে এই অফারটি দেখতে পারেন।
1 জিবি ইন্টারনেট 46 টাকায়
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
1 জিবি | 46 টাকা | 3 দিন |
*121*3366# |
ফোরজি, থ্রিজি যেকোনো হ্যান্ডসেটে এই অফারের এমবি গুলো ব্যবহার করা যাবে। যদি আপনি এই ডেইলি ইন্টারনেট অফারটা কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *121*3366#. ইন্টারনেট অফারটির মেয়াদ হচ্ছে 3 দিন পর্যন্ত।
গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*4#.
ডেইলি ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি খুবই জনপ্রিয় একটি অফার। কারণ মাত্র 57 টাকায় গ্রামীণফোন 2.5 জিবি ইন্টারনেট প্রদান করে থাকে। এই অফারের 2 জিবি ইন্টারনেট ফোরজি, থ্রিজি যেকোনো মোবাইলে ব্যবহার করা যাবে। কিন্তু 500 এমবি ইন্টারনেট শুধু ফোরজি মোবাইলে ব্যবহার করা যাবে।
57 টাকায় 2.5 জিবি ইন্টারনেট
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
2.5 জিবি | 57 টাকা | 3 দিন | *121*3242# |
আরও পড়ুনঃ রবি সকল সার্ভিস বন্ধ করার কোড
57 টাকায় 2.5 জিবি ইন্টারনেট অফার কেনার জন্য ডায়াল করুন *121*3242#. এই অফারের মেয়াদ মাত্র তিন দিন। অফারের এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *121*1*4#.
3.5 জিবি ইন্টারনেট 69 টাকা
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
3.5 জিবি | 69 টাকা | 3 দিন |
*121*3282# |
গ্রামীণফোন সিমের ডেইলি মেয়াদের বড় ইন্টারনেট অফার গুলোর মধ্যে এই অফারটি অন্যতম। যাদের ডেইলি অনেক বেশি এমবির প্রয়োজন তারা এই অফারটি কিনতে পারেন।
ফোরজি, থ্রিজি যেকোনো মোবাইলে এই ইন্টারনেট জিবি গুলো ব্যবহার করা যাবে। এই অফার কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3282#. এই অফারের মেয়াদ থাকবে তিনদিন পর্যন্ত।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ইমু
গ্রামীণফোন সিমের আলাদাভাবে কোন ইমু অফার নেই। তবে কিছু সোশ্যাল অফার রয়েছে যেগুলো দিয়ে ইমু ব্যবহার করা যায়। এই অফার হলো নিম্নরুপ দেয়া হলো।
এমবি | মূল্য | মেয়াদ | কোড |
5 এমবি | 2.74 টাকা | 3 দিন |
*121*3002# |
.... | 6.28 টাকা | 7 দিন |
*121*3020# |
.... | 28 টাকা | 3 দিন |
*121*3024# |
আমাদের শেষ কথা
আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড 2023 বা গ্রামীণফোন ইন্টারনেট অফার ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন।
এই আর্টিকেলটিতে গ্রামীণফোনের ডেইলি, সাপ্তাহিক ও মাসিক ইন্টারনেট প্যাকেজ গুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ইমু নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছি। যেকোন সিমের নিত্যনতুন ইন্টারনেট, মিনিট এবং অন্যান্য অফার সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
গ্রামীনফোনের ইন্টানেট প্যাকেজ গুলো অনেক সাহায্যকারী ছিল। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট